টিউন পড়ার আগে কয়েকটি উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓
★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠
★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ≠≠≠ ≠≠≠
★ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠
★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ≠≠≠ ≠≠≠
★ জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠
★কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ≠≠≠ ≠≠≠
সুপ্রিয় ★টেকটিউনার★ সবাই কেমন আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
টেকটিউন এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও মোটামুটি ভালো অাছি।।
আমি টেকটিউন এ আছি অনেকদিন প্রায়!
এর অাগেও অামি অাপনাদের সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓
সারাজীবন তো Google মামারে search করে গেলেন কিন্তু মামার সমর্পকে কি কনো তথ্য জানতে ইছা করে না?
এমন সব ঘটনা শুনি যা আসলেই অবাক হওয়ার মতো।
আজকে আপনাদের সাথে ১০ টি আশ্চর্য তথ্য শেয়ার করবো গুগল সম্পর্কে। অনেক কিছু জানতে পারবেন আশা করি।গুগল কি সেটা বলার প্রয়োজন নেই মনে হয়, মামাকে সবাই চেনেন এবং মামার সম্পর্কে বেশ ভালো ধারনাই আছে আপনাদের সবার। কিন্তু কিছু জিনিষ আছে যা অনেকেই জানেন না সেগুলো আজকে জেনে নিন।
১) গুগল এর হোমে পেজটা তো সবাই দেখেছেন, সেখানে অনেক ফাকা জায়গা আছে কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারে না গুগল? গুগল অনুমান করেছে তার হোমে পেজে একটা বিজ্ঞাপন দিতে গেলে ১০ মিলিয়ন ডলার লাগবে!! কিন্তু এই জায়গাটা বিক্রির জন্য নয়।
২) গুগলের নামটা Googol থেকে এসেছে। এই জিনিষটা হয়তো অনেকেই জানেন যে Googol বানানটা ভুল করে লিখার ফলে Google এর উধভাবন। Googol একটি গাণিতিক টার্ম যার মানে হল ১ এর সাথে একশত শূন্য।
৩) Google Doodle কি টা হয়তো অনেকেই জানেন, নির্দিষ্ট অকেশনে গুগল তার লোগো পরিবর্তন করে। প্রথম Google Doodle চালো হয় ১৯৯৮ সালের ৩০ আগস্টে। আমেরিকায় শ্রমিকদের জন্য Burning Man নামের একটি উৎসব আছে যা এক সপ্তাহ ধরে হয়। গুগলের বয়স যখন ২ বছর তখন Larry Page এবং Sergey Brin (গুগলের দুই পিতা) সেই উৎসবে অংশগ্রহণ করে এবং এটা সবাইকে জানানোর জন্য প্রথমবারের মতো Google Doodle চালো করে। প্রথম Doodle টি দেখতে এরকম-
৪) এই তথ্যটা আসলেই আশ্চর্য, ঘাস কেটে সমান করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় সেটাকে Lawnmower বলে। গুগলের হেড অফিসে যেসব ঘাস আছে তা খেয়ে সমান করার জন্য গুগল ২০০৯ সালে ২০০ টি ছাগল ভাড়া করেছিলো Lawnmower এর বদলে। গুগল মামা আসলেই জিনিষ একখান
৫) গুগলের হোম পেজ ৮০ টি ভাষায় দেখা যায়। অর্থাৎ পৃথিবীর ৮০ টি দেশের মানুষের নিজস্ব মাতৃভাষায় গুগল দেখা যাবে। কিন্তু না, একটু বেতিক্রম আছে ৮০ টা ভাষার মধ্যে একটি ভাষার নাম হল Klingon যারা Star Trek সিরিজের মুভি দেখেছেন তারা হয়তো জানবেন। ভবিষ্যতে পৃথিবীতে এলিয়েনের আগমন হতে পারে, এরকম ভেবেই উপন্যাস থেকে নেওয়া এই Klingon ভাষায় গুগলের হোম পেজ রয়েছে।
