জানেন নাকি গুগল মামা আপনার কেমন খবর রাখে ?????

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

যদি না জানেন তবে চলুন জেনে নিই গুগল কি আসলেই মামার দ্বায়িত্ব পলন করছে কি না ।

গুগল

দেখতে চান গুগল আপনাকে নিয়ে কি চিন্তা করে ??

তাহলে ভিজিট করুন http://www.google.com/settings/ads/  এখান থেকে আপনি গুগলের এ্যাড(আপনি কি দেখতে চান আর কি চান না) গুলা নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এই কাজ করার জন্য কুকি এন্যাবল থাকতে হবে।

আপনি কোথায় আছেন ??

গুগল মামা জানে আপনি এখন কোথায় আছেন, কোথায় ছিলেন। হা হা হা আজব লাগলো তো।

ঠিক আছে নো চুদুর বুদুর, বলেই দিই গুগল মামা কাজটা কিভাবে করে।
ভাগিনা/ভাগনী কালো না সুন্দর সেটা গুগল মামার বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হল তার ভাগিনা-ভাগনী স্মার্ট কি না।
আর যদি স্মার্ট হয়ে থাকে তাহলে গুগল মামার কাছে আপনার কদর বেশি হওয়াটাই স্বাভাবিক।

আপনার যদি একটা এন্ড্রয়েট থাকে আর তাতে লোকেশন ট্রাকার চালু করা থাকে তাহলে গুগল মামা আপনার লোকেশন সেখান থেকে নিয়মিত ট্রাক করতে থাকে। যার ইতিহাস আপনি দেখতে পারেন https://maps.google.com/locationhistory এখান থেকে।

হিষ্টোরী  😆

জীবনটা অনলাইন নির্ভর হয়ে গেছে। বাইরের সাথে যোগাযোগ কম। তাই হয়ত আপনার আশে পাশের লোকজন আপনাকে ব্যাপক ভাল, শান্ত শিষ্ট আরো নানান উপাধিতে ভূষিত করছে। চলুন দেখে আসি গুগল মামা আপনার ক্যারেক্টার কে কিভাবে সার্টিফাইড করে।

দেখবেন না কি? দেখতে চাইলে গুতা মারুন এই লিঙ্ক এ https://www.google.com/history/

নিরাপত্তার ব্যপার  😯

নিরাপত্তা হীনতায় ভুগতেছেন। কোন বাহিনী নিয়োগ দিব আপনার জন্য সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি না যৌথ বাহিনী। হা হা হা হা
নিজে বিপদের দিকে হাঁটা আরাম্ভ করলে কোন বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না।

কিন্তু অনলাইনে যখন আছেন আর মামা আপনার সাথে আছে তো চিন্তা কি। কোথা হাঁটতেছেন না দৌড়াইতেছেন না বসে আছেন গুগল মামার কাছে তথ্য আছে। শুধু মামারে গিয়া বলেন মামা আমার গত এক মাসে কি কি সিকিউরিটি ও প্রাইভেসি জনিত সমস্যা আছে আমারে একটু জানান।
সাথে সাথে পেয়ে যাবেন আপনার কোথায় কি সমস্যা আছে। তবে মামারে ইমেইল এড্রেসটা দিয়ে আসলে মামা এটা প্রত্যেক মাসের রির্পোট  আপনার যাদুর বাক্স এ পৌছে দিবে। আপনার রিপোর্ট এর জন্য ক্লিক করুন https://www.google.com/settings/dashboard

আপনার তথ্য নিরাপদে আছে তো ?

আপনাকে না জানিয়ে কেউ আপনার তথ্য ব্যবহার করছে কি যা আপনি গুগল মামার কাছে জমা রেখেছেন। না এ হতে পারে না। তার পরও নিশ্চিত হতে একবার ঘুরে আসতে পারেন এই লিঙ্ক এ https://security.google.com/settings/security/permissions

এখানে আপনি পাবেন কোন কোন এ্যাপস বা এক্সটেনশন আপনার গুগল তথ্য ব্যবহার করছে। আবার চাইলে আপানি কোন এ্যাপস বা এক্সটেনশক কে নিষিদ্ধ করে দিতে পারেন আপনার গুগল তথ্য ব্যবহার থেকে।

আপনার তথ্য ব্যাংক

কত রঙ্গ জানরে মনু কত রঙ্গ জানো।

গুগল মামার কাছে যত তথ্য আপনি জমা দিছেন যেনে শুনে বা নিজের অজান্তে সকল তথ্য চাইলে আপনি আবার এক্সপোর্ট করতে পারবেন এই লিঙ্ক থেকে https://www.google.com/takeout

বাহ ভাল তো ভাল না।
কিছু বলব না শুধু লিঙ্কটা থেকে অতি বিশুদ্ধ লোকরা একটু ঘুরে আসুন https://www.youtube.com/feed/history/search_history

আজ আর লিখলাম না। নতুন তো। আপনাদের উৎসাহ পেলে আবার কোন নতুন বিষয় নিয়া লিখব।

FB আমি
Google+

Level 2

আমি jabedje। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

onak kicu korta cai but kicui kora hoy na..........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন

Level 2

Thanks

খুব ভালো টিউন করেছেন । অনেক কিছু জানা হলো

কি দেখাইলেন এইটা….ফ্রেন্ডগুলারে চরিত্রহীন প্রমাণ করুম নাকি??? সবগুলাতো আবার ক্লাসে বিশুদ্ধ প্রমাণ করতে চাই নিজেরে….

🙂 হাহা মামা ইজ গ্রেট

link e click kortei google account disabled dekhay. ki korbo?

Level 2

অভিজিত মাইতি :> browser ar cookies enable করা কিনা দেখেন। আর না হলে মনে হয় আপনার জিমেইল একউন্ট ডিজেবল হয়ে গেছে। আমি শিউর না। চেষ্টা করেন।

Level 2

owsame

Level 2

অসাধারণ টিউন।

Thanks Bro.. Notun Kicu Janlam..

nice tune..

দারুন । প্রিয়তে নিলাম ।

সুন্দর পোস্ট।

Level 0

জানা গেল নিজেকে, ধন্যবাদ।