গুগল সার্চ বৃত্তান্ত – নতুন থেকে প্রফেশনাল সবার জন্য গুগল সার্চের A-Z Keyword! আমার বিশ্বাস আপনি এতোকিছু আগে জানতেন না!! না দেখলে পরে পস্তাতে হবে!!!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
টেকটিউনস পরিবারের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। টিউনের শিরোনাম দেখেই হয়তো অনেকে বুঝতে পারছেন যে আজ আমি গুগল সার্চ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যদিও এই বিষয়টা নিয়ে টেকটিউনসে অনেক টিউন হয়েছে মাঝে মাঝে। তবে কোন টিউনে আংশিক আবার কোন টিউনে কয়েকটা কিওয়ার্ড বর্ণনা করেই শেষ করে দেওয়া হয়েছে। আজ কোন আংশিক টিউন নয় বরং এ পর্যন্ত গুগল সার্চের যতো অজানা কিওয়ার্ড আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। 💡

গুগল হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাঠশালা। গুগলে পাওয়া যায় না এমন কিছু অনলাইন তথ্যভান্ডারে নাই বললেই চলে। গুগল সার্চে নিমিশেই চলে আসে অজানা সব তথ্য। তবে গুগল সার্চের কৌশল না জানলে কাঙ্খিত ফলাফল পেতে সময় এবং শ্রম দুটোরই অপচয় হয়। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অগণিত হলেও গুগল সার্চে পারদর্শি ব্যবহারকারীর সংখ্যা অতি নগন্য। যে কারনে সামান্য কিছু খুঁজতেই টিউনার কিংবা আইটি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। তবে আগে কী করেছেন আজ সে বিষয়ে আলোচনা নয়। বরং ভবিষ্যতে আপনার গুগল সার্চের পারদর্শিতা বৃদ্ধি করতেই টিউনের বাকি অংশ শুধুই আপনার জন্য। ➡

টিউনটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জানিনা আপনারা কতোটুকু উপকৃত হয়েছেন? তবে টিউনটি যদি আপনার জ্ঞানের ভান্ডারে সামান্য কিছু তথ্যও যোগ করতে পারে তাহলে সেটাই আমার স্বার্থকতা। টিউন সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে টিউনারকে তার কাজের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা দিন। যাদের টিউনার একাউন্ট নেই তারা মতামত জানাতে এখানে ক্লিক করুন।  সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজকের টিউনটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে। 😆

Level 0

আমি অশরীরী টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো, তবে জানা

কিছু অজানা বিষয় জানা হল…..তাছাড়া ইমেজ ব্যবহার করে টিউন করায় মনে রাখতে সুবিধা হবে- উপরন্তু পড়ে চোখেরও আরাম হবে…….ভাগাভাগির জন্য একরাশ ধইন্যা 😆

    @নিওফাইট নিটোল: প্রথম টিউনে আপনার টিউমেন্ট পাবো কল্পনাও করিনি। আমি আপনার অনেক বড় ফ্যান। টিউমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে 🙂

      @অশরীরী টিউনার: ভাই, বাইরে সুরুজ এমনিতেই তার সমস্ত রূপ-যৌবন ঢেলে আমাদের লাল করে ছাড়ে – তার উপর এহেন টিউমেন্টতো বান্দাকে টুকটুকে টমেটো বানিয়ে একেবারে গলিয়ে ফেলল- এটা রান্না করাও মুশকিল :mrgreen: আমি কিন্তু নিছকই টিউমেন্টার…….আপনারা দারুন সব টিউন করেন বলেই আমরা কিন্তু কীবোর্ডে ঝড় তুলতে পারি 🙂 লিখতে থাকুন…….

        @নিওফাইট নিটোল: যে টিউনগুলোতে আপনার টিউমেন্ট দেখি সেগুলো আমি খুব ভালো করে পড়ি। টিউনের চাইতে আপনার টিউমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমার প্রথম টিউনেই আপনার টিউমেন্ট দেখে তাই আনন্দ সীমা অতিক্রম করে গেছে। আশা করি সব সময় পাশে থাকবেন।

        *** আপনার যে জিনিসটা আমার ভালোলাগে সেটা হলো টিউনের প্রশংসার পাশাপাশি ভুল শোধরে দেন। যা অন্য কারো মাঝে দেখা যায় না।

valo jinish

image টা বেশ ভাল লাগল ।