সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। আমার বিগত গেম বিষয়ক একটি টিউনে সবারই বেশ সমালোচনা পেয়েছি। এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি সত্যিই খুব অনুতপ্ত। যাই হোক সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি দ্বিতীয় বার এই ভুলটা হবে না।
চলুন আজকের টিউনটি একবার দেখে আসি। আজ আমি আপনাদেরকে গুগল এর একটি লুকায়িত গেম সম্পর্কে জানাব। অনেকে হয়ত জানেন আবার অনেকে হয়ত জানেন না। তাই টিউনটি যারা জানেন না তাদের উদ্দ্যেশ্যে । চলুন শুরু করা যাক।
ডেস্কটপঃ এই গেমটি খেলার জন্য আপনাকে আপনার কম্পিউটারকে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে দিতে হবে। তারপর ইচ্ছা মত যে কোন কিছু গুগলে সার্চ করুন।যতক্ষন না T-Rex dinosaur এই পেজ না আসে। এই পেজটি আসলে আপনার পিসির স্পেস বাটন টি প্রেস করুন। আপনার T-Rex দৌড়ানো শুরু করবে। আপনাকে এই ক্যাকটাস এর আঘাত থেকে নিজেকে বাচাতে হবে আর সেজন্য আপনার কি-বোর্ড থেকে স্পেস বাটন টি প্রেস করতে হবে। নিচের ছবি টা দেখুন।
এন্ড্রয়েডঃ আপনি আপনার এন্ড্রয়েড দিয়েও এই গেমটি খেলতে পারেন। এ জন্য আপনার ফোনের ডাটা কানেকশন অফ করে দিতে হবে।এবং একই ভাবে T-Rex dinosaur কে খুজতে হবে। আর গেমটা খেলার জন্য আপনার টাচ স্ক্রিন ট্যাপ করতে হবে।
তো আর কি ............।।খেলুন আর মজা নিন গুগলের সাথে।
আরো কিছু জানতে আমার ছোট্ট সাইটটি থেকে ঘুরে আসতে পারেন।
আমি বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
Android er jonno kon browser use korbo