জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করুন দূরে বসেই

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

জরুরী প্রয়োজনে অনেক সময় আমরা
ব্যক্তিগত কম্পিউটার ছাড়া অন্য
পিসি'তে জিমেইল লগ ইন করে
থাকি। আর দেখা যায় অনেক সময়
আমরা কাজ শেষে লগ আউট করতে
ভুলে যাই। অথবা আমাদের দেশে
দেখা যায় হঠাৎ করেই ইন্টারনেট
সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
এক্ষেত্রে পরে জিমেইল অ্যাকাউন্ট
লগ আউট করা যাবে।

পদ্ধতিটি দেয়া হল-

★ প্রথমে ডেস্কটপ কম্পিউটার থেকে
জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে
হবে

★ এরপর স্ক্রল করে পেজের একেবারে
নিচের দিকে ‘ডিটেইলস’ –এ ক্লিক
করতে হবে

★ এখানে দেখা যাবে অ্যাকাউন্টে
আগের লগইনের বিস্তারিত

image

★ এর ঠিক উপরে দেখা যাবে সবগুলো
সেশনের লগআউটের একটি বাটন

যদি কোনো ডিভাইস থেকে লগইন
করে লগআউট না করা হয়, তাহলে
এখানে ক্লিক করে সবগুলো থেকে
লগআউট করে নেয়া যাবে।

প্রথম প্রকাশিত এখানে

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস