কি বিশ্বাস করতে পারছেন না, তাহলে নিচের ছবিটা দেখুন ।
কি এবার বিশ্বাস হল ।
এবার ব্যাপারটা সম্পর্কে একটু জানি, উপরে যে রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন সেটা ভুয়া । আপনি ইচ্ছা করলে এই রকম একটা রিপোর্ট তৈরি করতে পারবেন । এই রকম একটা সাইট হচ্ছে ...
http://www.hacktrix.com/google-adsense-money-generator/
গুগলে গুগল অ্যাড সেন্স কোড বা মানি জেনারেটর দিয়ে সার্চ দিলে এই রকম আরও অনেক সাইট পাবেন । আর বেশীর ভাগ ক্ষেত্রে গুগলে অ্যাড সেন্স এর যে সব ছবি পাওয়া যায় তা এই ভাবে তৈরি ।
এই পোষ্টটা শুধু মজা করার জন্য । ভালো থাকবেন ।
আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো মনে করলাম আপনি বুঝি আবার বড়লোক হইয়া গেছেন।