আসুন শুরু করি
যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের নিশ্চয়ই কারো না কারো মেইল একাউন্ট আছে। কিন্তু নিজস্ব একটি ওয়েভ সাইট আছে এমন কমই আছে। কারণ একটি ওয়েভ সাইট নিতে গেলে টাকার প্রয়োজন। তাই আমি এমন একটি উপায় দেখানো যেখানে আপনি একটি ওয়েভ সাইট পাবেন একদম ফ্রি, তাও আবার ওয়ার্ডপ্রেসে। তাই ওয়ার্ডপ্রেসে কিভাবে ফ্রি একটি সাইট খুলতে হয় তা আমি চিত্রসহ দেখাবো। তাহলে আসুন ওয়ার্ডপ্রেসে একটি ফ্রি ওয়েভ সাইট খুলি।
প্রথমে আমাকে কোন ব্রাউজার ওপেন করে তার এড্রেস বারে http://www.wordpress.com লিখে
এন্টার দিতে হবে। নিচের এই পেজটি ওপেন হবে।
ধারাবাহিক ভাবে এগুলি পূরণ করুণ
১) ইমেইল ঘরে আপনার ইমেইল লিখুন।
২) ইউজার নেম ঘরে আপনার ইউজার নেম দিন তবে খেয়াল রাখবেন আপনার ইউজার নেমটি যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে সেটি নেবে না। সেক্ষেত্রে আপনাকে অন্য একটি ইউজার নেম দিতে হবে। এই ভাবে ইউজার নেম দিয়ে দিয়ে দেখবেন কোনটি নেয় তারপর যেটি নেবে সেটিই হতে আপনার ইউজার নেম।
৩) পাসওয়ার্ড ঘরে আপনার মনের মত করে একটি পাসওয়ার্ড দিবেন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড যেন ভুলে না যান।
৪) এবার আপনার ব্লগ এড্রেস ঘরে আপনার সাইট এড্রেস লিখুন। তবে আপনি যে বিষয়ের উপর সাইটটি করতে চান সেই বিষয়ের উপর সামঞ্জস্য রাখলে ভাল হয়। আরও একটা বিষয় খেয়াল রাখবেন এই এড্রেসের ভিতর যথাসম্ভব কোন সংখ্যা না দেওয়ার চেষ্টা করবেন।
৫) এবার নিচে চলে আসুন এবং দেখতে পাবেন ক্রিয়েট ব্লগ লেখা আছে, সেখানে কিক করুন। পরে আর একটি পেজ ওপেন হবে।
আমি বেনিফিট টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব অতি সাধারন একটি ছেলে.শূন্যতাই আমার পথ চলার সংগী.আমার জন্যে সবাই দোয়া করবেন