৬) গুগল হচ্ছে এমন একটা কোম্পানি যেটা সবসময় অন্যদের থেকে ভিন্ন। ক্যালিফোর্নিয়াতে গুগলের যে Head-Quarter আছে সেখানে তাদের একটা নিজস্ব Dinosaur! আছে যার নাম হল Stan, এটা কিন্তু মরা জেন্ত নাহ। গুগলের পোষা Dinosaur টির প্রজাতির নাম হল T-Rex (Tyrannosaurus-Rex) তবে এটা কি সত্যিকারের কঙ্কাল নাকি হাতে বানানো সেটা এখনো জানা জানা যায়নি।
৭) গুগলের দুই পিতা Larry Page এবং Sergey Brin তাদের সার্চ ইঞ্জিনকে কোন কোম্পানিতে পরিনিত করার স্বপ্ন দেখেননি। সার্চ ইঞ্জিনকে বানানোর পর তারা সেটা বিক্রি করার জন্য ঘুরছিল। Yahoo! 'র কাছে ১ মিলিয়ন ডলার দামে গুগলকে বেচে দেওয়ার কথা হয়েছিল ১৯৯৭ সালে। কিন্তু Yahoo! সেটা কিনল না। এখন সেই গুগলের দাম হলঅনুমানিক ২০০ বিলিয়ন ডলার আর Yahoo! এর দাম হল মাত্র ২০ বিলিয়ন ডলার। এই কথা জানার পর Yahoo এর মালিক কেন যে সুইসাইড খাইলো না সেটা আমার বোধগম্য নয়।
৮) টুইটারে অনেকেই অনেক কিছু টুইট করে। কিন্তু গুগলের প্রথম টুইটটি ছিল এরকম।I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010.এগুলো বাইনারি ডিজিট, এদেরকে কনভার্ট করলে আসে "I'm Feeling Lucky"। মেশিনের ভাষা যে 1 আর 0 সেটা সবারই জানার কথা।
৯) গুগলের হোমে পেজে গেলে সবাই হয়তো লক্ষ্য করেছেন সেই I'm Feeling Lucky বাটনটা। এই জিনিষটার জন্য গুগলের প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার খরচ করতে হয়। এই বাটনটার কাজ সম্পর্কে অনেকেই জানে না। বলা হয়ে থাকে যে এটাইউজারদের আরাম বা স্বস্তি দেয়। ইদানিং I'm Feeling Lucky তে মাউস রাখলে I'm Feeling Wonderful, Puzzled, Doodled, Stellar এরকম আসে। কিন্তু এর সঠিক কাজটা আমি নিজেও জানি না।
১০) এত বড় একটা সার্চ ইঞ্জিনের সার্ভার সংখ্যা কয়টা? দুনিয়ার সকল সার্ভারের ২ ভাগ সার্ভার শুধু গুগলের। জানা গেছে গুগলের সার্ভার সংখ্যা ১ মিলিয়নের উপরে। আর এসব সার্ভারে রোজ ১ বিলিয়ন করে সার্চ রিকুয়েস্ট আসে।
শেষ কথা : - আজ এই পযন্ত
সর্বশেষে আমি বলবো যে,
টিউনটি যদি আপনাদের ভালো লেগে
থাকে তাহলে আমাকে একটু জানাবেন~
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা
হয় তাহলে আমাকে টিউমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের একটি টিউনমেন্ট
আমাকে আরও টিউন করতে
আগ্রহী করে তুলবে।
আশা করি আগামীতে আপনাদেরকে
আরোও ভালো মানের টিউন উপহার
দেওয়ার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার *pc* নাই
so সবকিছুই ★Android★
দিয়ে করতে হয় তাই সর্বশেষ
যে কথাটি বলবো সেটা হলো,
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। আপনাদের সকলের শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি।যাদের টেকটিউনে একাউন্ট নেই তাদের টিউনটি বুঝতে কোন অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগীতা করার চেষ্ঠা করবো।।
আমাকে যদি দরকার লাগে
তাহলে যোগাযোগ করতে পারেন।।
আমার নং
01988971912
01931960548
01757900758
01703961320
01876178853
s♥
আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্রাদার ৫ নাম্বার টা বুজলাম না। একাটু বুজিয়ে বলবেন?
“ভবিষ্যতে পৃথিবীতে এলিয়েনের আগমন হতে পারে, এরকম ভেবেই উপন্যাস থেকে নেওয়া এই Klingon ভাষায় গুগলের হোম পেজ রয়েছে।”
Klingon এইটা কি এলিয়েনের ভাষা?