সার্চ জায়ান্ট গুগলের মালিকানায় সম্প্রতি যুক্ত হলো প্রযুক্তি কোম্পানি নেস্ট ল্যাবস। নিজেদের কর্মপরিধি সম্প্রসারিত করার অংশ হিসেবেই স্মার্ট হিমায়নযন্ত্র ( থার্মোস্ট্যাট) এবং আগুনের পূর্বাভাস প্রদানকারী যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি নেস্ট ল্যাবস কিনে নেয় গুগল।
সম্প্রতি গুগলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মানুষের বাসা-বাড়িতে স্মার্ট হিমায়ন যন্ত্র এবং আগুনের পূর্বাভাস প্রদানকারী যন্ত্রের ব্যবহার সহজলভ্য এবং বহুল প্রচলিত করার অংশ হিসেবেই গুগল এ কোম্পানিটি কিনে নেয় বলে নিশ্চিত করেছেন সার্চ ইঞ্জিনটির সিইও ল্যারি পেজ। ৩.২ বিলিয়ন ডলারের বিনিময়ে তারা তিনবছর বয়সী এ কোম্পানির মালিকানা পায় বলেও নিশ্চিত করেছেন তিনি। এর আগে এর চেয়ে বেশি দামে গুগল শুধু মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানি মটরোলা কিনেছিল।
বাসা-বাড়ি ব্যবস্থাপনা নিয়ে নিজেদের ব্যবসায় পরিকল্পনার অংশ হিসেবেই তারা এ কোম্পানি কিনে নেয় বলেও উল্লেখ করেন ল্যারি পেজ। তবে কিনে নেয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করছেনা গুগল। রেগুলেটরি অ্যাপ্রোভাল পেয়ে গেলে আগামী কয়েকমাসের মধ্যেই গুগলের তত্বাবধানে নেস্ট ল্যাবের কাজ শুরু হবে বলেও নিশ্চিত করেন পেজ।
বাংলাদেশের সেরা টেকনোলোজি ভিত্তিক একটি অনলাইন টেকনোলোজি নিউজ পেপার হল আজকের টেক। সবাইকে অনুরধ থাকবে আজকের টেক একবারের জন্য ঘুরে আসা। যদি ভালো না লাগে তবে আমাকে জানাবেন।
আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।