আসসালামু আলাইকুম । টেকটিউনে এইটা আমার দ্বিতীয় টিউন। আগের টিউন টির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । তো আজকের পর্ব শুরু করা যাক ।
বর্তমানে Wearble টেকনোলোজি সম্পন্ন একটি প্রোডাক্ট নিয়ে আসছে গুগল । কেও আবার ভাব্বেন্না যে এটা কি গায়ে দিয়ে ঘোড়া যায় । আসলে বেপারটা তা নয় । বেপার টা কাছাকাছি । মানে গায়ে নয়ে চোখে দিয়ে ঘোড়া যায় । হ্যাঁ ঠিক ধরেছেন গুগল গ্লাস । জানিনা এর আগে কে কতটুকু জেনেছেন কিন্তু আমি আজি যানলাম এবং বসে গেলাম লিখতে ।
আজকে লিখার বিষয়টা তো আগেই বুঝে গেচেন গুগল গ্লাস নিয়ে লিখবো তো কথা না বারিয়ে লিখে ফেলি । গুগল গ্লাস ইন্টারেস্টিং তাই না । হ্যাঁ এই ইন্টারেষ্টিং জিনিস টাই আনতে যাচ্ছে গুগল । গুগল নিয়ে বলার তো কিছুই নাই আমার থেকে আপ্নারা বেশি জানেন । গুগলের অনেক প্রোডাক্ট আছে যেমন এনড্রয়েড , গুগল ম্যাপ,জিমেল, গুগল প্লাস আরো অনেক । যদিও গুগল প্লাস টা বাংলাদেশে অনেক কম ব্যাবহার হয় । আমি অবশ্য ব্যাবহার করি । যাগকে মুল কথায় আসি । গুগল গ্লাসসের কথা কেন আশসে সেটা বলা অনেক জরুরি । ধরুন আপনার একটা স্মার্ট ফোন আছে আপনি কি চাইবেন্না আপনার স্মার্ট ফোন টি পকেটে না থেকে চোখে থাকলে আর বেসি সুবিধার পেতেন । হ্যাঁ গুগ্লেই সুবিধাতা দিতে আশসে । এটা তেমন ওজনদার জিনিশ না তাই ভাবার কিছুই নাই । আপনার হয়ত এখন মনে পরবে টারমিনাটর এর কথা । এরকম আর অনেক মুভি আসে জাগকে সে কথায় যাচ্ছি না । এটা নিয়ে এখন মার্কেতে গবেষণা চলছে আর রিছার্চ চলছে । আমি শর্টকাটে কিছু ফিচার বলবো । এটা মুলত শুধু একটা ফ্রেম থাকবে কিন্তু কাচ থাকবেনা । কিন্তু পরে আপনি কাচ কিনে লাগিয়ে নিতে পারবেন । এটা ডান সাইটে একটা সেন্সর থাকবে যা দারা আপনি জাবতিও কাজ করতে পারবেন যেমন পেজ আপ পেজ ডাউন ভলিওম আপ ডাউন বা ট্যাবের কাজ । এটাতে একটা ৫ মেগাপিক্সেল এর একটা ক্যামেরা আছে যা দিয়ে আপনি ফটো তুলতে পারবেন । তবে ফটো তলার সিস্টেম টা এখন সিওর না কেমন হবে । হয়ত বা চখের পলক ফেলে ফটো তলার সিস্টেম টা থাকতে পারে, যা দিয়ে আপনি ভিডিও অথবা ফটো তুলতে পারবেন ।
কারন এখন এটি নিয়ে রিসার্চ হচ্ছে । এই ছোট্ট ডিভাইছটিতে আরো থাকবে আর গুগল ওয়াই ফাই, ব্লুতুথ , ম্যাপ , গুগল প্লে মিউজিক, সার্চ , পাঠাতে পারবেন মেসেজ বা করতে পারবেন কল , খবর পরতে পারবেন , ইন্টারনেট চালাতে পারবেন কিনা সিওর না তবে যেকোনো সচিয়াল মিডিয়া তে ঢুকতে পারবেন , ১৬ জিবি ষ্টোরেজ আছে , ১.২ গিগাহার্জ প্রছেসর সাথে ২ জিবি র্যাম থাকবে । এখন একটা প্রশ্ন থাকতে পারে এটা চলে কিভাবে ? এটা মুলত চলবে ভয়েছ কমান্ডের সাহায্যে । যারা এনড্রয়েড এর হার্ড কোর ইউজার তারা জানেন OK google বললে গুগল অনেক গুলা অপশন দেখায় গুগল ভয়েছ কমান্ড অপশন এ । তো ঠিক একি রকম সিস্টেম হবে গুগল গ্লাস এ । যেমন আপনি বললেন ওকে গ্লাস । এটি বললে শে একটিভেট হবে । তাই বলে যে কেও যদি ওকে গ্লাস বলে তাহলে এটি একটিভেট হবে না কারন এটিতে Voice Recongnization সিস্টেম আছে জাতে করে এটি শুদু মাত্র নির্দিষ্ট Voice recognize করতে পারলে একটিভেট হবে ।আপনাকে গ্লাসটির কমান্ডের জন্য আগে OK Glass বলতে হবে । যেমন Ok Glass Take A picture or Ok Glass open google music store এরকম । এবার আসি এটিতে কি এ্যাপ ব্যাবহার করা যাবে কিনা । হ্যাঁ যাবে । গুগলের বেসিক যে এ্যাপ আসে টা আপনি এতে ব্যাবহার করতে পারবেন । এছারা 3RD party এ্যাপ মেকাররা একটি সফটওয়্যার বানিয়েসে যার নাম Word Lens . এটি এনড্রয়েড ফোনেও ব্যাবহার করা যাবে । এ্যাপটির মুলত কাজ করবে । ধরেন আপনি কম্পিউটার এ টাইপ করলেন ইন্দোনেশিয়ান কোণও কিছু আপনি যদি গুগল গ্লাসটির ক্যামেরা রার সামনে এটি ধরবেন এটি অটোমেটিকালি translate করে মুল ভাষায় বলে দিবে ।
এর বর্তমানে বাজার মূল্য কি বলবো ? ১৫০০ ইওরো মানে বাংলাদেশে ১ লাখ টাকার উপরে । ভয় পাইয়েন্না ভাই এটা বাংলাদেশে আসতে বহু দেরি । এটির frame হয়তবা ৪ স্টাইল এর হতে পারে । style ও ৪ রকম রকম হতে পারে । অরিজিনাল লিঙ্ক http://google.com/glass
ভাল থাকবেন ।
মুল টিউনটি প্রকাশিত হয়েছে এখানে ।
আমি প্রান্ত আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।