বোরিং লাইফ, কোন মজা নাই ? আসেন ইন্টারনেটেই, গুগল মামার সাথে একটু মজা নেই।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

হ্যাল্লো টেকটিউন্স,

আজকের টিউন টা গুগল কেন্দ্রিক, এন্ড আমরা আজকে গুগলে খুজবো না কিভাবে কোন সাইট কে ফাস্ট বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী বানানো যায়, আজ আমরা করবো মজা, আর আমি আগেই বলে নেই, এগুলোর কোন মজাতেই আমার কোন হাত নাই, আর গুগল মামা নিজেও এগুলোকে বেশ পছন্দ করে। তো বলা যায় নির্দোষ মজা। তো চলেন শুরু করা যাক।

মজা নাম্বার ১ঃ গুগল গ্রাভিটি

গ্রাভিটি কি জিনিষ মনে আছে ? স্কুলের বই তে পড়ছিলেন, আরেহ মধ্যকর্ষন । এবার চেনা চেনা লাগে ? তো সেই গ্রাভিটি কেই মাথায় রেখে গুগলের একজন প্রাক্তন স্টাফ গুগল কে ভিত্তি হিসেবে নিয়ে গুগলের একটা ক্লোন বানান যেখানে এই গ্রাভিটি অনেক বেশী। আমি পুরো টা বলে দিলে মজা শেষ হয়ে যাবে, তো নিজেই ট্রাই করেন। সাথে ছোট্ট টিপস, মাউসের কার্সর টা কোন কিছুর উপরে ক্লিক করে নড়াচরা করে দেখেন, মজা আরো বাড়বে।

লিঙ্কঃ  গুগল গ্রাভিটি

এনিমেটেড গুগল

এই টুল টার আসল নাম "লেট মি গুগল দ্যাট ফর ইউ" । আপনাকে যা করতে হবে ,

  • এদের সাইটে ঢুকেন,
  • একটা কিছু  লিখে সার্চ করেন
  • দেখবেন মেইন সার্চ রেজাল্ট না এসে নিচে একটা বক্সে একটা লিঙ্ক আসছে।
  • এবার জাস্ট ঐ লিঙ্ক টা কপি করে এড্রেস বারে ফেলে ইন্টার চাপেন।
  • বাকিটা নিজেই বুঝে যাবেন।
  • লিঙ্কঃ লেট মি গুগল দ্যাট ফর ইউ

গুগল প্যাকম্যান

গুগল ডুডল কি জানেন ? কোন পালা পর্বনে খেয়াল করছেন কি গুগলের লোগো চেঞ্জ করা হয় ? এটারেই গুগল ডুডল বলে। তো প্যাকম্যান বলে একটা গেম আছে, যখন কম্পিউটার হাতে পাই নাই, তখন সিডি প্লেয়ারে সেই ডিস্ক লাগিয়ে খেলতাম গেম টা, ভিডিও গেমস এর দোকান আছে না ? 95,98 ,মোস্তফা খেলতাম যে ? ওখানেও ছিলো গেম টা, খুবি জনপ্রিয় ছিলো সেই সময়ে। তো এই গেমের ৩০ বছর পুঋ উপলক্ষে গুগলের ডুডল চেঞ্জ করা হয়, আর সেই ডুডলেই খেলার ব্যাবস্থা করে দেয়া হয় প্যাকম্যান। খুব বেশী ই ক্রিয়েটিভ ছিলো ব্যাপার টা।

দেখুন আর চাইলে এখনো খেলুন গুগল প্যাকম্যান

গুগল ফর হ্যাকারস

হ্যাকার দের একটা ভাষা আছে না ? G রে লেখে 6 , হ্যাকার রে লেখে Haxo । মানে সিক্রেট আরকি, যদিও এটা ৯০ এর দশকে সিক্রেট থাকলেও এখন প্রায় সবাই ই জানেন। তো যারা এই ভাষায় খুব অভ্যস্ত, এতটাই যে এটা বাদ দিয়া সাধারন ইংরেজী বুঝেন না, তাদের জন্য গুগল সুযোগ করে দিছিলো এই ভাষা তে গুগল ব্যাবহার করার। ( খায়া দায়া কাজ কাম না থাকলে যা হয় আরকি ) , যাহোক দেখুন এই লিঙ্ক এ গিয়ে।

