গুগল প্রযুক্তি দুনিয়ায় প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আসছে।আর এর ধারাবাহিকতায় গতকাল মানে ৫/১১/২০১৩ তারিখে তাদের নতুন একটি সেবা তারা বাজারে ছেড়েছে।
তবে এটি অন্য সব সেবার থেকে একটু আলাদা ।আগের প্রায় সব সেবায় ফ্রী তে দেয়া হচ্ছিল কিন্তু এটি ব্যবহার করতে টাকা লাগবে।
এই সেবাটির নাম Google Helpouts ।এটিতে আপনি বিভিন্ন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে বিভিন্ন টিপস পেতে পারেন।
তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এরা ঘন্টা হিসাবে আপনার কাছ থেকে টাকা নিবে।এখানে আপনি নিজে ও সেবা দিতে পারবেন তবে এর জন্য আপনাকে ও টাকা দিয়ে এর কাজ চালাতে হবে।এখানে সর্বনিন্ম ২০ ডলার/ঘণ্টা দিয়ে আপনি আপনার নিজের সেবা দিতে পারবেন।ভাবছেন টাকা দিয়ে সেবা দেব আপনার লাভ।আপনার লাভ আসবে আপনার সেবা যারা নেবে তাদের থেকে।আপনার সেবা যারা নেবে তাদের থেকে গুগল ২০ ভাগ টাকা কেটে নিবে তাদের মানি ফেরত প্রতিশ্রতির জন্য।
কি কি আছে এখানেঃ
এছাড়া আরও অনেক কিছু আছে।
এটি মুলত লাইভ দেখানো হবে।এটি করতে গুগল হাংআউটস ব্যবহার করা হবে।এখানে লাইভ বা পুর্বনির্ধারিত সময়সুচী অনুযায়ী অংশগ্রহন করা যাবে।
সবাই ভালো থাকবেন।টেকটিউনস এর সাথে থাকুন।
আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল যা শুরু করছে না !!!! পাগল হয়ে যাব……….