গুগল চালু করলো তাদের নতুন সেবা গুগল Helpouts

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

গুগল প্রযুক্তি দুনিয়ায় প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আসছে।আর এর ধারাবাহিকতায় গতকাল মানে ৫/১১/২০১৩ তারিখে তাদের নতুন একটি সেবা তারা বাজারে ছেড়েছে।

তবে এটি অন্য সব সেবার থেকে একটু আলাদা ।আগের প্রায় সব সেবায় ফ্রী তে দেয়া হচ্ছিল কিন্তু এটি ব্যবহার করতে টাকা লাগবে।

এই সেবাটির নাম Google Helpouts ।এটিতে আপনি বিভিন্ন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে বিভিন্ন টিপস পেতে পারেন।

তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এরা ঘন্টা হিসাবে আপনার কাছ থেকে টাকা নিবে।এখানে আপনি নিজে ও সেবা দিতে পারবেন তবে এর জন্য আপনাকে ও টাকা দিয়ে এর কাজ চালাতে হবে।এখানে সর্বনিন্ম ২০ ডলার/ঘণ্টা দিয়ে আপনি আপনার নিজের সেবা দিতে পারবেন।ভাবছেন টাকা দিয়ে সেবা দেব আপনার লাভ।আপনার লাভ আসবে আপনার সেবা যারা নেবে তাদের থেকে।আপনার সেবা যারা নেবে তাদের থেকে গুগল ২০ ভাগ টাকা কেটে নিবে তাদের মানি ফেরত প্রতিশ্রতির জন্য।

কি কি আছে এখানেঃ

  • এখানে রান্না করা শেখা যাবে।
  • সাস্হ্য বিষয়ে টিপস পাওয়া যাবে।
  • গান এর উপর আছে টিপস।
  • ইন্টারনেট ভিত্তিক সেবা
  • আছে শিক্ষা এবং কেরিয়ার নিয়ে।
  • রুপচর্চা বিষয়ে পাবেন।

এছাড়া আরও অনেক কিছু আছে।

এটি মুলত লাইভ দেখানো হবে।এটি করতে গুগল হাংআউটস ব্যবহার করা হবে।এখানে লাইভ বা পুর্বনির্ধারিত সময়সুচী অনুযায়ী অংশগ্রহন করা যাবে।

 

সবাই ভালো থাকবেন।টেকটিউনস এর সাথে থাকুন।

Level 2

আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

গুগল যা শুরু করছে না !!!! পাগল হয়ে যাব……….

Level 0

এতদিন গুগল তার জাল ছড়িয়েছে…এখন মাছ ধরতে নামছে…একদিন টাকা ছাড়া গুগলের কোন ভাল সার্ভিসই নেয়া যাবে না…

    @babu_fu: সমস্যা নেই, তখন লিনাক্সের মত ফ্রী কিন্তু পেইডের চেয়েও ভালো জিনিস চলে আসবে !!

Level 2

প্রথমে সবাই ফ্রী বলে পরে বলে ভালো জিনিস নিতে গেলে টাকা লাগবে।

আসুন দেখি GOOGLE ম্যানেজমেন্ট-এ কারা কারা আছেন ।।

টিউন করেছেন : SOUMITRA | প্রকাশিত হয়েছে : 6 November, 2013 on 9:36 pm | 342 বার দেখা হয়েছে |

Ads by Techtunes – tAds

সবাই কেমন আছেন ।

অনেক দিন পর আবার টিউন করতে এলাম।

তো যাক কাজের কথায় আসি।আসা করি শিরনাম দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করতে বসেছি।

এবার দেখুন-

LARRY PAGE

ইনি গোগল-র প্রধান কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ল্যারি বর্তমানে গোগলের প্রধান পণ্য সভাপতি ।

২০০১ থেকে ২০১৩ ইনি প্রধান কর্মকর্তা হিসাবে আছেন।

Stanford University থেকে পি,এইচ, ডি এবং কম্পিউটার বিজ্ঞানে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ইনি National Advisory Committee (NAC) র একজন সক্রিয় সদস্য।

একই সঙ্গে University of Michigan College of Engineering -র সহ প্রতিষ্ঠাতা ।

২০০৪ সালে ল্যারি পেজ কে MARCONI পুরষ্কারে সম্মানিত করা হয় ।

ল্যারি পেজ-র GOOGLE PLUS PROFILE :-

Eric E. Schmidt (Executive Chairman)

ইনি গুগল-এ যোগদান করেন ২০০১ সালে।

Eric E. Schmidt গুগল-কে উন্নত করতে সফল ভাবে সাহায্য করে যাচ্ছেন।

ইনি বিল্ডিং অংশীদারিত্ব এবং বৃহত্তর ব্যবসায়িক সম্পর্ক , সরকারি প্রসার এবং প্রযুক্তি নেতৃত্বের চিন্তা , সেইসাথে ব্যবসা ও নীতি বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র নেতৃত্ব উপদ্বেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।

