“রক্ত দিন জীবন ” খুঁজে নিন আপনার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা।।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামুয়াইলাকুম।

কেমন আছেন আমার টেক টিউনের বন্ধুরা। আশা করি সবাই ভালই আছেন।

আজ আমি আপনাদের সাথে একটি  বিন্ন জিনিস শেয়ার করব...?

আমি বাংলা ভাল লেখতে পারি না ভুল হলে ক্ষমা করবেন...।

ইন্টারনেট এ সব এই সম্ভব আমার অনেক কাসের এক ফ্রেন্ড তার B negative রক্ত দরকার আমি ইংলিশ এ গুগল এ সার্চ দিলাম বাংলাদেশি ব্লাড ব্যাংক।

গুগল আমাকে দিল একটি  ওয়াপ সাইট  http://www.blooddonorsbd.com/group/B_negative(-)

এই  ওয়াপ সাইট আমি  পেলাম আমাদের কুমিল্লার এক জন কে তাকে কল করলাম সে আমাকে বলল তিনি কিছু দিন আগে ব্লাড দিসেন এখন আর দেতে পারবেনা ...।

আর এক জন কে কল করলাম ঢাকার তিনি আমাকে বললেন তিনি দেতে পারবেন...। আমার ফ্রেন্ড এর জন্য ব্লাড যোগার হয়ে গেল...।

তাই আমি আপনাদের কাসে রেকুএস্ট করব আপানারা  জারা ব্লাড দান করতে চান এই ওয়াপ সাইট টি তে আপনাদের ব্লাড গ্রুপ দিয়ে নিবন্দন

করুন ।

এই ওয়েব সাইটি মূলত সামাজিক সেবা মূলক সাইট। এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করছে তবে একটু ভিন্ন ভাবে। অনেক সময় দেখা যায় মুমূর্হ রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়। তখন রক্ত কোথায় খুঁজবেন? কে দিবে রক্ত? আপনার এই প্রশ্ন গুলোর উত্তর দিবে রক্ত ডট কম। এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি পাবেন স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা। এইতালিকায় ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেক জেলা ও উপজেলা এমনকি বিদেশের যে কোনো জায়গার স্বেচ্ছায় রক্তদাতাদের বিস্তারিত তথ্য রয়েছে।  ফলে খুব সহজেই আপনি খুঁজে নিতে পারেন আপনার  এলাকার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা। আপনি চাইলে নিজেও রক্তদাতা বনে যেতে পারেন। এই জন্য আপনাকে এই ওয়েব সাইটে আপনার সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। মনে রাখা ভালো আপনার সম্পর্কে সঠিক তথ্য না দিলে অন্যরা প্রতারিত হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত এই সাইটি তৈরি করা যাতে গণ মানুষের কিছুটা হলেও উপকার হয়। তাহলে দেরি না করে রক্ত ডট কম ওয়েব সাইটে নিবন্ধন করে হয়ে যান গর্বিত স্বেচ্ছায় রক্তদাতা। আর প্রয়োজনে খুঁজে নিন আপনার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা।

Level New

আমি TechnologyLover। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আসলেই অনেক উপকারি ওয়েবসাইট । আমি গত তিন মাসে অনেক বন্ধু কে এই ওয়েবসাইট এর কথা বলেছি । আমি নিজেও ফুফুর অপারেশনের সময় কয়েকজনকে কল করে ছিলাম

Level 0

ভাল একটা সাইট।তো রক্তের জন্য এবং আরো অন্যান্য তথ্যের জন্য আপনি এই সাইটি নির্মিত হচ্ছে।
http://www.infosecbd.com
আশা করি আপনাদের সহযোগিতায় সামনে এগিয়ে যাব।

    bhi apner kase ke B Negative blood ase…?jodi thake tahole amake akto call or sms korben plz amar friend ar onik blood er dorker… 01616606565

ধন্যবাদ