আমি সবাই কে অনুরোধ করবো।
প্রথমেই আমার ফেসবুক এ গিয়ে add friend a click koren.
please enter my fb & add friend
আজকের টিউনে এ বেশী ভাগ ছবি থাকবে।
গুগল ছাড়া কি কিছু ভাবা যায়।
প্রথমেই একটি ছবি।
আজ টিউন করার আগে ২ টি বানীঃ
আজ টিউন করার আগে ২ টি বানীঃ
একজন বিশেষজ্ঞ হলেন তিনি,যিনি ক্রমাগত ভাবে অল্প বিষয়ে বেশি জ্ঞান অর্জন করেন।
↓
→→
পরনিন্দা করার চেয়ে বসে বসে নিজের মাথার চুল ছেড়াও ভালো।→→লুই জেমস
আশা করি পরম করুনা ময়ের কৃপায় সকলে ভালো আছ। আমার দিক থেকে সকল টেকটিউনার এর জন্য রইল "এক রাশি গোলাপের সুভেচ্ছা"
"মানুষ মাএই ভুল হতে পারে, তাই কোথায় ও ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।
শুর হল আজকের টিউন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হল গুগল হাডওয়ারিং।অর্থৎ হাতের লেখা।
সহজ ভাষায় এখন গুগলে সার্চ করার জন্য কোন কিবোর্ড ব্যবহার করতে হবেনা।পিসি বা ল্যাপটপ হলে অনলি মাউস আর এন্ড্রয়েড ফোন হলে হাত দিয়ে হবে।আপনি ধরেন 'ক' লিখবেন তখন এই পেজের যেকোন যাইগায় হাত বা মাউস দিয়ে ক আকালে হবে।কিবোর্ড এর দরকার নাঈ।
এ বার কি ভাবে কাজ টা করবেন দেখে নিন।
প্রথমে গুগলে প্রবেশ করুন।তারপর সেটিং,,,,,
এবার ছবি গুলা দেখেন
এবার 3 নং ছবিটা
enter the sarch setting
এবার হোম করুন।
এবার দেখ নিচে কিছু অপশান আইছে।
এবার স্কিরিন এ ড্র করেন আর মজা নিন।
এবার কাজ শেষ।
এখুনি গুগল এর মজা নিন।
আশা করি সবাঈ ভলো থাকবে।
আমি মুন্না মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