একটি এম এল এম কোম্পানি থেকে প্রডাক্ট হিসাবে অনলাইন আয়ের উপর একটি কোর্স করেছিলাম। এই কোর্সটি তারা আইডি প্রডাক্ট হিসাবে দিয়েছিল। শালার বাচ্চারাও কিন্তু ইউনিপে টু ইউ'র মত টাকা পয়সা নিয়ে পালায়ছে। অনেক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমিও হয়েছি। আমি ক্ষতি গ্রস্ত হলেও "অনলাইন আয়" বিষয়টা তারা মাথারভিতর এত সফল ভাবে ঢুকিয়ে দিতে পেরেছিল যে ২/৩ বছর পরেও মাথা থেকে দূর করতে পারিনি। মুলতঃ অনলাইন আয় বলতে তারা এডসেন্স এবং এফিলিয়েট সম্পর্কে কোর্স করাত। আমি কিন্তু এখন "কাতারে"। সেলফ ইনকাম করি। এর পরেও "অনলাইন আয়" জিনিসটার প্রতি বরাবরই টান রয়েগেছে। ঐ এম এল এম কোম্পানির বদোলতেই টিটির সাথে পরিচয়। যখনই অনলাইনে আসি তখনই আমাকে টিটিতে অবশ্যয় ঢু মারতে হয়। ঢু মারতে মারতে "অনলাইন আয়" বিষয়টা মনের ভিতর এমন ভাবে গেতে গেছে যত দিন আয় করতে পারিনি ততদিন আমি চেষ্টা করে যাব ইনশা আল্লাহ।
ঐ এম এল এম কোম্পানি গুগলের ব্লগস্পটকে কেন্দ্র করেই আমাদের ওয়েব সাইট এবং অনলাইন আয় সম্পর্কে ধারনা দিয়েছিল। সেই থেকে আমি ব্লগস্পটে অনেক ব্লগ করি ওপেন করি। বলতে লজ্জা হচ্ছে তারপরেও বলছি, আমার ব্লগ সংখ্যা ছিল ১০/১৫ টা অবশ্যয় ফ্রী না হলে কি পরতাম?। এখন অবশ্যয় সব গুলু গুগল দ্বারা রিজেক্টেড। যতবার আমি এডসেন্সের এপলিকেশন করি তখনি আমাকে রিজেক্ট করা হত। সর্বশেষ টিটির মত অনেক বাংলা ব্লগ পড়ে পড়ে বুঝতে পারলাম আমার কন্টেন্ট, আর ভিজিটরের অবস্তা খুবই করুন।
কোম্পিউটার হার্ড ওয়ারের উপর আমার কোর্স করাছিল এবং কিছু দিন কাজও করেছিলাম। এখন হার্ডওয়ারের উপর ভিত্তি করে আরেকটি ব্লগ ওপেন করেছি যার বয়স প্রায় একবছর। ভিজিটরের অবস্তা আগের মতই ডেলি ৫/৬ জন। কন্টেন্ট আমি নিজে লেখি। নিজের অভিজ্ঞতাই লিখার চেষ্টা করি। কপি/পেষ্টের ধারে কাছে নেই। খুব ইচ্ছে হচ্ছে এডসেন্সের জন্য এপ্লিকেশন করি। কিন্তু লজ্জার বিষয় এত কম ভিজিটর নিয়ে যদি আমি আপ্লিকেশন করি গুগল আমাকে কি ভাব্বে...
অনারেবল এক্সপেরিয়েন্স ওয়ালাদের কাছে বিশেষ আরাদনা, এই মুহূর্তে আমার করনীয় কি এবং কি উপায় অবলম্ভন করলে আমার ব্লগে ভিজিটর আসবে? সবার দৃষ্টি আকর্ষণ করছি।
আমি Arif Md Forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এস ই ও টা করা আপনার একান্ত জরুরী…