•প্রথম পর্বটি দেখতে ক্লিক করুন
গত পর্বের মত আজও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকের কাছে প্রায় অজ্ঞাত কিছু লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি । প্রথম লিঙ্কটি গুগল এর সবচেয়ে জনপ্রিয় পরিষেবা গুগল সার্চ এর সঙ্গে সম্পর্কিত , তবে আর দেরি কেন চলুন লিঙ্কগুলির ব্যবহার জেনে নেই ।
যদি আপনি আপনার নিরাপত্তা নিয়ে উদবিঘ্ন হয়ে থাকেন, গুগল সার্চ বক্সে কিছু টাইপ করবার আগে তবে এই লিঙ্কটি আপনার খুবই কাজে লাগতে পারে। ২০১০ সালের মার্চ মাসে গুগল এই সার্চ পোর্টালটিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে । শোনা যায় যে এই পোর্টালটির মাধ্যমে আপনি আপনার ISP(ইন্টারনেট সার্ভিস প্রভাইডার) কেও ফাঁকি দিয়ে তথ্য অনুসন্ধান করতে পারেন। তবে প্রফেশনালরা আসা করি গুগল এর নিরাপত্তা জনিত ত্রুটিগুলি সম্পর্কে অবহিত আছেন! তবে গতানুগতিক গুগল সার্চ ইঞ্জিন এর তুলনায় এর নিরাপত্তা অনেক মজবুত এতে কোন সন্ধেহ থাকতেই পারে না।
ক্লিক করুন
এবার জানা যাক পরের লিঙ্কটির সম্পর্কে ।আপনার নিশ্চয়ই একটি জিমেইল অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে আপনি বর্তমানে গুগল এর প্রায় সকল প্রকার পরিষেবার মজাই নিয়ে থাকেন তাইতো! কিন্তু এই ইমেইল আইডি গুলি মূলত আপনার দেওয়া “ইউজারনেম”@জিমেইল.কম নামে হয়ে থাকে । আপনি যদি আপনার বর্তমান অন্য যে কোন ইমেইল আইডি কে জিমেইল এর মাধ্যমে ব্যবহার করতে ইচ্ছুক হয়ে থাকেন , তাহলে এই লিঙ্কটি যে আপনার খুবই কাজের হবে এ বিষয়ে কোন সংশয় থাকে কি !
ক্লিক করুন
জ্ঞানীগুনি বেক্তিরা একবার এই লিঙ্কটিতে ঢুঁ মেরে দেখতে পারেন ! আসা করি আশাহত হবেন না ।
আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুগল ওয়েবঅ্যাপস , ব্রাউজার এক্সটেনসন, মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকি , এই সকল অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার এর আগে আমাদের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে যায় , যেমন “ আপনি যদি আমাদের অ্যাপসটি ব্যবহার করতে চান তা হলে আমরা আপনার ইমেইল আইডির বেসিক ইনফো অ্যাক্সেস করব"(access to basic account info) বা অন্য কিছুও বলতে পারে । আপনি এই লিঙ্কটির মাধ্যমে আপনার ইমেইল আইডি ব্যবহার করে কতগুলি অ্যাপস চালাচ্ছেন এবং কি কি তথ্য শেয়ার করছেন সেই বিষয়ে জানতে পারবেন। মূলত এই লিঙ্কটি অনেক ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি কমাতে আপনাকে সাহায্য করবে।
আজকের পর্বটি শেষ করতে চলেছি আরও দুটি ভিন্নধর্মী সার্চ পোর্টাল এর মাধ্যমে ।
প্রথমটির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোন পেটেন্ট সম্পর্কিত তথ্য নিমেষে পেতে পারেন আর দ্বিতীয়টির মাধ্যমে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো ব্লগ ও ব্লগারদের খুঁজে পেতে পারবেন ।
আজ এই পর্যন্তই আরও কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ লিঙ্ক পেলে পরবর্তী পর্বে আপনাদের মাঝে শেয়ার করতে পারব বলে আসা করছি । সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ
আমি সিস্টেম অ্যাডমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সরাসরি প্রিয়তে