আসুন প্রথমেই জেনে নেই, গুগল পি.আর ডোমেইন কি? এটি হলো ডোমেইন এর রেংকিং এর মাত্রা যা গুগল সার্চ ইঞ্জিণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়। সাধারণত একটি ডোমেইন যতো পুরাতন হয় তার রেংক তত বাড়তে থাকে। আবার একটি সাইটে যদি অনেক ভিজিটর ও আরটিকোল থাকে তবে তার রেংক বাড়তে থাকে। গুগল একটি ডোমেইন কে ০ থেকে ১ , ২,৩ ইত্যাদি ক্রম অনুসারে ১০ পর্যন্ত রেংক দিয়ে থাকে। রেংকিং যত বেশী হবে ডোমেইন এর দাম তত বেশী হবে। কাউন্ট শুরু হয় ০ থেকে। যেগুলোতে কোন রেংকিং নাই সেগুলো (–) রেংক হিসেবে চিহ্নিত করা হয়।
এবার আসুন জেনে নেই একটি পি.আর ডোমেইন থেকে কিভাবে আয় করা যায়?
এছাড়াও আরো অনেক সুযোগ তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসায়ী হিসেবে সুপরিচিতি তৈরি করতে পারেন। নিজের মতো করে একটি প্লান তৈরি করুন যা আপনাকে সফলতা এনে দেবে। মনে রাখবেন, পি.আর বা পেইজ রেংক যত বেশী হবে সফল হওয়ার সম্ভাবনা তত বেশী হবে।
পি.আর ডোমেইন রেডিমেইট পাওয়া যায় আবার একটি ডোমেইন কিনে এস.ই.ও করলে রেংক পাওয়া যাবে। ধন্যবাদ
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon