সাধারণ মানুষও পাবে মঙ্গল গ্রহে ভ্রমণের সাধ

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
কেমন আছেন সবাই।আজ পবিত্র লাইলাতুল কদরের রাত।সবাই আল্লাহর বিশেষ রহমত লাভের জন্য ইবাদত করবো ইনশাল্লাহ।
একটা নতুন বিষয় জানতে পারলাম তাই শেয়ার করলাম। পৃথিবীবাসীকে  গুগল আর্থের মতো করে মঙ্গল গ্রহ দেখাতে নতুন এক ওয়েবসাইট তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্স ট্রেক নামের ওয়েবসাইটে দেখা যাবে মঙ্গল গ্রহের ছবি দিয়ে বানানো মানচিত্র আর গ্রহ সম্পর্কিত তথ্য।

ভার্চুয়াল এই মঙ্গল ভ্রমণে ২-ডি আর ৩-ডি, দুই উপায়ই অবলম্বন করা যাবে। সেই সঙ্গে থাকছে, জুম করে দেখার সুযোগও। এতে মঙ্গলে করা নাসার রোভার মিশন থেকে পাওয়া তথ্য আর ছবিও যোগ করা হয়েছে।

পুরো মঙ্গল গ্রহকেই এই ওয়েবসাইটের মানচিত্রে নিয়ে আসা হয়েছে। সাইটে ব্যবহারকারীরা তাই মঙ্গলের যে কোনো স্থান ‘সিলেক্ট’ বা ‘সার্চ’ করতে পারবেন। সেই সঙ্গে যোগ করা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থান বুকমার্ক করার মতো সুবিধা।

মানচিত্রটি ‘এক্সপ্লোর’ করলে ব্যবহারকারীরা বিভিন্ন উৎস থেকে পাওয়া ‘ভিজুয়াল ডেটা’ পাবেন। মার্স অরিবিটার লেজার অ্যালটিমিটারের কারণে রঙ্গীন মানচিত্র, থার্মাল ইমিশন স্পেক্ট্রোমিটার থেকে ল্যান্ডস্কেপ ফিচার আর মার্স অরবিটার ক্যামেরার সাহায্যে মঙ্গলের সাদা-কালো টপোগ্রাফি দেখা যাবে।

এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে, মঙ্গলক্ষেত্রের ৩ডি প্রিন্টিং সুবিধা। অ্যাপটির সঙ্গে একটি টুল ব্যবহার করে ব্যবহারকারী যে কোনো একটি স্থান বাছাই করার পর একটি হাই-রেজুলেশন এসটিএল ফাইল ডাউনলোড করতে পারবেন। এই এসটিএল ফাইল যে কোনো ৩ডি প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যাবে।

আজ এই পর্যন্তই।আল্লাহ হাফেজ

Level 0

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এই সুন্দর তথ্য জানাবার জন্য

কবে থেকে জানতে পারবো ?

লেখার জন্য ধন্যবাদ