আসসালাম ওয়ালাইকুম,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার অনিয়মিয়তার জন্য।
অসুস্থতার কারনে এ কয়েক দিন লিখতে পারিনি।
আজ যা নিয়ে লিখব তা হল Google.
এই ওয়েবসাইট টিতে প্রত্তহ ভিসিট করেন না এমন মানুষ খুব কমই আছেন।
কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যাবহার গুলো জানেন না। তাদের মদ্ধে আমিও একজন। তারপরেও এস ই ও শেখার তাগিদে কয়েকদিন আগে এ বেপারে হালকা জ্ঞান পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
ওকে,
Google এ সহজে কোনকিছু খুজে বেরকরার প্রক্রিয়া হচ্ছে Google query.
এক্ষেত্রে জেগুলো ব্যাবহার করবেন তাদের বলে Search Operator’s.
কয়েকটি Search Operator নিয়ে নিচে আলচনা করা হল।
১) allintext:
ধরুন আপনি কোন লেখা ব্যাবহার করে সার্চ করবেন , এখন যদি আপনি “allintext:keyword” ব্যাবহার করেন তবে যে সমস্ত ওয়েব সাইট এ আপনার লেখাগুল সরাসরি পেজ এর লেখাগুলর মদ্ধে আছে সে সমস্ত সাইট এর লিস্ট আপনি পাবেন।
উদাহরনঃ ধরুন আপনার কিওয়ারড (সার্চ করার লেখা) হচ্ছে Advance Science তো এক্ষেত্রে আপনার কুয়ারি হবে allintext:Advance Science
২) allintitle:
ধরুন আপনি কোন টাইটেল ব্যাবহার করে সার্চ করবেন , এখন যদি আপনি “allintitle:keyword” ব্যাবহার করেন তবে যে সমস্ত ওয়েব সাইট এর টাইটেল আপনার লেখার সাথে মিলবে আপনি অই পেজগুলির লিঙ্ক লিস্ট পাবেন।
উদাহরনঃ ধরুন আপনার কিওয়ারড (সার্চ করার লেখা) হচ্ছে Techtunes তো এক্ষেত্রে আপনার কুয়ারি হবে allintitle:Techtunes
৩) allinurl:
ভাবুন আপনি চান সেসব ওয়েবসাইটের লিঙ্ক যেগুলোর ডোমেইন নেম আপনার লেখার সাথে মিলে যাবে।
তবে আপনার কুয়ারি হবে allinurl:keyword
উদাহরনঃ ধরুন আপনার কিওয়ারড (সার্চ করার লেখা) হচ্ছে odesk তো এক্ষেত্রে আপনার কুয়ারি হবে “allintitle:odesk
৪) filetype:
এটি অনেক জরুরী একটি অপারেটর
এটী ব্যাবহার করে আপনি লেখা অনুযায়ী নামের ফাইল গুলোর ডাউনলড লিঙ্ক সরাসরি পাবেন।
উদাহরনঃধরুন আপনি Computer Learning নামক একটি বই খুচ্ছেন পিডীএফ আকারে, তখন আপনি খুবি সহজে ওইতাইপের বই বা ডকুমেন্ট গূলো পাবেণ filetype: ব্যাবহার কোরে। এখানে আপনার কুয়ারি হবে “Computer learning“filetype:pdf
৫) info:
আপনি কোন ওউএব সাইট বা পেজ এর ইনফমেসন জানতে পারবেন এটা দিয়ে ।
উদাহরনঃ আপনি Facebook এর ইনফো জানতে হলে আপনার কুয়ারি info:facebook.com
এবার মনেকরুন আপনি কোন ওয়েবসাইটের মধ্যে কোনকিছু খুজতে চান তবে আপনার অপরেটর হবে
৬) define:
কনকিছুর সংজ্ঞা চাইলে এটি ব্যাবহার করতে পারেন।
ঊদাহুরনঃ define:Bangladesh
আজ এ পর্যন্তই থাক। কয়েকদিন জাবত জর,দোআ করবেন আমার জন্য।
আর আমি একান্তভাবে দুঃখিত আপনাদের ফেসবুক এ এড না করতে পারায়।আসলে আমারি উচিৎ হয়নি পারসনাল আইডি সেয়ার করা।তাই আপনাদের কথা বেভে একটি পেজ খুললাম এখানে আপনাদের সকলের সমস্যার সমাধা করার চেষ্টা করব ইনশাল্লাহ । দয়া করে লাইক দিয়ে এক্তিভ থাকবেন আর ম্যাসেজ এ জিজ্ঞাসা করবেন।
আমার ব্লগঃ http://truetechbd.blogspot.com
আমার পেজঃ আমার পেজ এ জয়েন করতে এখানে জান
http://truetechbd.blogspot.com/p/our-facebook-page.html
আর নতুন ফ্রিলান্সার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি oDesk সংক্রান্ত যেকোনো হেল্প লাগ্লে আমাকে ম্যাসেজ এ জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
আমি হৃদয় খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
many many thanks. ভাইয়া আমাকে atomic email studio full version এর লিংক দিতে পারবেন
যেকোন সহজ লিংক ,মিডিয়া ফায়ার , ডাটা ফাইল হোষ্ট এরকম, জানালে কৃতজ্ঞ থাকবো ।