বন্ধুরা অনেকেই হইত গুগল প্রোজেক্ট আরা নিয়ে অনেক উঃসাহিত ছিলেন কিন্তু আপনাদের সামনে এবার গুগোল নিয়ে আসল খুব একটা খারাপ সংবাদ। গুগল তদের প্রজেক্ট বাতিল করে দিয়েছে। অনেক কষ্টের হলেও এটাই সত্য যে তারা হইত এখন প্রজেক্ট আরা করছে না আর। আসুন তাহলে দেখেনি কি কারণে তারা বাদ দিয়ে দিল প্রোজেক্ট আরা।তার আগে আমাদের জানতে হবে প্রোজেক্ট আরা টা কি? তাহলে আসুন আগে জেনে নিন প্রোজেক্ট আরা টা কি?
গুগল প্রোজেক্ট আরা হচ্ছে তাদের একটা প্রোজেক্ট যেখানে তারা বানাচ্ছে মডুলার ফোন। মোডুলার ফোন বলতে আপনি এর প্রায় সকল পার্টস খুলে নিজের মত করে সাজিয়ে নিতে পারবেন। বুঝেন নি তো, ধরুন আপনি একটা ফোন ব্যবহার করছেন যেটার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল কিন্তু ১ বছর পরে এর থেকে একটি ভাল মানের ফোন বের হবে আর তাতে ক্যামেরা এর থেকে ভাল হবে এটাই তো স্বাবাভিক। আর সেই জন্য আপনি আপনার এই ফোনটি বাদ দিয়ে নতুন ফোন কিনার কথা ভাবছেন, কিন্তু সেটা আপনার কাছে অনেক ব্যয় সাপেক্ষ, তাছাড়া বার বার তো আর ফোন পরির্বত করতে পারছেন না।
গুগল আরা প্রোজেক্ট হচ্ছে এমন একটি প্রোজেক্ট যেটা তে আপনি ইচ্ছা করলে ক্যামেরা, র্যাম, প্রসেসর, ডিসপ্লে পরির্বতন করতে পারবেন। এই প্রোজেক্ট টি গুগল নিয়েছিল ২০১৪ তে, ২০১৫ তে তারা এটা নিয়ে কাজ শুরু করেছিল ও ২০১৬ তে এসে তারা বলেছিল অতি শিঘ্রই তারা প্রোজেক্ট আরা বাস্তবায়ন করতে চলছে। কি মনে হচ্ছে বন্ধুরা অনেক মজার প্রোজেক্ট ছিলনা এটা ? কি সুন্দর একটা স্বপ্ন দেখে ছিলাম, ফোনের সব কিছুই পরির্বতন করতে পারবো নিজেই।
গুগল প্রোজেক্ট আরার সব থেকে বড় উদ্দেশ্য ছিল ফোন ব্যবহার কারিদের স্বাধিনতা প্রদান। যেখানে আপনি আপনার পছন্দের ফোনটির যা ইচ্ছা সেটাই পরির্বতন করতে পারবেন। যেমটা ধরুন আপনি সামনে একটি ডিসপ্লে লাগিয়ে নিলেন, পিছনে ব্যাটারি আর ক্যামেরা লাগিয়ে নিলেন। আবার আপনি ইচ্ছা মত আপনার ফোনটির ফ্ল্যাস লাগিয়ে নিলেন। মনে করছেন যে আপনার একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর লাগবে আপনি সেটা ইচ্ছা মত লাগিয়ে নিতে পারতেন। আর সেই জন্য গুগোল বাজারে তিন ধরনের মোডুলার ফোন ছাড়বার কথা ভাবছিল। কিন্তু সেটা ত আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
গুগল প্রোজেক্ট আরা বাতিল এর কারণ হিসেবে বলেছে তাদের নাকি কিছু টেকনিকাল সমস্যা হয়েছে। এছাড়াও তাদের লাইসেন্স জনিত কিছু কারনের জন্য তারা এই প্রোজেক্ট টি বাতিল করেছে। কিন্তু এটাই আসল কারণ না এর কারণ হিসাবে বলা হচ্ছে তারা যাদের কাছে থেকে সামনের অংশ ও পেছনের অংশ এর জন্য চুক্তি করেছে তারা এই ডিজাইন অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু তাছাড়া তাদের প্রোজেক্ট বাতিলের আরো একটি কারণ রয়েছে বলে অনেকে ধারণা করেছে সেটা হলো তাদের নতুন ফোন পিক্সেলস। তারা বাজারে এবার আনতে চলেছে তাদের নতুন ফোন পিক্সেলার আর সেই জন্য হইত তারা এই প্রোজেক্ট টি বাতিল করে দিল।
গুগোল কিন্তু একেবারেই হাল ছেড়ে দেইনি, হইত অন্য কারো সাথে তারা চুক্তির মাধ্যমে তারা প্রজেক্ট আরা বাস্তবায়ন করবে। গুগল অন্য কারো সাথে লাইসেন্স নিয়ে ন্তুন করে তাদের প্রোজেক্টটি শুরু করবে এমন টাই শোনা যাচ্ছে অনেক জায়গাই। কিন্তু এটা ভেবে নিয়েন না যে প্রোজেক্ট আরা একেবারে বাতিল হয়ে গেছে কেননা আমরা প্রোজেক্ট আরার মুল বিষয় টা জেনেছিলাম মোডুলার ফোন। মোটোরোলা কিন্তু তাদের মোডুলার ফোন জি ৫(G5) নিয়ে কাজ করছে। গুগল এর প্রোজেক্টটি বাতিল করাই তাই বেশি লাভবান মোটোরোলাই হয়েছে।
শেষকথা
গুগল এর প্রোজেক্টটি সত্যি অনেক সুন্দর ছিল। বিশেষ করে স্মার্টফোন এর নতুন এক যুগের সূচনা হউয়ার সম্ভাবনা ছিল কিন্তু কিছু কারণে হইত তা সম্ভব হইনি। কিন্তু মোটোরোলা হইত আমাদের এই স্বপ্ন পূরণ করবে আশা করি। তাছাড়া হইত গুগল ২০১৭ সালে নতুন করে তাদের প্রোজেক্ট আরা নিয়ে নতুন করে কাজ শুরু করবে। তাই আমাদের আশাহত হবার কিছুই নেই। তাদের কিছুই সূত্র বলেছে হইত ২০১৭ সালে তারা নতুন করে এই প্রোজেক্ট টি শুরু করবে। কিন্তু আসল দেখার বেপার হচ্ছে কে আগে মোডুলার ফোন বাজারে আনে? মোটোরোলা নাকি গুগল
টিউনটি এর আগে প্রকাশিত হয়েছে Bn.Techills.net তে।
আমি সাঈদ পাপ্পু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদ পাপ্পূ। আপনাদের মাঝে এসেছি কিছু শিখতে এবং শিখাতে। আমি টেকনোলজি ও টেকনিউজ পড়তে ও লিখতে খুব ভালোবাসি তাই আপনাদের মাঝে এসেছি। আমার নিজেরও ব্লগ আছে http://bn.techills.net