গুগল লোকাল গাইডস হতে পারেন !!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আপনারা জেনে খুশি হবেন যে এবার গুগল লোকাল গাইডস চালু হয়েছে। গুগলের এটি একটি নতুন সেবা। যার মূল উদ্দেশ্য হল ছবি শেয়ার করা। পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া। তাছাড়া  গুগল ম্যাপে কোন স্থান যোগ বা হালনাগাদ করা ও গুগল ম্যাপে পর্যটকরা যেসব দর্শনীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক নিদর্শনগুলোতে ঘুরতে যায় সেসব যায়গার রিভিও ও রেটিং দেয়া। সহজভাবে বলতে গেলে, লোকাল গাইডের মাধ্যমে প্রতিটি বিষয়বস্তুর ভাল-মন্দ দিক তুলে ধরা যাবে। লোকাল গাইডইসের মাধ্যমে অনেক ছোট ছোট পণ্য ও সেবার মান তুলে ধরা যায় খুব ভাল ভাবে।

উদাহারণসরূপ, আমাদের দেশে অনেক পর্যটক আসেন। তারা লোকাল গাইডসের মাধ্যমে দর্শনীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা কোনটার মান কেমন- তা অনায়াসেই জানতে পারবেন।

বিশ্বের ৪০টির বেশি দেশে  যে সকল দেশে গুগল ম্যাপ আছে, সে সকল দেশের যে কেউ লোকাল গাইডস হতে পারবেন। সেক্ষেত্রে তাকে ১৮ বছরের উর্ধে হতে হবে ও তার একটি গুগল একাউন্ট থাকতে হবে এবং তাকে অবশ্যই এই http://g.co/LocalGuides লিঙ্কে গিয়ে সাইন আপ করে নিতে হবে।

আপনার যদি ইন্টারনেট সংযোগসহ পিসি, ল্যাপটপ বা স্মার্ট ফোন থাকে তবে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে গুগল লোকাল গাইডে অংশগ্রহণ করতে পারবেন।

লোকাল গাইডসে ৪টি লেভেল আছে। আপনি কী পরিমান রিভিও করেছেন তার উপর আপনার লেভেল নির্ভর করবে।

প্রত্যেকটি  লেভেলের জন্য আলাদা আলাদা উপকারিতা বা সুবিধা রয়েছে। আপনি যদি লেভেল ৩ লোকাল গাইডস হন, তবে গুগল ম্যাপ এপে আপনার আইডিতে একট বেজ যুক্ত হবে। আপনি যদি আপনার রিভিও চালু  রাখেন, তবে আপনার শহরে লোকাল গাইডের অনুষ্ঠিত যে কোন ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ পেতে পারেন। সেক্ষত্রে আপনাকে অনেক ভাল মানের রিভিও নিয়মিত করতে হবে।

রিভিও করার সময় আপনাকে যে সকল বিষয়গুলুর  প্রতি খেয়াল রাখতে হবে তা হল , আপনি যে পণ্য বা সেবার রিভিও করছেন তা যে সত্য, সুন্দর গোছানো, সুষ্ঠু ও সুষম হয়। সর্বোপরি আপনাকে একজন ভাল নাগিরিকের ভূমিকা পালন করতে হবে।

গুগোল লোকাল গাইডস দুই ধরনের কমিউনিটির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অফিসিয়াল কমিউনিটি ও আনঅফিসিয়াল কমিউনিটি। বিশ্বের ২৫টি শহরে অফিসিয়াল কমিউনিটি (এটি আগের ভার্সান, নতুন করে আর হবার নয়) ও স্বল্প সংখ্যক শহরে আনঅফিসিয়াল কমিউনিটি চালু আছে।

বাংলাদেশে গুগল লোকাল গাইডসের দুটি আনঅফিসিয়ালি  কমিউনিটি চালু আছে। বাংলাদেশ লোকাল গাইডস (https://goo .gl/Ipa76i) ও ময়মনসিংহ লোকাল গাইডস (https://goo .gl/dLAZtq)। আপনি যদি চান যে  কোনো কমিউনিটিতে যোগ দিয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।

সবাই ভাল থাকবেন।

বিস্তারিত জানতে আমার ব্লগে

প্রকাশিত এখানে

Level 0

আমি শীতল রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস