চলুন গুগল মামুর সাথে একটু মজা লই।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে মাজার একটি পোষ্ট নিয়ে হাজির হলাম। আজকে নিজেকে খুব বর মনে হচ্ছে গুগলের সাথে মজা করতে পেরে। কি আপনিও করতে চান? ছোট বেলায় আমরা কত মজা করতাম তা আর নাই বা বললাম……যাই হোক আর কথা না বারাই চলুন গুগলের সাথে যেসব মজা আমি করেছি আপনিও করে নিন মজাই পাবেন আসা করছি……gf

গুগল মজা ১ঃ  আপনি প্রথমে  Google.com এ যান এবং সার্চ বাক্সে Zerg rush  লিখুন । zerg rush লিখে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কি দেখলেন?? গুগল মামার উপর সিডর, নার্গিস, …… সব একসাথে বয়ে গেছে, তাই না??? কি হল কথা বলেন না কেন?

গুগল মজা ২ঃ প্রথমে আপনি   Google.com এ যান।এর পর সার্চ এ লিখুন Do a barrel roll  এর পর একটু অপেক্ষা করুন।  এবার দেখেন গুগল কেমনে ডিগবাজি মারে!!! তবে সাবধান আপনি ও যেন গুগল মামার মত ডিগবাজি মাইরেন না। যদি আপনিও ডিগবাজি মারেন তাইলে কিন্তু আমার কোন দোষ নাই।।

গুগল মজা ৩ঃ Google.com এ যেয়ে যে বাক্স খানা পাইবেন তা তে নির্ভুল ভাবে Google Gravity trick লিখেন।এর পর সার্চ দেন। প্রথম এ যে লিঙ্ক পাবেন, তাতে একখানা ক্লিক করেন। দেখেন ত কি হইল। মামার দেখি সব কিছু নিচে ভাইঙ্গা চুইরা  পইরা গেছে!!! একেই বলে নাকানি চুবানি!!! কি তাইত নাকি্‌্‌,……।

গুগল মজা ৪ঃ একটু কষ্ট করে আবার Google.com এ যান। এবার Askew লিখেন। আর একটু কষ্ট করে ডানে তাকান। কি দেখেন? আমি আগের তিনটা বলছি।এবার আপনার আমাকে বলবেন।

[বি.দ্রঃ এই ট্রিক গুলো আমার বানানো নয়]

 

পূর্ব প্রকাশিত এখানে    http://www.trickdon.com

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইসব অনেক পুরানা পোষ্ট। নিজে কিছু পারলে পোষ্ট করেন নাহলে আম-পাঠকদের গালি খাবেন।

Level 0

আমি অনেক মজা পাইলাম।

জানা জিনিস। এ সব নিয়ে অনেক লেখা হয়েছে।

ওকে…… ধন্যবাদ সবাইকে…………।।

tilt লিখে দেখেন গুগল বাকা হয়ে যাবে।
আর একটা কথা ভাই পুরান পোস্ট দিয়া শুধু শুধু গালি খাইয়েন না। নিজে কিছু করে দেখান।

Level 0

টিটিতে ইদানীং ফালতু টিউনার গুলা আসে কোথথেকে?