২০০১ এর আগে গুগল যোগদানের পূর্বে এরিক র্সান মাইক্রোসিস্টেম , Inc এ চেয়ারম্যান ও Novell ও Xerox Palo Alto রিসার্চ সেন্টার ( PARC ) প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তার ডিগ্রির ঝুলিতে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলের একটি ব্যাচেলর ডিগ্রী এবং সেইসাথে একটি মাস্টার্স ডিগ্রী এবং পি.এই.ডি. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন।তিনি যুক্তরাজ্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিল নেভিগেশন অ্যাডভাইজার এবং রাষ্ট্রপতি এর কাউন্সিলের একজন সদস্য হিসাবে বর্তমানে কাজ করছেন।

Eric E. Schmidt গুগল+ লিঙ্ক

Sergey Brin (Co-Founder)

সারগে ব্রিন বর্তমানে গুগল-র co-founder.

ল্যারি পেজ এবং এরিক শ্মিটর সঙ্গে কোম্পানির দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করে চলেছেন।

সার্জি প্রযুক্তি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সার্জি কলেজ পার্ক মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যে সন্মান সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন।

Sergey Brin গুগল+ লিঙ্ক

Nikesh Arora ( Senior Vice President and Chief Business Officer)

Nikesh রাজস্ব ও গ্রাহক অপারেশন , সেইসাথে মার্কেটিং এবং অংশীদারীর সমস্ত দায়িত্ব পালন করছেন।

তিনি Google-এর বিশ্বব্যাপী সরাসরি বিক্রয় অপারেশন নেতৃত্ব দিচ্ছেন। আরো উন্নত এবং ইউরোপীয়, মধ্য প্রাচ্য ও আফ্রিকার বাজারে কোম্পানী এর অপারেশন পরিচালিত ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা Google-এর ক্রমবর্ধমান সংখ্যা সুবিধার জন্য কৌশলগত অংশীদারিত্ব তৈরি করা এবং বিস্তৃতর জন্য কাজ করে যাচ্ছেন। গুগল যোগদান এর আগে তিনি চিফ মার্কেটিং অফিসার এবং ইউরোপ টি মোবাইল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ছিলেন।এখানে থাকার সময় তিনি টি মোবাইলের ইউরোপে সব পণ্য উন্নয়ন, টার্মিনাল, ব্র্যান্ড এবং বিপণন কার্যক্রমের দায়িত্তে ছিলেন। Northeastern Universityএবং বস্টন কলেজ থেকে একটি এমবিএ ও একটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং তিনি CFA উপাধি ধারণ করে. 1989 সালে।

ভারতের টেকনোলজি ইনস্টিটিউট Institute of Technology in Varanasi থেকে Nikesh বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং এর স্নাতক পাস করেন।

Nikesh Arora গুগল+ লিঙ্ক

David C. Drummond (Senior Vice President, Corporate Development and Chief Legal Officer)।

David C. Drummond গুগল-এ যোগদান করেন ২০০২ সালে।

ডেভিড ড্রুমন্ড কর্পোরেট উন্নয়ন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আইনি অফিসার হিসেবে কাজ করছেন। তিনি কর্পোরেট উন্নয়ন (এম & একটি এবং বিনিয়োগ প্রকল্প ) এবং নতুন ব্যবসা ( কৌশলগত অংশীদারিত্ব এবং লাইসেন্সিং সুযোগ ), আইনি সরকারি সম্পর্কের জন্য Google-এর আন্তর্জাতিক দল ও সম্পর্কের গঠনে কাজ করে যাচ্ছেন ।ইনি সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ডেভিড স্ট্যানফোর্ড ল স্কুল থেকে JD ডিগ্রি অর্জন করেছেন।

ইনি গোগলের আইনি পরামর্শ দাতা।

David C. Drummond গুগল+ লিঙ্ক
Patrick Pichette (Senior Vice President and Chief Financial Officer)

প্যাট্রিক বর্তমানে Google এর প্রধান অর্থনৈতিক আধিকারিক।

তিনি পরিকল্পনা এবং কর্মক্ষমতা ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে 2001 সালে যোগদান করেন ।ইনি একটি কানাডিয়ান টেলিকম কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন ।প্যাট্রিক কে মার্চ 2010 থেকে একটি সিন্থেটিক জীববিদ্যা কোম্পানী Amyris.inc পরিচালক বোর্ডের সদস্য করা হয়েছে. প্যাট্রিক Université Du Quebec à Montreal থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক অর্জন করেছেন.

তিনি একটি Rhodes স্কলার হিসেবে chilen যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রী ঝুলিতে বর্তমান আছে।

Patrick Pichette গুগল + লিঙ্ক

এই ৬ জন হলেন গোগলের প্রধান আধিকারিক।

অনেক কষ্ট করে যোগাড় করলাম। কেমন হল জানাবেন কিন্তু ?

আর হ্যাঁ সময় থাকলে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেন -প্রযুক্তির যাদ

সকল কে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

Level 0

comment er moddhe tune na tune er moddhe commnet…. 😀