আমাদের অনলাইন ব্যবহারকারীদের কাছে গুগল পরিচিত গুগল মামা নামে ! হ্যাঁ, গুগল মামার কাছে আমরা সেকেন্ডে সেকেন্ডে কত কিছুই না জানতে চাই সার্চ করে। তবে গুগল মামা আমাদেরকে একটি সার্চ রেজাল্ট দেয়না। গুগল আমাদেরকে অনেক সার্চ রেজাল্ট দেয়। আর অন্তত ৫-৬ টা রেজাল্ট না দেখা পর্যন্ত আমাদের শান্তিই হয়না কিংবা কাঙ্ক্ষিত ফলাফলই পাওয়া যায়না। আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনি কোন বিষয়ে গুগলে সার্চ করলে পছন্দের কয়েকটি রেজাল্ট ওপেন করে নতুন ট্যাবে। অথবা একটি রেজাল্টে প্রবেশ করে পছন্দ না হলে ব্যাক করে আবার অন্য রেজাল্টে প্রবেশ করেন।
এখন কাজের কথায় আসা যাক। যদি গুগলের সার্চ রেজাল্টে পাওয়ায়া রেজাল্টগুলোতে ক্লিক করেন আর সেগুলো সাথে সাথে নতুন একটি ট্যাবে ওপেন হবে তাহলে কেমন হত বলুন তো? আমার অভিজ্ঞতা মতে বলতে হবে চরম হতো। কারন গুগলে আমরা যখন কোন বিষয় নিয়ে সার্চ করে গবেষণা করি তখন প্রায় সার্চের প্রত্যেকটা সাইটেই ঢুকতে হয়। তাই কষ্ট করে বারবার নতুন ট্যাবে ওয়েবসাইট খোলা রীতিমত বিরক্তের ব্যাপার। আজ দিচ্ছি সেই সমাধান। এটি কোন ট্রিকস নয়। এটি গুগল সার্চের একটি সেটিংস মাত্র। আমরা গুগল মামাকে ভালোভাবে চিনলেও গুগল মামার সেটিংস পেজে যাওয়া হয়নি অনেকেরই। তবে চলুন আজ এই ছোট কাজের সেটিংসটি করে নেই।
এখন থেকে গুগলের সার্চ রেজলাটগুলোতে ক্লিক করলে সেই সার্চের সাইট ব্রাউজারের নতুন একটি ট্যাবে বের হবে। অনেকের কাছে অজানা ছিল এই সাধারন গুগগ সেটিংসটি। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না। টিউনটি আমার বাংলা ব্লগে প্রথম প্রকাশিত। আরও কিছু ট্রিকস পেতে দুই মিনিটের জন্য ঘুরে আসুন "ব্লগার মারুফ ডট কম" থেকে। আমাকে ফেসবুকে পাবেন আমার ফ্যান পেজ -এ।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ব্লগার মারুফ, এতো কষ্ট না করে Middle Mouse বাটন ক্লিক করে ও কাজটা করা যায়…