অ্যাডসেন্স এর এ্যাপলিকেশন ফরম পুরন করবেন যে ভাবে

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আজ ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্ট এর একজনের অনুরোধ এ এই পোস্ট টি লিখছি।সে আমাকে  অনুরোধ করেছে এই ব্যাপারে বিস্তারিত লিখার জন্য।

আমি অ্যাডসেন্স ব্যাপারে খুবই কম জানি সুতরাং আমার বলাতে ভুল থাকতে পারে।তবে আমি অ্যাডসেন্স এ আপ্লাই করার সময় যে ভাবে পুরন করেছিলাম ঠিক সেই ভাবেই উপস্থাপন করার চেষ্টা করব।অ্যাডসেন্স এর ফরম পুরন করার নিয়ম নিয়ে অনলাইন এ অনেক বাংলা লিখা পাবেন,তাঁদের সাথে আমার সিস্টেম নাও মিলতে পারে।

যাই হোক আপনি যদি গুগল এ হস্ত করা কোন ওয়েবসাইট যেমনঃ ব্লগার,ইউটিউব,উইবলি এ রকম অনেক সাইট রয়েছে যারা আপনাকে ব্লগিং করার পাশাপাশি কিছু উপার্জন করার সুজগ দিয়ে থাকে।

তো আপনি যদি এই সব সাইট এর মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই ওয়েবসাইট গুলোর ট্যাব নামে ১ টা ট্যাব থাকে সেই খান থাকে আবেদন করতে করতে হবে আর যদি আপনার পেরসনাল ওয়েবসাইট থেকে আবেদন করতে চান সেজন্য এই লিংক এ যান এবং আপনার ইমেইল আইডি দিয়ে সাইন আপ করুন।

ফরম পুরন করতে নিচের ছবি গুলো দেখুনঃ

ছবি ১ এর ঘর গুলোতে যা যা লিখবেনঃ


১। আপনি যে ওয়েবসাইট এ অ্যাড দেখাতে চান সেই ওয়েবসাইট এর অ্যাড্রেস দিন যেমনঃ http://www.techtalkbd.com

২।আপনার ভাষা নির্বাচন করুন এক্ষেত্রে ইংলিশ নির্বাচন করুন।


ছবি ২ এর ঘর গুলোতে যা যা লিখবেনঃ

১। আপনার দেশ নির্বাচন করুন

২। আপনার টাইম জোন নির্বাচন করুন এখানে বাংলাদেশ এর জন্য UTC+6 হবে।

৩। account type অবশ্যই ইনডুভিজুয়াল নির্বাচন করুন।

৪।পে নাম দিন,এক্ষেত্রে অবশয় যে নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই নাম দিন।

৫।আপনার ঠিকানা দিন।এখন প্রশ্ন হল ঠিকানা কি ভাবে লিকবেন?

ঠিকানা এই ভাবে লিখুনঃ

Md /Sree: Your Full name

Your House Name

Housse No,Road No,

City Name,Postal Coad.

যদি আমার ঠিকানা হয় ঢাকা তাহলে আমি এই ভাবে লিক্তে পারিঃ

Md Mehedi Hasan Nirob

Sopnil Apartment

House No# 222/7

Road No # 11

Dhaka-1000

৬।আপনার সিটি দিন যেমনঃ Dhaka

৭।আপনার ফোন নাম্বার দিন,যেমনঃ+৮৮০১৭৪৫০০০০০০

আশা করি বুঝতে পেরেছেন।


আসুন এবার পরের ছবিটি দেখা যাক।

ছবি ৩ এর ঘর গুলোতে যা যা লিখবেনঃ

১।আপনি গুগল অ্যাডসেন্স সম্পর্কে কি ভাবে জানতে পেরেছেন টা নির্বাচন করে দিন।এক্ষেত্রে আপনি যে কোন ১ টা সিলেক্ট করে দিন।

২।আপনি যদি অ্যাডসেন্স এর নিউজ লেটার গুলো মেইল এর মাধ্যমে পেতে চান টা সিলেক্ট করে দিন আর যদি না পেতে চান তাও সিলেক্ট করে দিন।এক্ষেত্রে আপনি যে কোন ১ টা সিলেক্ট করে দিন,কোন সমস্যা নেই।

৩।আপনি যদি আপনার ফরমটি সঠিক ভাবে পুরন করে থাকেন তাহলে সাবমিট করে দেন,এবং আপনার কাজ শেষ।

*** এবার আসুন পুর পক্রিয়াটা একবার দেখে নেই।আমি এখানে ছবিতে দেওয়া নাম্বার অনুসারে লিখব।

বুঝতে সমস্যা হলে দয়া করে  ছবির নাম্বার এর সাথে মিলিয়ে নিনঃ

১। আপনি যে ওয়েবসাইট এ অ্যাড দেখাতে চান সেই ওয়েবসাইট এর অ্যাড্রেস দিন যেমনঃ http://www.techtalkbd.com

২।আপনার ভাষা নির্বাচন করুন এক্ষেত্রে ইংলিশ নির্বাচন করুন।

৩। আপনার দেশ নির্বাচন করুন

৪। আপনার টাইম জোন নির্বাচন করুন এখানে বাংলাদেশ এর জন্য UTC+6 হবে।

৫। account type অবশ্যই ইনডুভিজুয়াল নির্বাচন করুন।

৬।পে নাম দিন,এক্ষেত্রে অবশ্যই যে নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই নাম দিন।

৭+৮।আপনার ঠিকানা দিন।এখন প্রশ্ন হল ঠিকানা কি ভাবে লিকবেন?

ঠিকানা এই ভাবে লিখুনঃ

Md /Sree: Your Full name

Your House Name

Housse No,Roaad No,

City Name,Postal Coad.

যদি আমার ঠিকানা হয় ঢাকা তাহলে আমি এই ভাবে লিক্তে পারিঃ

Md Mehedi Hasan Nirob

Sopnil Apartment

House No# 222/7

Road No # 11

Dhaka-1000

৯।আপনার সিটি দিন যেমনঃ Dhaka

১০।আপনার ফোন নাম্বার দিন,যেমনঃ+৮৮০১৭৪৫০০০০০০

১১।আপনি গুগল অ্যাডসেন্স সম্পর্কে কি ভাবে জানতে পেরেছেন টা নির্বাচন করে দিন।এক্ষেত্রে আপনি যে কোন একটা সিলেক্ট করে দিন।

১২।আপনি যদি অ্যাডসেন্স এর নিউজ লেটার গুলো মেইল এর মাধ্যমে পেতে চান টা সিলেক্ট করে দিন আর যদি না পেতে চান তাও সিলেক্ট করে দিন।এক্ষেত্রে আপনি যে কোন ১ টা সিলেক্ট করে দিন,কোন সমস্যা নেই।

১৩।আপনি যদি আপনার ফরমটি সঠিক ভাবে পুরন করে থাকেন তাহলে সাবমিট করে দেন,এবং আপনার কাজ শেষ।

আজকের মত এখানেয় শেষ করছি কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।আর আমার লিখায় কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন,কারন ভুলতো মানুষেরই হয়।ভালো থাকবেন,আল্লাহ্‌ হাফেয।

সময় থাকলে ঘুরে আসুন আমার ওয়েবসাইট হতে

Level 0

আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you for your post. lyadhora

Level 0

ভাই আমি adsence এ apply করেছি এবং apply Ok হয়েছে এখন আমি এটা কিভাবে প্রয়োগ করব জানাবেন কি আমার email id [email protected] Please please