গুগল থেকে যে কোনো সফটওয়্যারের সিরিয়াল কি ও বিভিন্ন তথ্য সহজে খুঁজে বের করার উপায় ।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

বন্ধুরা কেমন আছেন সবাই? আজ ছোট একটি প্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম, আমরা সবাই গুগলে কিছুনা কিছু প্রতিদিন খুঁজে বের করি, আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আরও সহজে খুজে পেতে পারি এজন্য কিছু ট্রিকস আপনাদের সামনে দিচ্ছি আশা করি কোন ঝামেলা ছাড়াই আপনি তথ্য খুঁজে পাবেন ।

গুগল থেকে যেভাবে যে কোনো সফটওয়্যারের সিরিয়াল কি খুজে বের করবেন :

প্রথমে http://www.google.com এ যান

আপনি সার্চ বক্সে লিখুন 94FBR স্পেস দিয়ে আপনি যে সফটওয়্যারের সিরিয়াল কি খুজতেছেন তার নাম লিখে ক্লিক করুন ।

উদাহরনঃ 94FBR windows 7

এবার দেখুন windows 7 সফটওয়্যারের সিরিয়াল কি আপনার সামনে হাজির ।

গুগল থেকে যেভাবে নির্দিষ্ট ইবুক বা পিডিএফ ফাইল খুজে বের করবেন :

আপনি সার্চ বক্সে লিখুন filetype:pdf স্পেস দিয়ে আপনি যে ইবুক খুজতেছেন তার নাম লিখুন ।

উদাহরনঃ filetype:pdf photoshop

এবার দেখুন photoshop নিয়ে সকল ইবুক আপনার সামনে হাজির ।

গুগল থেকে যেভাবে নির্দিষ্ট একটা সাইট থেকে নির্দিষ্ট কি ওয়ার্ডের সকল পোস্ট খুজে বের করবেন :

আপনি সার্চ বক্সে লিখুন site:www.pchelplinebd.com স্পেস দিয়ে আপনি যে কি ওয়ার্ড খুজতেছেন তার নাম লিখুন ।

উদাহরনঃ site:www.pchelplinebd.com সফটওয়্যার

এবার দেখুন http://www.pchelplinebd.com এ সফটওয়্যার নিয়ে সকল পোস্ট আপনার সামনে হাজির ।

গুগল থেকে যেভাবে নির্দিষ্ট কি ওয়ার্ডের বিবরণ খুজে বের করবেন :

আপনি সার্চ বক্সে লিখুন define স্পেস দিয়ে আপনি যে কি ওয়ার্ডের বিবরণ খুজতেছেন তার নাম লিখুন ।

উদাহরনঃ define Internet

এবার দেখুন Internet নিয়ে সকল বিস্তারিত বিবরন আপনার সামনে হাজির ।

গুগল থেকে যেভাবে আপনার এলাকার আবহাওয়ার তথ্য খুজে বের করবেন :

আপনি সার্চ বক্সে লিখুন weather স্পেস দিয়ে আপনি যে জেলা বিভাগে বা উপজেলার আবহাওয়ার তথ্য খুজতেছেন তার নাম লিখুন ।

উদাহরনঃ weather Tangail

এবার দেখুন Tangail জেলার বিস্তারিত আবহাওয়ার তথ্য আপনার সামনে হাজির ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

O darun! Carry on. Thanks for your essential post.

অসাধারণ। প্রিয়তে রাখলাম।

Level 0

Osadharon!!! Onek informative tunes!! Thank you brother!!! (Y)

Level 0

hum kaja lagba thanks for great tips

অনেকের উপকার হবে। আগে কুনো এলাকার টাইম জানতে সার্চ করতে হতো। এখন Time sapce এলাকার নাম বা State এর নাম দিলে পাওয়া যায়।

Thanks

অনেক ধন্যবাদ

জানি 😐