3D প্রিন্টারের ইতিহাস এবং কিছু ছবি

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
চাক হাল একজন আমেরিকান ইঞ্জিনিয়ার । বয়স প্রাই ৭৪ এর কাছাকাছি । ১৯৮৩ সালে হাল একটা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত ছিলেন । তার ব্যবসাটা ছিল টেবিলের উপর আলট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে শক্ত একটা আবরণ তৈরি করা ।  হটাৎ তার মাথায় এই বুদ্ধি এলো যদি কম্পিউটারে যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলোকে যদি বাস্তব রূপ দেওয়া যায় তবে কেমন হয় । এরপর শুরু হয়ে গেল গবেষণা । অবশেষে এক রাতে তিনি তার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সফল হলেন । তার প্রথম আবিষ্কার ছিল একটি প্লাস্টিকের গ্লোব থেকে অবিকল একটা গ্লোব তৈরি করা ।

3D Printing এর জন্য চাক হাল ফটোপলিমার নামক উপকরণ ব্যবহার করেন যেটা সাধারণত তরল অবস্থায় থাকে কিন্তু আলট্রা ভায়োলেট রশ্মির সংস্পরশে এলে কঠিন রূপ ধারণ করে । তিনি এই প্রক্রিয়ার নাম দেন ইস্টেরিওলিথোগ্রাফি । 

 
কিছু 3D প্রিন্টেড করা যন্ত্রপাতির ছবি >>>                                  >> এরকম আরও তথ্য পেতে ক্লিক করুন<<
 

Level 0

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস