আসসালামু আলাইকুম বন্ধুরা।
সবাই কেমন আছেন? আশা করি ভালো।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ গুগল কাস্টম সার্চ বক্স সেট করবেন।
প্রথমে , এই লিঙ্ক এ জান নিচের ফটো টির মত একটি পেজ আসবে...
Sign To Custom Search Engine এ ক্লিক করুন ।
তারপর আপনার জিমেইল অ্যাকাউন্ট টি দিয়ে লগিং করুন।
তারপর নিচের ছবির মত একটি পেজ পাবেন...
Sites to search বক্স টির মধ্যে আপনের ওয়াপ সাইটএর এড্রেস টি দেন।
Name of the search engine বক্স টির মধ্যে আপনার সার্চ ইঞ্জিন এর নাম টি দিয়ে Create এ ক্লিক করুন।।
এই পেজ টি আসবে Get Code এ ক্লিক করুন ।
এই কোড টি কপি করুন।।
তারপর আপনার ওয়ার্ডপ্রেস এ লগিন করে Appearance >Editor এ জান।
Search Form এ গিয়ে আপনার কপি করা কোড টি পেস্ট করে দিন , কাজ শেষ
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ,আর পোস্ট টি ভাল লাগলে গুরে আসতে পারেন আমার ব্লগ এ
আমি TechnologyLover। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।