আপনারা সকলেই জানেন বাংলাদেশের কোন ব্যাংক যখন গুগল অ্যাডসেন্স চেক জমা নিচ্ছিলো না ঠিক তখন বাংলাদেশী গুগল অ্যাডসেন্স পাবলিশারদের কথা চিন্তা করে EFT পেমেন্ট চালু করা হয় , কিন্তু EFT চার্জ ২৫ ডলার কাটাতে কিছু ফালতু পাবলিশার গুগল অ্যাডসেন্সের কাছে রিপোর্ট করে !
রিপোর্ট পাওয়ার পর গুগল অ্যাডসেন্স কতৃপক্ষ প্রথম মাসের পর নতুন করে আর কোন Account এ EFT আপডেট করা বন্ধ রেখেছে এবং তারা গুগল প্রোডাক্ট ফোরামে জানিয়ে দেয় , বাংলাদেশকে আপাতত এ সেবার বাইরে রাখা হল পরবর্তীতে আবার চালু করা হতে পারে ,
Hi everyone,
We're still researching with our bank the issue of the $25 intermediary bank fee that many publishers are being charged in their wire transfer payments. This issue blocks us from being able to make wire transfer payments available to publishers in other countries, so it's very important to us that we find a resolution to this: do know that it's getting a lot of attention. We're trying to address it as quickly as possible, so thanks for your patience.
কিন্তু ডিসেম্বর পার হয়ে জানুয়ারিতেও কোন Account এ EFT আপডেট করা হয় নাই,
এ প্রসঙ্গে কিছু কথাঃ
আমরা যখন চেক আনতাম চেক হাতে পেতে লাগতো ১ মাস, কুরিয়ারে আনলেও ২৮ ডলার চার্জ নিতো এবং ব্যাংকে টাকা ক্যাশ করাতে লাগতো ১.৫ মাস । এখন তো কোন , গুগল যেখানে আমাদের কথা চিন্তা করে কয়েক ঘণ্টার মধ্য চেক পাওয়ার ব্যবস্থা করে দিলো সেখানে ২৫ ডলার কি বেশি কিছু ?
যদি আপনার ২৫ ডলার বেশি কিছু মনে হয় তবে আপনি কেন চেক আনছেন না ? রিপোর্ট করে কেন বাংলাদেশী সকল পাবলিশারদের পেটে লাথি দিচ্ছেন ?
২৮ ডলার চার্জ দিয়ে কুরিয়ারে চেক আনার চাইতে ২৫ ডলার চার্জ দিয়ে EFT আমাদের জন্য পারফেক্ট নয় কি ?
আমার জানামতে অন্য দেশে EFT চার্জ করে ৪৫ ডলার এবং অন্য কোম্পানি গুলো ইএফটিতে ৫০০ ডলারের কম পেমেন্ট দেয়না ।
সমাধানঃ
অনেক পাবলিশারদের পেমেন্ট আটকে আছে এই ইস্যুতে যারা মনে করেন ২৫ ডলার দিয়েও EFT ভালো তারা গুগল প্রোডাক্ট ফোরামে যেখানে আবেদনের পর EFT চালু হয়েছিলো সেই ফোরামে এই পোষ্টে >>> https://productforums.google.com/forum/#!msg/adsense/c5NGUjffRlY/4DhEVxJ8SKoJ
সবাই কমেন্টস করুন ও বাংলাদেশী গুগল অ্যাডসেন্স পাবলিশারদের জন্য EFT পেমেন্ট অব্যহত রাখতে ভুমিকা পালন করুণ ।
উপরের লিংকে সকলের কমেন্টস আশা করছি
ধন্যবাদ সবাইকে ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
Google AdSense sara ar kon kon r ads service site ase? plz janaben?