দেখুন ভিডিও বানান খুব সহজে

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

বিস্তারিত এখনেঃ- http://androidmidnight.blogspot.com/

ইন্ড হলো একটা সিনেমার অর্ধেক। পিকচার খারাপ হলেও আমরা সিনেমা দেখি কিন্তু সাউন্ড খারাপ হলে আমরা সিনেমা দেখিনা। আর ভালো সাউন্ড টেক করতে হলে আপনাকে কিছু খরচ করতে হবে। কিন্তু ভিন্ন উপায় ও আছে। ভালো একটা হেডফোন জোগার করুন। তারপর শুটিং শেষে হেডফোন দিয়ে সাউন্ড ফর্জ জাতীয়ে সফটওয়ার ব্যবহার করে পিসিতে সাউন্ড রেকর্ড করুন। মানে, আপনাকে ডাবিং করতে হবে আর কি। কাজটা একটু সময় সাপেক্ষ। এই জন্য যতটুকু পারা যায় ডায়ালগ কম রাখা উচিত।

 

লাইট আপনার শটের ডাইমেনশন তৈরী করতে সাহায্য করবে। ভালোভাবে লাইট প্রক্ষেপন আপনার সিনেমার চেহারা ঘুরিয়ে দিতে পারে। বাড়িয়ে দিতে পারে আপনার গল্পের আবেদন। চরিত্র কে ফুটিয়ে তুলার ক্ষেত্রে লাইট খুবই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। সিনেমায় লাইট একটা বিশাল এরিয়া। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় নিবে। আমার নিজের ও ভালো জানা নেই। তবে, কিছু টিপস দেই।

১... স্ক্রিপ্টে রাতের সিকোয়েন্স কম রাখবেন। দিনের আলো অনেক শক্তিশালী। অবশ্য চাই ভালো মতো ব্যবহার করার ক্ষমতা।

২... ধরুন, একটা সিকোয়েন্স রাতেই নিতে হবে। দিনের বেলা নিলে হবেনা। এই যেমন নাক ডাকার ব্যাপারটা। রুমমেট নাক ডাকায় আরেক রুমমেট রাতের বেলা ঘুমোতে পারছেনা। তো, এই রাতের সিকোয়েন্স টা যদি আমরা দিনের বেলায় করি তাহলে কি হবে? তাহলে তেমন কিছুই না। কিছুটা গ্রহনযোগ্যতা হারাবে।
আমরা যেটা করতে পারি সেটা হলো, এই রকম রাতের সিকোয়েন্স গুলো দিনের বেলাই শুট করতে পারি। তারপর এডিটিং টুলস এ নিয়ে গিয়ে রাত বানিয়ে দিতে পারি। সেটা আপনাদের শিখিয়ে দিবো পরে। আপাতত আমরা অই সিকোয়েন্স টা দিনের আলোয় করবো। কারন, রাতের বেলা শুট করলে যদি পর্যাপ্ত আলো সবরাহ করতে না পারেন তাহলে ভিডিও নয়েজ আসবে। মানে, আপনার স্ক্রিন জুড়ে ঝিরঝির আসবে। তাই দিনের বেলা শুট করবেন এই ঝির ঝির থেকে মুক্তি পাওয়ার জন্য।

Level New

আমি বেনিফিট টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব অতি সাধারন একটি ছেলে.শূন্যতাই আমার পথ চলার সংগী.আমার জন্যে সবাই দোয়া করবেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ছোট ভাইয়ের আইডিটা কেউ ডিএকটিভ করে দিয়েছে, আমি সব ধরনের ট্রাই করে শেষ মেশ মোবাইলে ভেরিফিকেশন কোড এনে ট্রাই করলাম কিন্তুু তাদের পরবর্তী NID ভেরিফিকেশন. img ফাইল চাইলে আমার ভাইয়ের NID(বিদেশে থাকে) নাই তাই আমারটা দিলাম, তারা ধন্যবাদ জানাল এবং চেক করে পরবর্তীতে ইমেইল করে জানাবে বলে লগআউট করতে বলে, সব করার পরও আজ ১০/১২ দিন হয়ে গেল কিন্তুু কোন খবর নাই
আইডিটা ফেরত পাওয়ার অন্য কোন পন্থা আছে?

apni amr sathe facebook a jogajog korun