আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি
। ইতি মধ্যে আমি আমার প্রব্লেম নিয়ে টিটির সরনাপন্ন হয়েছি। প্রত্যেক সমস্যায় ছিল ব্লগস্পট নিয়ে। এবার গুগলের একটি পেইজ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার অন্যায় আবদার নিয়ে আসলাম। প্লিজ এই পেইজটি যদি একটু আলোচনা করে কেউ একটি পোষ্ট দিতেন তাহলে আমার মত নালায়েক ব্লগারের কিছুটা উপকার হত। আশা করছি আমাকে নিরাশ করবেননা।
আমি ইদানিং একটু পেচাল বেশি পাড়তেছি। এসব বিষয় মাগ্না শিখায়না তার পরও অন্যায় আবদারটা করলাম।
আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন... আমিন।
আমি Arif Md Forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। আসলে বিষয়টা বেশ পুরানো, টিটিতে এই বিষয় নিয়ে প্রায় শ;খানেক পোস্ট আছে। তবে টিটির জনপ্রিয় লেখক সাব্বির আলম প্রায় ২৩ টি পর্বে ব্লগস্পটের কাজ শিখিয়েছেন সেইগুলো দেখতে পারেন। লিংক-https://www.techtunes.io/web-design/tune-id/109017
তবে আমি ব্লগার শিখাব নতুনদের জন্য, আজ কিংবা আগামী কাল হতে টিউনস করা শুরু করব। আশা করি টিটরি সাথে থাকবেন।