আমরা সবাই গুগল সার্চ করি। মাঝে মাঝে গুগলে কিছু খুঁজতে গেলে সার্চ রেজাল্টের প্রথম বা দ্বিতীয় ওয়েবসাইটে না পেলে এর পরের সাইটগুলোতেও ভিজিট করতে হয়। কিন্তু আপনি যদি সার্চ পেইজ থেকে উক্ত ওয়েবসাইটে সরাসরি মাউসের বাম বাটন টি ক্লিক করে যেতে চান, তবে সার্চ পেইজটি চলে গিয়ে ওই ট্যাবেই উক্ত ওয়েবসাইটটি দৃশ্যমান হবে। আবার যদি মাউসের ডান বাটনটি ক্লিক করে মেনু আসার পরে OPEN LINK IN NEW TAB করেন, তাহলে একটি অতিরিক্ত ক্লিক বেশি খরচ হবে আপনার।
আমি আপনাদের এখন সেই উপায়টি বলব, যার মাধ্যমে আপনি মাত্র ১ টি বাম বাটনের ক্লিকেই গুগল সার্চের যেকোনো লিংক নতুন ট্যাবে ওপেন করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই এই সহজ উপায়টিঃ
১। প্রথমেই আপনি গুগল সার্চ করুন একটি বিষয়ে। উদাহরণঃ আমি আমার ওয়েবসাইট এ যাবার জন্য সার্চ করেছিঃ SUJONHERA
এতে আমি সার্চ রেজাল্টে ওয়েবসাইটটি পেয়েছি। ছবিতে দেখানো হয়েছে, উক্ত লিংকে কীভাবে মাউসের ডান বাটন চেপে আসা মেনু থেকে OPEN LINK IN NEW TAB এ যাওয়া যায়। তবে আমরা আর আজ থেকে এটা করব না। কারণ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব, কীভাবে মাত্র ১ ক্লিকে নতুন ট্যাবে লিংক ওপেন করা যায়।
২। এবার আপনি গুগলের সার্চ রেজাল্ট পেইজের নিচের দিকে ডান কোনায় এরকম একটি SETTINGS লিংক দেখতে পাবেন। সেটায় ক্লিক করুন।
৩। নতুন একটি মেনু আসবে। দেখতে ঠিক এরকম। এ থেকে SEARCH SETTINGS লিংকে ক্লিক করুনঃ
৪। এবার নতুন একটি পাতা আসবে। দেখতে এরকম।
৫। এবার স্ক্রল করে এই পাতার নিচে আসুন। এরকম দেখবেন।
৬। উপরের ছবিতে দেখানো বক্সে একটি ক্লিক করে টিক চিহ্ন বসিয়ে দিন। এবার দেখতে এরকম হবে। সবশেষে SAVE বাটন এ ক্লিক করুন।
ব্যাস! কাজ শেষ। একটি নতুন নটিফিকেশান পাবেন এরকম।
এখন নতুন করে কিছু লিখে গুগল সার্চ করুন। তারপরে নিশ্চিন্তে যেকোনো সার্চ রেজাল্টে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন। দেখবেন, নতুন ট্যাবে ওপেন হচ্ছে লিংক।
সবাইকে ধন্যবাদ।
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাউসের বাটন দিয়ে লিঙ্কে ক্লিক করলেই তো হয়, এত ঝামেলার দরকার কি?