আসুন এজ নজরে জেনে নেই ২০১৪ তে কোন কোন জিনিস সবচেয়ে বেশি গুগল সার্চ হয়েছে
দেখতে দেখতে চলে গেলো ২০১৪। ২০১৪ তে কত কিছুই না ঘটে গেলো। বাংলাদেশে ইন্টারনেট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার বছর ছিল এটি। সারাদেশে ৩জি চালু হয়ে গেছে মোটামুটিভাবে।
আমরা হয়ে পড়েছি ইন্টারনেট নির্ভর।
কোনো বিষয় সম্পর্কে না জানলে সেটিকে গুগল করা আমদের এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
অনেক বিষয়েই আমরা সার্চ করে থাকি। আসুন একনজরে জেনে নিই ২০১৪ তে কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সার্চ করা হয়েছে। অর্থাৎ , কি কি বিষয় আমাদের কাছে আলোচিত ছিল।
৩১ ডিসেম্বর Google Trends সেই রিপোর্ট প্রকাশ করেছে।
বাংলাদেষ থেকে যে যে বিষয় সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে তা হলোঃ
1.SSC Result 2014
2.HSC Result 2014
3.World Cup 2014
4.Sonali Bank
5.Janata Bank
6.NTRCA
7.IPL 2014
8.Kick
9.Bang Bang
বাংলাদেশ থেকে যেসকল ব্যাক্তিকে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে তারা হলেনঃ
1.Jennifer Lawrence
2.Robin Williams
3.Suchitra Sen
4.James Rodriguez
5.Naila Nayem
6.Amrita Arora
7.Kriti Sanon
8.Akhi Alamgir
9.Arpita Khan
বিস্তারিত আসছে 🙂
আমি আছিঃ
আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not a man , just an Existence