কিভাবে খুব সহজেই Google Adsense Approve করা যায় ব্লগ সাইট এ।।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
বিসমিল্লাহির রাহমানির রাহিম....

আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আমার লেখাগুলো একটু ভালো মানের করার জন্য চেষ্ঠা করে যাচ্ছি। তাই আপনাদের কোন সাজেশন আমার কাম্য রইলো। এবার আসল কখায় চলে আসি।

আজকের  টিউন google adsense approve করবেন কি করে খুব সহজে ঃ

অনেকেই আছেন এখন পর্যন্ত আপ্নের সাইট এ গুগুল অ্যাডসেন্স শোও করাতে পারেন নাই। আসলেই গুগুল অ্যাডসেন্স পাওয়া মানে সোনার হরিন পাওয়া। গুগুল অ্যাডসেন্স সাদারন্ত ৬ মাস এর আগে পাওয়া যায় না। এমন কি ব্লগ এ সর্ব মট ৪০ থেক ৫০ টা টিউন থাকতে হবে।এম্ন কি সেটা ভাল মানের হতে হবে। সেখানে কোন কপি পাস্তে ত থাকা জাবেই না। তাই এটি সহজে পাওয়ার জন্য প্রথমে এই সাইট এ সাইন আপ করুন লিঙ্ক

আপনাদের বজার সুবিদারথে ভিডিও লিঙ্ক থেকে ভিডিও টি দেখে নিন। কিভাবে আপনার ব্লগ এ ৫ দিন এর মদ্দে গুগুল অ্যাডসেন্স আপনার ব্লগ এ শোও করাবেন। আশা করি ভিডিও টি দেখলে আপনারা বুজতে পার বেন।

ভিডিও লিঙ্ক

 স্কিন শর্ট  নিচে দেও হল ঃ

টিওন টি প্রথমে এই সাইট প্রকাশ হইয়েছে  লিঙ্ক

অবশেষে আপনাদের একটা কথা না বললেই নয় আপনারা ভাল থাকলে আমি ভাল থাকি।। আসা করি আপনারা সবাই ভাল থাকবেন।

আর একটি কথা আমি যদি কোন ভুল করে থাকি আপনারা সেটা ক্ষমার চক্ষে দেখবেন।

আপনাদের কাছে আমার আনুরদ সফটওয়্যার টি যদি আপনাদের   ভাল লাগে  তাহলে অবশই আমকে টিউমেন্ট করবেন।
আসা করি এতখুনে আপনারা সফটওয়্যার টির মজা পেয়েগেছেন ...।
আর একটি কথা আপনাদের যদি ভাল লাগে আমার সাইট এ গুরে আসতে ভুল্বেন না কিন্তু।

আমার সাইট লিঙ্ক

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর লেখা সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর কিছু উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

Level 0

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি লিখেছেন একটু পড়ে দেখেন তো বোঝেন কিনা?

Google Adsense Approve na korte parle nock koiren

ভাই আমি বাংলাদেশি থাকি সৌদি, আমার দুইটা ব্লগ আছে ১টা বাংলা আর ১টা ইংলিস, আমি এডসেন্স এ আবেদন করতে চাচ্ছি এখন ঠিকানা সৌদি আরব রিয়াদ এর দিবো নাকি বাংলাদেশ টাংগাইল এর ঠিকানা দিবো? কোনটা দিলে এডসেন্স এপপ্রুভ হবে please আমাকে যানাবেন।
[email protected]