প্রতিনিয়ত কত মেইল চালাচালি আমাদের করতে হয়। কখনও সময় হয়ে ওঠেনা অনেক জরুরি ইমেইল পাঠানোর সময়টুকুও। আর সেজন্য আমাদেরকে বেছে নিতে হয় ইমেইল শিডিউলিং পদ্ধতি।
আজ আপনাদের সাথে শেয়ার করছি, জিমেইল একাউন্টে ইমেইল কিভাবে শিডিউল করতে হয় তাঁর একটি ছোট ট্রিকস। জিমেইল এখনও অফিশিয়ালিভাবে ইমেইল শিডিউল করার সুবিধা চালু করেনি। তাই আমাদের জন্য রয়েছে নানা এডঅন্স বা টুলস।
Right Inbox নামের ব্রাউজার অ্যাডঅনস আপনাকে ইমেইল সিডিউল করার সুবিধা প্রদান করছে। আসুন প্রথমে জেনে নেই এই ইমেইল শিডিউল অ্যাডঅনসে কি কি সুবিধা রয়েছেঃ
আজকের পোস্ট আপনার কেমন লাগলো? অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যের উপরই পরের পোস্ট লেখার অনুপ্রেরণা খুঁজে পাই। আর নতুন নতুন টিপস ট্রিকস পেতে সাথেই থাকুন ব্লগার মারুফ ডট কম এর... ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ভাল লাগলো।।।।