একটু আগে মাত্র পিসিতে বসলাম। ফেসবুক আর টিটিতে একটু ঘোরাঘুরি করার পর কি যেন একটা সার্চ করতে গুগলে গেলাম, কিন্তু গুগল বিডির হোমপেজ দেখেতো আমি পুরাই অবাক !!!!
একটা নুতুন ডুডল, সেখানে কেক এর ছবি আর সেটার উপর মাউস নিলে লেখা দেখায়
Happy Birthday মোঃ রবিউল !
প্রথমেতো পুরা ভেবাচেকা খেয়ে গিয়েছি, গুগলের হোমপেজে আমার জন্মদিনের উইশ !!
পরে অবশ্য আসল ব্যপার বুঝতে পারলাম। কারণ আমি ক্রোম ব্যবহার করি, আর সেটাতে আমার জিমেইল আইডি দিয়ে সাইনইন করা। এখান থেকেই গুগল আমার জন্মদিন ও আমার কম্পুটাকে চিনতে পেরেছে। এবং শুধু আমাকেই উইশ করেছে।
যেহেতু আমি ছাড়া আর কেউ এই ডুডল দেখতে পারবেনা (মনে হয়!) তাই টিটির টেক বন্ধুদের জন্য সেটার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। 🙂 HAPPY BIRTHDAY TO ME 😉
আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।
oh hoo very lucky because Google wishes you