বিভিন্ন রকম তথ্য খুঁজতে প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি গুগল। সবচাইতে বড় এই সার্চ ইঞ্জিন আমাদের প্রতিনিয়ত সাহায্য করে আসছে আমাদের বিভিন্ন রকম তথ্য সঙ্ক্রান্ত প্রয়োজন মিটিয়ে। কিন্তু, আপনি কি জানেন এই গুগল শুধু সিরিয়াস প্রয়োজনেই নয় বরং আপনাকে সাহায্য করতে পারে অনেক মজার বিষয়েও এমনকি আপনি খেলতেও পারবেন এই গুগলকে নিয়ে। চলুন, গুগলের সেই ফান ফ্যাক্টস গুলো জেনে নেই।
- আপনি গুগলকে 'টাইমার' হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য শুধুমাত্র আপনাকে গুগলের সার্চ বারে লিখতে হবে 'set timer XX minutes' (XX এর স্থলে আপনাকে আপনার সময়টি লিখতে হবে)। ব্যাস, টাইমার হিসেবে গুগল কাজ করা শুরু করবে। এমনি আপনি এটি ব্যবহার করতে পারবেন ফুল স্ক্রিন মোডেও!
- হোটেলে খেতে গিয়েছেন! খাওয়ার পর ঠিক কতটাকা টিপ দেয়া উচিৎ আপনি বুঝতে পারছেন না? গুগল আছে না! আপনার কোন চিন্তা নেই! শুধু মাত্র গুগলের সার্চবারে লিখুন, 'tip calculator', এবং সাথে সাথেই আপনি গুগলের টিপ ক্যালকুলেটর পেয়ে যাবেন।
- কতই না স্পেশাল দিবস রয়েছে, কয়টি আর মনে রাখা সম্ভব বলুন? চিন্তা নেই, আপনি যদি কষ্ট করে হলেও দিবসের নামটি মনে রাখতে পারেন তবে শুধু দিবসটির নাম গুগল সার্চবারে লিখে দিন, পেয়ে যাবেন সেই দিবস সম্পর্কে সকল তথ্য!
- একটি মুভি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন? এখনো রিলিজ হয়নি? রিলিজ ডেট জানতে চান? রিলিজ ডেট জানাটা অবশ্য খুবই সহজ তবে সবচাইতে সহজ হচ্ছে আপনি গুগলের সার্চ বারেই লিখে দিন! যেমন, এখানে আমি লিখেছিলাম 'star war release date', আপনি না হয় লিখুন 'Fast and Furious 7 release date' ! পেয়ে যাবেন। তবে আপনার কষ্ট করার দরকার নেই, ফাস্ট এবং ফিউরিয়াস ৭ ছবিটি আমিও দেখার জন্য অপেক্ষা করছি। তাই আগেই তারিখ টা দেখে নিয়েছিলাম, ২৬ মার্চ ২০১৫ তে রিলিজ হবে এই ছবিটি।
- আপনার পছন্দের টিভি শো এর শিডিউল জানতে চান? গুগল সার্চবারে লিখুন 'আপনার_টিভি_শো_এর_নাম episodes' ! পেয়ে যাবেন।
- পছন্দের টিভি শো'র মত সহজেই আপনি আপনার পছন্দের ব্যান্ডের গান গুলিও খুঁজে নিতে পারেন গুগলের মাধ্যমে খুব সহজেই। শুধু টাইপ করুন 'songs by XX', এক্ষেত্রে xx আপনার পছন্দের ব্যান্ডের নাম হবে!
- 'books by XX' দিয়ে খুঁজে নিতে পারেন প্রিয় লেখকের লেখা বই গুলোও!
- ফ্লাইট ইনফরমেশন জানতে চান? গুগল আপনাকে খুব সহজেই জানিয়ে দিতে সক্ষম।
- সূর্যোদয়ের সময় সম্পর্কে জানতে চান? খুবই সহজ! শুধু লিখুন, 'Sunrise XX'। বুঝতেই পারছেন, xx এর স্থানে আপনাকে লিখতে হবে আপনি যে স্থানটির সূর্যোদয়ের সময় জানতে চান।
- যে কোন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান? লিখুন, 'founder XX'। পেয়ে যাবেন সহজেই।
- কোন একটি ওয়ার্ডের উৎপত্তি জানতে চান? ওয়ার্ডটি লিখে এর পর etumology লিখে সার্চ দিন, সব পেয়ে যাবেন।
সিরিয়াস প্রসঙ্গে কথা বললাম অনেকক্ষণ! এবার একটু মজা করি চলুন!
- গুগলকে আপনি চাইলেই ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারবেন। শুধুমাত্র এরজন্য আপনাকে গুগল সার্চবারে লিখতে হবে 'do a barrel roll'!
- এত না ঘুড়িয়ে চাইলে হালকা কাতও করতে পারবেন। এর জন্য লিখুন, Tilt।
- সার্চবারে লিখুন 'Recursion'! এন্টার চাপলেই আপনি সার্চ লুপের মধ্যে পড়বেন।
- সার্চবারে 'festivus' লিখে দেখুন! বাম পাশে একটি অ্যালুমিনিয়াম পোল দেখতে পারবেন; কেন কে জানে!
- গুগলের সার্চবারে zerg rush লিখে এন্টার চাপুন। একটি চমৎকার গেম খেলতে পারবেন। যদি না বোখেন কীভাবে খেলতে হয়, ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তবে আশা করছি নিজেই বুঝে যাবেন।
- খাবার সময় ঠিক করতে পারছেন না কোনটি খাবেন? গুগল আছে না, চিন্তা কি বলুন!
আশা করি, আপনাদের ভালো লেগেছে। মনে রাখবেন, Zerg rush গেমটি খেলার সময় গুগল ক্রোম ব্রাউজারে খেলাই উত্তম। ফায়ারফক্সে এই গেমটি সমস্যা করতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
একটু সময় নিয়ে, ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট থেকে।
তথ্য সুত্র ও সংগ্রহঃ এখানে
লেখকঃ আবীর হাসান
ভালো হয়েছে।