প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১০ সাল থেকে চালু গুগলের ‘সিকিউরিটি রিওয়ার্ডস প্রোগ্রাম’-এর সঙ্গে পার্থক্য রয়েছে নতুন প্রকল্পটির। ‘সিকিউরিটি রিওয়ার্ডস প্রোগ্রাম’-এ গুগলের যে কোনো পণ্য বা সেবার নিরাপত্তা ব্যবস্থার খুঁত খুঁজে বের করলে পুরস্কৃত হতেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
নতুন প্রকল্পে নিরাপত্তা ইসু খুঁজে পাওয়ার আগেই পারিশ্রমিক পাবেন নির্বাচিত বিশেষজ্ঞরা! সোজা কথায় বললে, গুগলের নিরাপত্তা দুর্বলতা খোঁজার জন্যই পারিশ্রমিক পাবেন ওই স্পেশালিস্টরা। কোনো খুঁত খুঁজে পেলে অন্যান্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতোই পুরস্কৃত হবেন তারা। আর কিছু না পেলেও কোনো জরিমানার মুখে পরতে হবে না তাদের।
গুগলের সাইবার নিরাপত্তা গবেষণায় অভিজ্ঞ গবেষকদের সংশ্লিষ্ট করতেই এই নতুন প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। ‘ভলনারেবিলিটি রিসার্চ গ্র্যান্ট’-এ অংশগ্রহনকরী বিশেষজ্ঞদের গুগলে নির্বাচন তাদের আগের ‘কর্মক্ষমতার’ ভিত্তিতে।
আর সর্বনিম্ন ৫শ’ ডলার থেকে সর্বোচ্চ ৩ হাজার ১৩৩ ডলার পর্যন্ত ‘পুরস্কার’ পাবেন এই বিশেষজ্ঞরা।
গুগল ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৪০ লাখ ডলার পুরস্কার দিয়েছে নিরাপত্তা গবেষকদের। এর মধ্যে ১৫ লাখ ডলার দেওয়া হয়েছে ২০১৪ সালেই।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিরাপত্তাবিষয়ক গবেষণা বাড়িয়েছে গুগল। কিন্তু এখনও বিভিন্ন পণ্য ও সেবায় ত্রুটি খুঁজে বের করতে বেশ বেগ পেতে হয় প্রতিষ্ঠানটিকে। নতুন এই প্রকল্পের মাধ্যমে গুগল নিরাপত্তা গবেষণায় অভিজ্ঞ গবেষকদের সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যটি সংগ্রহকৃত
সৌজন্যে : Entertainments24
আমি আকাশ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।