প্রিয় টেকটিউনস ইউজার সবাইকে শুভেচ্চা জানিয়ে শুরু করছি আজকের এই টিউন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গুগোল ক্রমবুকের একটি টিপস। যদিও বা এখন আমরা গুগোল ক্রমবুক অপারেটিং সিস্টেম পারমান্টে ব্যবহার করিনা তবে সখের বসে অনেকে ডুয়েল বুটে ইউজ করে থাকি। কেউ বা আবার ভার্সুয়াল মেশিনে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। ফিউচারে ব্যবহার করলে কাজে লাগতে পারে। গুগোল ক্রমবুক গুগোলের একটি প্রডাক্ট এটি একটি লিনাক্স কার্নেল দিয়ে তৈরী ফ্রী অপারেটিং সিস্টেম গুগোল ক্রমবুক।
যদি কেউ গুগোল ক্রমবুক ব্যবহার করে থাকেন তাহলে তাদের কাজে লাগতে পারে।
সাধারনত উইনডোস ব্যবহার কারিরা খুব সহজে টাকসবারে কোন আইকন অথবা ওয়েব ঠিকানা এড করতে বা রিমুভ করতে পারে। সেটা যদি আমরা গুগোল ক্রমবুকে করতে চাই তাহলে একটু অন্য পন্থা অবলম্বন করে হবে। দেখতে ঠিক নিচের ছবিটির মত
আমরা যে কোন ওয়েব ঠিকানা যোগ করতে পারব। আমি ফেজুবক দিয়ে দেখাইছি আপনি অন্য ঠিকানা ইউজ করতে পারেন। তবে সিস্টেম সব একই তবে এই কাজটি আমি গুগোল ক্রম দিয়ে দেখাইছি অন্য ব্রাউজার দিয়ে হবে কিনা জানিনা তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন।
প্রথমে যে ওয়েব ঠিকানা আমরা টাকসবারে আইকন হিসেবে ছেট করব সে ওয়েব ঠিকানায় জাব গেলে গুগোল ক্রমের মেনু আইকনে ক্লিক করব। ক্লিক করলে More Tools অপশনে ক্লিক করব। সেখান থেকে Add to self অপশনে ক্লিক করব। নিচের চিত্রের মত
Add to shelf এ ক্লিক করলে একটি Add to shelf নামে পপআপ উইনডো অপেন হবে। সেখানে Open as window তে টিক দিবেন। নিচের চিত্রের মত
এর পর Add ক্লিক করলে কাজ শেষ। এখন দেখেন আপনার গুগোল ক্রমবুকের টাকসবারে ফেজবুকের আইকন চলে আসছে।
যদি কার কোন কিছু বুঝতে সমস্যা হয়ে টিউমেন্টে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ।
আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100%