কিভাবে ইউটিউব / Google থেকে টাকা হাতে পাবেন

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।গত দুই মাস আগে আমি একটি টিউন করে ছিলাম কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যাই  |সেই টিউন য়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ কিভাবে ইউটিউব / Google থেকে টাকা হাতে পাবে | তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব / Google থেকে টাকা হাতে পাবেন |

আপনারা জানেন যে  ইউটিউব হচ্ছে Google এর একটি প্রোডাক্ট এবং Adsense হচ্ছে Google এর Accounts Dept. যারা কি না আপনার Google এর সাথে লেন দেন এর হিসাব রাখে |

Google থেকে টাকা হাতে পাবার ৩ টি ওপায় আছে |

১)  চেক (Check)

২) ব্যাংক একাউন্ট Transfer ( Wire Transfer To Bank Account)

৩) ওয়েস্টার্ন ইউনিয়ন (Western Union)

১)  চেক (Check)

আপনি চাইলে  Google এর উপার্জীত টাকা Check এর মাধ্যমে পেতে পারেন | কিন্তু চেক এর মাধ্যমে টাকা হাতে পেতে অনেক সময় লাগে |Google আপনার সেট করা ঠিকানাই আপনার নামে চেক পাঠাবে যখন আপনার Adsense একাউন্টয়ে USD 100+ হবে |

২) ব্যাংক একাউন্ট Transfer ( Wire Transfer To Bank Account)

আপনি চাইলে  Google এর উপার্জীত টাকা আপনার ব্যাংক একাউন্টয়ে Transfer করতে পারবেন | ব্যাংক একাউন্ট য়ে  Transfer করতে আপনার 4 টি Information প্রয়োজন হবে|

সেগুলো হল

1) আপনার ব্যাংক এর  কাউন্ট য়ে যেই নাম দেওয়া আছে তা (Account Holder Name)

2) ব্যাংক এর নাম (Bank Name)

3) SWIFT-BIC

4) IBAN

৩) ওয়েস্টার্ন ইউনিয়ন (Western Union)

আপনি চাইলে  Google এর উপার্জীত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে খুব সহজভাবে হাতে পেতে পারেন | তারা আপনার উপার্জীত টাকা Western Union পাঠাবে |যখন আপনার Adsense একাউন্টয়ে USD 100+ হবে |

ওয়েস্টার্ন ইউনিয়ন হল পৃথিবীর যে কোন জায়গা থেকে যুদি কেও আপনার নামে  টাকা পাঠায় তাহলে আপনি চাইলে খুব সহজে আপনার ID অথবা Passport যেই টাই থাকোক না কেন আপনার Same নাম Proof করে MTCN নম্বর এর মাধ্যমে খুব সহজভাবে টাকা ওঠাতে পারবেন |

Google Adsnese আপনার উপার্জীত টাকা প্রতি মাসের  ২১ - ২৯ তারিখ এর মধ্যে পেয়ে জাবেন |

উদাহরণ স্বরূপ

জানুয়ারী মাসে যা উপার্জন করবেন তা ফেব্রুয়ারি মাসের  ২১ - ২৯ তারিখ মধ্যে পেয়ে জাবেন |

যখন আপনার একাউন্ট য়ে তারা টাকা পাঠাবে তখন আপনার Adsense একাউন্টয়ে দেখাবে Most Recent Payment

 সাথে সাথে Email ওপাবেন

"Google AdSense: We recently sent you a payment"

Check your account for your most recent payment.

 

Hello from Google,

Good news! On Sep 21, 2015, we sent you a payment for your Google AdSense earnings.

Here's how you can check the status:

  1. Sign in to your AdSense account.
  2. Click the gear icon in the upper right corner of any tab, then, from the drop-down list, select "Payments".

You may also be able to find a reference number there to track or retrieve your payment.

See you online,
The Google Billing Team

খুব সহজে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন কিভাবে ইউটিউব / Google থেকে টাকা হাতে পাবেন

 ভিডিও দেখতে চাইলে নিচে ক্লিক করুন।

আমি আমার ইউটিউব এর প্রথম পেমেন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন মাধ্যমে তুলেছি

 

আরও ফেসবুক,ইউটিউব,স্কাইপ, উইন্ডোজ, ফটোশপ সম্পর্কে ৫৫০ টির বেশী ভিডিও পেতে আমার  YouTube চ্যানেল Subscribe করতে ভুলবেন না।

ইউটিউব চ্যানেল Link : https://www.youtube.com/abdurahim22791

আজকের মত এখানেই বিদায়।

Level 0

আমি আব্দুর রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Subscribe My Channel www.youtube.com/abdurahim22791


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা প্রশ্ন , সবাই দেখি এডসেন্স নিয়ে এইরকম প্রশ্ন দেয়। কিন্তু কেউ লেখে না কত ক্লিকে কি পরিমান আয় হয় এডসেন্স থেকে

    Actually Jokhone kaow apnar video play kora video play korar aga jodee Add Asa Tahole kavol apni oee video thaka earn korta parven.arr earn amount actually depend kora youtube company oee add company jai taka dayy tar thaka 55% apni paven…

    আমার মতে খুব ভালো একটা সাইট ইঙ্কামের জন্ন সেরা দ্রত পেমেন্ট পাউয়া জায়। http://www.linkadz.com/?r=arafinaraf আপ্নারা ইচ্ছা করলে ট্রাইকরে দেখতে পারেন।

SWIFT-BIC, IBAN mane ki

ভাই আমাকে কেউ সাহায্য করুন।।।আমার পাওনিয়ার মাস্টার কাড এর জন্য ২-৩$ ডলার লাগবে কেউ দিতে পারলে আমি তাকে বিকাশ করে টাকা দিয়ে দিব।।।দিতে পারলে দয়া করে একটু কষ্ট করে একটা কল করুন ০১৬৭৯৬৭৯৫১০

Level 2

রহিম ভাই, একটা বিষয় বুঝলাম না, Adsense নাকী বাংলাদেশ সাপোর্ট করে না। তাহলে বাংলাদেশ থেকে কীভাবে টাকা আয় করবো।

ভাই নতুন হিসাবে কিভাবে শুরু করতে পারি ?

this post is very effective thanks
tech-knowledge-bd.blogspot.com

http//:tech-knowledge-bd.blogspot.com

SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)
IBAN ( International Bank Account Number)
egula kmne fill up korbo??bank account nmbertay iban?

    Bangladesh arr sov bank arr SWIFT Code Aca Apnar nedesto branch a gea khove easily SWIFT Code Peya Javen
    Actually Bangladesh Aa akhono IBAN calow kora nai okhana apnar account number delai hoea java

kon method a koto fees dite hoy bolle valo hoto???

ভাই আমি পেমেন্ট নিয়া সমস্যায় আছি যদি হেল্প করতেন উপকৃত হইতাম। Google গত ০২ April 20016 তারিখ এ wire transfer মাধ্যম আমার adsense পেমেন্ট sent করে। কিন্তু আজ 18 April 2016 কিন্তু টাকা এখনো জমা হয়নি।
Wire Transfer এর মাধ্যম বাংলাদেশ এ টাকা আসতে কত দিন লাগে?
আমার একাউন্ট ব্রাক বাংক এ। এটা আমার প্রথম পেমেন্ট।
আর Adsense Payee Name: MD ROHOL AMIN
BANK Account Name MD. ROHOL AMIN
অর্থাৎ Bank account এ MD এর পর Dot (.) আছে কিন্ত adsense payee name এ MD এর পর Dot (.) নাই এর কারনে কি কোন সমস্যা হবে? দয়াকরে সাহায্য করুন।