Google এখন অভিভাবকের কাজ করবে

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই ,আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি Tectunes-এ এটা আমার ২য় পোস্ট তাই ভুল ত্রুটি হলে মাফ করবেনসকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটা শুরু করছি।
    
     

       বন্ধুরা হেডলাইন দেখে বুঝতেই পারছো যে আমি আজ কী নিয়ে লিখছি। হ্যা ঠিক ধরেছেন যে INTERNET নিয়েই লিখছি INTERNET আমাদের এমন একটি নিত্যপ্রয়োজনের জিনিস হয়েগেছে যে একে বাদ দিয়ে একদিনও চলা যাই না

এর সঙ্গে আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরাও যুক্ত রয়েছে তারা জেনে বা অজান্তে এমন সব সাইটে ঢুকে পড়ছে যেখান থেকে বাজে বাজে ছবি ও ভিডিও দেখে জীবনের লক্ষ ভুলে যাচ্ছে এবং মা-বাবার সপ্ন ও ভেঙে চুরমার করে দিচ্ছে তাই বাবা-মাদের সাহায্য করতে এগিয়ে এল গুগল ৷ গুগল ক্রমের মাধ্যমে এবার শিশুদেরউপর নজর রাখতে পারবেন মা –বাবারা ৷ ক্ষতিকর ওয়েবসাইট থেকে শিশুদের দূরেরাখতে এই সুবিধা দিচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল ৷
সম্প্রতি বিবিসি প্রকাশিত প্রতিবেদনথেকেজানা গিয়েছে, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার এমনই একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যাতে সুপারভাইসড ইউজারপ্রযুক্তি মাধ্যমে পরিচিতদের প্রোফাইলপর্যবেক্ষনের সুবিধা আছে ৷ নতুন এই প্রযুক্তি ব্যবহার করে সুপারভাইসডইউজারের ব্রাউজিং ইতিহাস থেকে, নির্দিষ্ট সাইট বন্ধ এবং যেকোনও রিকোয়েস্টঅনুমোদন করতে পারবে৷ ফলত শিশুরা কোন কোন সাইট ব্যবহার করেছে তাও জানা যাবে৷প্রয়োজনে তা বন্ধ করে দিতে পারেন অভিভাবকরা ৷
গুগলের এই প্রযুক্তি উইন্ডোজ,ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে ৷ এর ফলে অভিভাবকদের অনেকটা চিন্তা দুরহবে তো বন্ধুরা এটা লিখে যদি তোমাদেরকে কিছু জানাতে পেরেছি বা হইতো তোমরা আগে থেকেই জানতে তাহলে কিছু ভাল কমেন্টের আশা করছি

 
আর পারলে আমার এই ছোট্ট SITE থেকে ঘুরে আসতে পার 😆
 
 
 

Level 0

আমি Musharof। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ok dilam cmnt