গুগল ব্যারেল রোল

বেশ পুরনো একটা ট্রিক। বাট সাবধান 😛 আপনার মাথা চক্কর মারলে শিমুল কে দোষ দেবেন না, আমি অতি সৎ উদ্দেশ্য নিয়া টিউন করতে বসছি। চরকির কথা মনে পড়ে গেলো আমার।

লিঙ্কঃ এখানে।

গুগল রেইনবো

এই বেচারা গুগল কে একটু রঙ্গিন করতে গিয়েছিলেন, করেও ফেলেছেন বেশ খানিক টা। সুধু গুগলের মেইন স্টাইল ফাইল চেঞ্জ করে ফেলায় তার গুগলের ব্যাকগ্রাউন্ড আবার সাদা হয়ে গেছে। অন্য কালার কাজ করতেছে এখনো । এটা প্রথম আমি দেখছিলাম ২০১১ তে, আর বেশ লাগছিলো আমার কাছে। দেখে নেন গুগল রেইনবো

গুগল স্পেয়ার

এটা আমার সবথেকে ফেভারেট ।  

গুগলের হোম পেইজ কে ঘুরিয়ে ফিরিয়ে এত জোস একটা আউটলুক দেয় । আমি আসলে লিখে বুঝাতে পারতেছি না, বেটার হয় আপনি নিজে একটু ঘুরে দেখেন, মাঝখানে ঘাপলা হলো আপনি ঘুরে দেখবেন না এটা নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবে তা নিয়ে আমি কনফিউশনে ভুগতেছি :p সাবধানে লিঙ্কে ঢুকে পড়েন।

গুগল ডুডলস

গুগল ডুডল কি আগে একবার বললাম না উপরে ? তো নেন এবার সব গুগল ডুডল একসাথে দেখে নেন। আমি ভেবে অবাক হয়ে যাই, এর পেছনে যে টিম টা কাজ করে, কতটা ক্রিয়েটিভ তারা। এনিমেটেড ডুডল গুলো আরো বেশী চমকপ্রদ, কি নেই গুগলের ডুডলে। আহা দেখে চোখ শান্তি।

লিঙ্কঃ অল গুগল ডুডলস

গুগল ম্যাজিক

  • এবার এই লিঙ্কে ঢুকে গুগলে যান।
  • ঢুকছেন ? কিছু খেয়াল করছেন কি ?
  • Google এর oo দুইটা নাই।
  • যেখানে OO দুইটা থাকে ওখানে ক্লিক করে রেখে  নাড়াচারা করতে থাকেন মাউস পয়েন্টার টা।

গুগল বিভ্রাট

এটারে মজা বলা যায়, আবার বিরক্তিও বলা যায়, আপনার কাজ হবে এই গুগলে ঢুকে ইংরেজী তে কিছু সার্চ করার জন্য লেখা। বাকিটা নিজেই বুঝবেন।

টিউন টা শেষ, কোন টা সবথেকে বেটার লাগছে টিউনমেন্ট করে জানান। লেখা টা ভালো মনে হলে ফেভারেট আর শেয়ার করতে নো কিপ্টেমী।

আমিঃ ফেইসবুক | টুইটার

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, এত মজার জিনিস শেয়ার করার জন্য । আমি সবগুলোই ট্রাই করেছি । তবে Google Gravity এবং Google Spare টা চরম লেগেছে ভাই ।

প্রিয়তে যুক্ত করে নিলাম ।

Level 2

আমি কিন্তু লেখা ভাল হলেই প্রিয় টিউন করি না। যদি কোন টিউন আমার মনে হয় যে এটা পরবর্তীতে কাজে লাগবে তাহলেই আমি প্রিয় টিউন করি।

টিউন টা এত্ত মজা লাগলো কেরে 😀

valo, tobe anek guloi ager jana