আরএসএস ফিড যেকোনো ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএসএস ফিড ইমেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করা সম্ভব। ওয়েবসাইট-এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফিড হচ্ছে গুগলের ফিডবার্নার। এটি অনেক অতিরিক্ত সুবিধা দেয়। যেমন সাবস্ক্রাইবার গণনার সুযোগ দেয়, ইমেইলে টিউন সাবস্ক্রাইব করার সুবিধা দেয়।
গুগল ফিডবার্নারের URL সাধারণত এমন দেখতে হয়ঃ http://feedburner.google.com/FeedName
কিন্তু চাইলে আপনি আপনার নিজস্ব ডোমেইন দিয়েই গুগল ফিডবার্নার ফিড সেটআপ করতে পারেন। আমি দেখাবো কিভাবে সেটআপ করতে হবে। সেটআপ করার পর আপনার ফিডবার্নার ফিড লিঙ্ক দেখতে নিচের মত হবেঃ
http://feeds.yourdomain.com/YourFeed
১. প্রথমে এই লিঙ্কে যান।
২. এখানে আপনি একটা CNAME Record দেখতে পাবেন।
৩. রেকর্ডটি কপি করে রাখেন।
৪. আপনার ডোমেইন এর হোস্টিং-এ লগিন করুন এবং DNS Zone Editor-এ যান।
৫. এবার নতুন একটা CNAME Record এড করুন। Record হিসেবে দিবেন একটু আগে কপি করা Record টি আর Name দিবেন feeds।
৬. এবার একটি নতুন সাবডোমেইন তৈরি হবে। যেটি দেখতে এমন হবে feeds.yourdomain.com।
৭. এবার ফিডবার্নার এর ট্যাবে যান এবং নতুন ফিডের ডোমেইনে নতুন সাবডোমেইনটি অ্যাড করুন।
৮. এবার Active বাটানে ক্লিক করুন।
তৈরি হয়ে গেল আপনার ওয়েবসাইটের জন্য ব্র্যান্ডেড ফিড ইউআরএল। আপনার হোস্টের উপর নির্ভর করে নতুন সাবডোমেইন কাজ করতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
আমার সাইটের ফিড URL : http://feeds.roundthought.com/RoundThought
টেকটিউনসে ইউটিউব ভিডিও এম্বেড করা যায় না। তাই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে আমার সাইটে টিউনটি দেখুন।
আরও মজার টিপস পেতে আমার সাইটে ভিসিট করতে পারেন roundthought.com। আরও টিউটোরিয়াল পেতে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ফেসবুকে আমার পেজ।
আমি অর্ণব কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।