১) প্রথমে https://drive.google.com এ যান এবং sign in করুন।
২) এবার নতুন ১ টা ফোল্ডার create করুন এবং যেকোনো ১ টি নাম দিন। এখানে আমি আমার ফোল্ডার এর নাম দিয়েছি Projet_1.
৩) এবার ফোল্ডার টির Share Option এ যান।
৪) “Private – Only the people listed below can access” এই Option এর Change এ ক্লিক করুন।
৫) Sharing Settings Option “Public on the web” করে দিন। Save Button এ ক্লিক করে বের হয়ে আসুন।
৬) “Link to share” এর লিঙ্ক টি copy করুন এবং কোথাও paste করুন।
৭) এবার আপনার তৈরি ফোল্ডার এর ভেতর ঢুকুন এবং আপনার ওয়েব পেজ সম্পর্কিত সকল ফাইল সেখানে upload করুন। এখানে একটা কথা মনে রাখা জরুরি যে আপনার main page এর নাম অবশ্যই index.html হতে হবে।
৮) এবার “Link to share” এর লিঙ্ক টির id টা কপি করুন এবং address bar এ গিয়ে type করুন googledrive.com/host/ এবং id টা paste করুন এবং enter চাপুন।
এটাকে কতখানি hosting বলা যায় এই ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে আশা করি এটা সেই সব নতুন web developer/designer দের সাহায্য করবে যারা তাদের তৈরি template গুলো একটা ad মুক্ত free hosting site এ upload করে রাখতে চান।
আমি Dave The Thunder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai, khub kaje lagbe. Thanks a lot.