অনেকের মুখে শুনেছিলাম গুগল এডসেন্স সোনার হরিন কিন্তু 10 টির মতো পোষ্ট দিয়েই ছাগলের মতো ধরা খেলো আমার কাছে। কিন্তু তারপর হলো বিপত্তি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে গেছে কারন অনেক নিয়মকানুন এবং সব সময় ভয়ে ভয়ে থাকা কারন এই বুঝি গেলো হাত থেকে। কারন...
আমরা বাঙ্গালিতো কেউ কেউকে সঠিক তথ্য পরামশ দিয়ে তার সম পর্যায়ে উঠাতে চাই না কারন অামার সমান হয়ে যাবে অামাকে দাম দিবে না এটা ভেবে। এতটা ছোট মন মানসিকতা নিয়ে ঘুড়ি আমরা। এখানে অনেকে আছেন যাদের কাছে কিছু দিনে আগে প্রশ্ন করেছিলাম কয়েকটি কিন্তু কোন উত্তর পাইনি, দিবেও না মনে হয় কারন ওইযে ভয়। জ্ঞান দিয়ে যদি ফুরিয়ে যায়। মনটা খারাপ হয়ে যায় এসব দেখলে। ভারতে একজন একজনকে টেনে তুলে আর আমরা হালকা হাত টেনে তুলে পারিনা।
হ্যা তথ্য পাই মাঝে মাঝে কিছু ভাল মানুষের কাছ থেকে যারা সেচ্ছায় গুগল এডসেন্স টিকিয়ে রাখতে কি কি করতে হবে তা নিয়ে আলোচনা করেন কিন্তু কিছু প্রশ্ন ওই তলেই থেকে যায়। সঠিক ভাবে পাওয়া যায় না। তাই গুগল এক্সপাটদের কাছে অাকুল আবেদন দয়াকরে নিজের মন মানসিক সাহায্যের অর্থে নিচের প্রশ্নগুলো জেনে থাকলে প্রশ্নগুলোর উত্তর দিতেন, যারা সদ্য গুগলে এডসেন্স এ আমার মতো যুক্ত তাদের কাছেও পরামশ চাইতেছি।
১। গুগলের এড ক্রিয়েট করার পর যেগুলো লাগছে না সেগুলো কিভাবে মুছবো?
২। একটি গুগল এডসেন্স থেকে কতটি সাইডে ব্যবহার করতে পারবো?
৩। প্রথম আলোর মতো অনেক বাংলা সাইডে দেখেছি গুগল এডসেন্স ব্যবহার হচ্ছে, এটা কিভাবে যদি বিস্তারিত বলতেন কিভাবে বাংলা সাইডে এটি ব্যবহার করা যায়? এবং এড সো করবে?
৪। আমি তো ক্লিক এর উপরে আয় পেয়েছি কিন্তু ইমপ্রেশনের উপর পাইনি? 1 দিনে সবনিম্ন কত ইমপ্রেশন হলে গুগল পে করে থাকে যদি বিস্তারিত তুলে ধরতেন?
আপাতত এতটুকু। দয়াকরে জানা থাকলে বলুন এড়িয়ে যাবেন না। আপনারা যদি সাহায্য না করেন তবে কে করবেন শুনি। ভুলগুলো ক্ষমা দৃষ্ঠিতে দেখবেন। ভাল থাকবেন।
গুগল এডসেন্স ব্যবহৃত আমার একটি সাইড ঘুরে আসতে পারেন ।
ধন্যবাদ।
আমি Nil Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১/ অ্যাডসেন্স থেকে My Ads এ যান, ওখানে আপনি যেকোন এড এর উপর মাউস নিলে দেখবেন Hide Ads বা এইরকম কিছু আছে ওখানে ক্লিক করলে এড টি ডিলিট হয়ে যাবে ।
২/ একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে ৫০০ টি সাইট এ এড দেখানো যায় (Top Label Domain এ এড দেখাতে হলে সাধারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে মানে hosted না), যেগুলো youtube দিয়ে পাওয়া ওইগুলো কে hosted অ্যাকাউন্ট বলে ।
৩/ যখন গুগল অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করত না তখনও অ্যাডসেন্স এর এড ব্যবহার করা যেত এবং এখনো যায় তার জন্য আপনাকে প্রথমে একটি ইংরেজি সাইট দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হবে তারপরে আপনি সাধারণ ভাবে অ্যাডসেন্স এর এড বাংলা ব্লগে ব্যবহার করতে পারবেন (একসময় টেকটিউনস এ ও অ্যাডসেন্স এর এড ছিল)
৪/ এই বিষয় টার উপর আমার ও যথেষ্ট সন্দেহ আছে আমি ও ঠিক করে বলতে পারছি না তবে মাঝে মাঝে দেখবেন এড এ ক্লিক না পড়লেও অ্যাডসেন্স কিছু রেভেনিউ দেও এবং মাস শেষে অ্যাডসেন্স আপনার পুরো রেভেনিউ গুলো রিভিউ করে তখন দেয় মনে হয় ।
আশা করি উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