আসসালামু-আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ৩য় টিউন। ভুল হলে ক্ষমা করবেন। আসুন শুরু করি।
ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো গুগলের প্রযুক্তি চশমা বা গুগল গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, টুইটার, ফেসবুক, টাম্বলারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর পাশাপাশি ই-কমার্স ওয়েবসাইট ইবের মতো প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি চশমার অ্যাপ্লিকেশন তৈরির জন্য কাজ করছে।
সাধারণ চশমার মতোই চোখে পরা যায় গুগল গ্লাস। তবে এর বিশেষত্ব হলো, এ চশমার বাঁ দিকের প্যানেলে ক্ষুদ্র একটি ফ্রেম রয়েছে, যার মাধ্যমে গুগলে অনুসন্ধান, ভিডিও রেকর্ড, ই-মেইল ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা যায়।
এক প্রতিবেদনে ‘নিউইয়র্ক টাইমস’ জানায়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ছাড়াও ই-কমার্সভিত্তিক সাইটগুলো গুগল গ্লাসের অ্যাপ্লিকেশন তৈরি করায় ক্রেতারা এ চশমা ব্যবহার করে কেনাকাটা করতে পারবে। এ ছাড়া খবর পড়া, নোট নেওয়ার মতো কাজগুলো চশমার অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে করা যাবে। গুগল গ্লাসে প্রতিষ্ঠানগুলো নানা অ্যাপ্লিকেশন চালু করলেও চশমা ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া বা বিজ্ঞাপন দেখানোর মতো কাজগুলো করতে পারবে না বলেই গুগল জানিয়েছে। নতুন প্রযুক্তির এ চশমা ব্যবহারবান্ধব ও নতুন অভিজ্ঞতা দিতে সচেষ্ট থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের শেষ নাগাদ এই প্রযুক্তি চশমা বাজারে আনতে পারে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। বর্তমানে এক হাজার ৫০০ ডলারে প্রযুক্তি চশমা ডেভেলপারদের কাছে সরবরাহ করলেও বাজারে এ চশমা কত দামে বিক্রি হবে, এ-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
আমি মোঃ আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a student of Model Institute of Science Technology. I am studied at here BSC in Computer Science & Technology (CSE). I am admission on here year of 2011. I am expert in Graphics Application: Adobe photoshop CS6 Extended, Photo-Instrument, Corel Draw X5, Adobe illustrator CS6, Adobe Photoshop Element...