এবার গুগুল কথা বলবে বাংলায় (বাংলায় আপনি যা লিখবেন তাই পড়ে শুনাবে গুগুল): [ভিডিও সহ] !!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালো। আপনাদের আজ একটা মজার খবর দিব। গুগুল বাংলায় কথা বলছে। আমি যদি আপনাকে এ কথাটি বলি  হয়তবা এ রকম একটি কথা হয় আপনি হেসেই উড়িয়ে দিতে পারেন। আপনার কাছে এটি হয়ত একটি কৌতুক হবে। কি বলে? গুগুল কিভাবে বাংলায় কথা বলবে বা বলতে পারে।কিন্তু হ্যাঁ এখন থেকে আপনি বাংলায় যা লিখবেন তাই আপনাকে পড়ে শুনাবে গুগুল। এবং মজার ব্যাপার হল আপনার মনেই হবে না কোন একটি মেশিন আপনাকে বাংলা পড়ে শুনাচ্ছে। উচ্চারণ হুবুহু অনেকটা মানুষের কন্ঠের মতই। আপনার বুঝতে কোন অসুবিধা হবে না।

২০১৬ সালের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটা আমাদের জন্য পরম একটি পাওয়া যে গুগলের টেক্স টু স্পিচ কার্যক্রমে অন্তভূক্ত হয়েছে বাংলা ভাষা। এ নিয়ে সাম্প্রতিক সময়ে গুগুলের রিচার্চ ব্লগ এ ও একটি লেখা প্রকাশিত হয়েছে। যেখানে তারা বলেন যে লো রিসোর্স ভাষা নিয়ে কাজ করছেন টেক্স টু স্পিচ কার্যক্রম  এর অংশ হিসেবে। ভবিষ্যৎ এ তারা আরো অন্যান্য ভাষাকেও এর আওতাভূক্ত করবেন। ব্লগে বলা হয় যে প্রায় ৬৫০০০ বাংলা শব্দকে তারা ফনেটিক নোটশন দিয়েছেন। যারা ফলে আমরা খুব সন্দর ভাবে জিনিসটি  ব্যবহার করতে পারব।

ত কিভাবে করবেন আপনি এই কাজটি? তাই দেখানো হয়েছে এই ভিডিওটিতে।
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। 🙂

ফেসবুকে আমি

ব্যক্তিগত ফেসবুক পেইজ

 

 

ভিডিওর সরাসরি লিংক : https://www.youtube.com/watch?v=2xwDUUqI9Mk

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস