অনেকের কাছেই অজানা একটি গুগল মামার সেটিংস এবং ট্রিকস । দেখুন আপনার জানা আছে কিনা ?

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আমাদের অনলাইন ব্যবহারকারীদের কাছে গুগল পরিচিত গুগল মামা নামে ! হ্যাঁ, গুগল মামার কাছে আমরা সেকেন্ডে সেকেন্ডে কত কিছুই না জানতে চাই সার্চ করে। তবে গুগল মামা আমাদেরকে একটি সার্চ রেজাল্ট দেয়না। গুগল আমাদেরকে অনেক সার্চ রেজাল্ট দেয়। আর অন্তত ৫-৬ টা রেজাল্ট না দেখা পর্যন্ত আমাদের শান্তিই হয়না কিংবা কাঙ্ক্ষিত ফলাফলই পাওয়া যায়না। আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনি কোন বিষয়ে গুগলে সার্চ করলে পছন্দের কয়েকটি রেজাল্ট ওপেন করে নতুন ট্যাবে। অথবা একটি রেজাল্টে প্রবেশ করে পছন্দ না হলে ব্যাক করে আবার অন্য রেজাল্টে প্রবেশ করেন।

ব্লগার মারুফ ডট কম

এখন কাজের কথায় আসা যাক। যদি গুগলের সার্চ রেজাল্টে পাওয়ায়া রেজাল্টগুলোতে ক্লিক করেন আর সেগুলো সাথে সাথে নতুন একটি ট্যাবে ওপেন হবে তাহলে কেমন হত বলুন তো? আমার অভিজ্ঞতা মতে বলতে হবে চরম হতো। কারন গুগলে আমরা যখন কোন বিষয় নিয়ে সার্চ করে গবেষণা করি তখন প্রায় সার্চের প্রত্যেকটা সাইটেই ঢুকতে হয়। তাই কষ্ট করে বারবার নতুন ট্যাবে ওয়েবসাইট খোলা রীতিমত বিরক্তের ব্যাপার। আজ দিচ্ছি সেই সমাধান। এটি কোন ট্রিকস নয়। এটি গুগল সার্চের একটি সেটিংস মাত্র। আমরা গুগল মামাকে ভালোভাবে চিনলেও গুগল মামার সেটিংস পেজে যাওয়া হয়নি অনেকেরই। তবে চলুন আজ এই ছোট কাজের সেটিংসটি করে নেই।

  • প্রথমে Google ভিজিট করুন।
  • এখন নিচের দিকে ছোট করে Settings নামের লিংকটি দেখতে পারবেন।
  • Settings লিংকে হাত দিলেই আরও কিছু মেন্যু লিংক পাবেন।
  • এবার Search Settings ক্লিক করুন।
গুগল সার্চ সেটিংস
  •  এখানে প্রথমে Always Show Instants Results সিলেক্ট করে দিন।
গুগল সার্চ সেটিংস
  • তারপর Open each result in a new browser window সিলেক্ট করুন।
গুগল সার্চ সেটিংস
  • সবশেষে Save দিন।

গুগল সার্চ সেটিংস

গুগল সার্চ সেটিংস

এখন থেকে গুগলের সার্চ রেজলাটগুলোতে ক্লিক করলে সেই সার্চের সাইট ব্রাউজারের নতুন একটি ট্যাবে বের হবে। অনেকের কাছে অজানা ছিল এই সাধারন গুগগ সেটিংসটি। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না। টিউনটি আমার বাংলা ব্লগে প্রথম প্রকাশিত। আরও কিছু ট্রিকস পেতে দুই মিনিটের জন্য ঘুরে আসুন "ব্লগার মারুফ ডট কম" থেকে। আমাকে ফেসবুকে পাবেন আমার ফ্যান পেজ -এ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্লগার মারুফ, এতো কষ্ট না করে Middle Mouse বাটন ক্লিক করে ও কাজটা করা যায়…

    Level 0

    @Tanjamin: Link a mouse er middle button click korun, new tab a open hobe

      কিন্তু ভাই @Tanjamin: আমি যেটা শেয়ার করেছি সেটার মাধ্যমে আপনি স্থায়ীভাবে এই সেটিংস সেভ করে রাখতে পারবেন।

        @ব্লগার মারুফ: আর আপনি যেটা বলেছে সেটা আরও অধিক কষ্টকর। আমি আজ যেটা শেয়ার করেছি সেটা স্থায়ীভাবে থেকে যাবে। রেজাল্টে সিঙ্গেল ক্লিক করলেই নিউ ট্যাব ওপেন হবে।

          @ব্লগার মারুফ: অনেক ধন্যবাদ । এই সহজ অথচ আসাধারন জিনিস টা আগে থেকে না জানার জন্য আফসোস হচ্ছে । বার বার রাইট ক্লিক করে ট্যাব ওপেন করা সত্যিই অনেক বিরক্তিকর ।

Level 0

ধন্যবাদ

Level 0

well tune….laptop user will be benifited by this post..

Level 0

vai eto vejal er dorkar ki? mouse er middle button press korle shudhu google er result keno duniar sob link ekbar re new tab e open kora jay.. 😀

    @net_freak: আপনি আমার পোষ্ট মোটেও বুঝতে পারেন নি। আমি বলতে চেয়েছি যে আপনি এই গুগল সেটিংস এর মাধ্যমে আর কখনই এতো ভেজাল করে মাউসে মিডিল বাটন চেপে নিউ ট্যাব ওপেন করতে হবেনা। গুগলে আজীবন একটা ক্লিক করলেই নিউ ট্যাব খুলবে। আশা করি বুঝতে পেরেছেন।

      Level 0

      @ব্লগার মারুফ: mosue er middle button press kora jodi vejal hoy tahole mouse use korar dorkar ki Lmao… 😀 😀 😀

        @net_freak: আপনারা দেখি আমার টিউনের সারমর্ম কেউই বোধগম্য করতে পারেন নি দেখছি। এই দুঃখ কই রাখি 🙁

Nice post. Very helpful.

Level 0

thank you.

    @Lucky Boy: ওয়েলকাম। আপনাকেও থ্যাঙ্কস আপনার টিউনমেন্টের জন্য।।