আসুন জেনে নিই গুগল এর কিছু মজার বিষয়।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আমরা গুগল ব্যবহার করি শুধু নতুন কিছু জানা বা শিখার জন্য। কিন্তু গুগলে যে মজাও করা যায় তা আমরা অনেকে জানি না। তাই আমি আপনাদের মজা দেওয়ার জন্যই এই বিষয় তা শেয়ার করছি।

Atari Breakout

প্রথমে আপনি গুগল হোম পেজে এ গিয়ে একটি পিকচার সার্চ করবেন ভাবছেন। তো এই নাম দিয়ে সার্চ দিয়ে দেখুন তো ”Atari Breakout” কি দেখতে পান।

এবার দেখুন তো ১৯৯৮ সালে গুগল হোম পেজটা কেমন ছিল।

গুগল হোমপেজ দেখতে- ”Google in 1998” সার্চ দিন। তাহলেই বুঝতে পারবেন।

এবার আমরা একটু মজা করবো।

মজা করার জন্য- ”Zerg Rush” লিখে ইন্টার চাপুন। তারপর মজা দেখুন।

আজ এই পর্যন্তই। আগামি আরও মজার কিছু নিয়ে হাজির হব।

আর ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন- Tutorial WebSite

Level 0

আমি ব্লগার আমির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন নতুন ব্লগার। আমি আপনাদের মাঝে থেকে কিছু জানতে ও জানাতে টেকটিউনস এ যোগ দিয়েছি। আমার ওয়েবসাইট- http://www.computerworld17.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস