ছোট বেলা থেকেই অনেক শখ আকাশে উড়বো । একটু বড় হবার পর জানতে পারলাম স্কাই ডাইভিং এর কথা । বহু উপরে আকাশ থেকে লাফ দিয়ে উড়তে উড়তে নামার আগে প্যারাসুট টা খুলে দেয়া হয় । মহা আনন্দের বিষয়! আর সেই থেকেই সপ্ন দেখতে শুরু করলাম স্কাই ডাইভিং করার । কিন্তু সমস্যা বাধলো আরেক জায়গায়! লাফ দিয়ে যদি প্যারাসুট না খুলে অথবা অন্য কোন দুর্ঘটনা ঘটে? 😥 স্কাই ডাইভ করার সাহস হারিয়ে ফেললাম । টিভি তে অনেক দেখি মানুষ স্কাই ডাইভ করছে । দেখে আমারো লোভ হয় । আবার যখন দেখি স্কাই ডাইভ করতে গিয়ে দুর্ঘটনায় মানুষ মারা গেছে, সেই লোভ আবার ভয়ে পরিনত হয় । এছাড়া আরেকটা ঝামেলা তো আছেই! স্কাই ডাইভ করতে গেলে মেলা খরচ । তাই সপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল 🙁
আচ্ছা বলেন তো! এমন যদি হয়, যে আপনি স্কাই ডাইভ ঠিক ই করবেন কিন্তু দুর্ঘটনার চান্স ০% আর ডাইভিং এর মজা ১০০% ?? তাহলে তো সেরকম হয় । 😀 এর চেয়ে মজার জিনিস আর কি হতে পারে? আনন্দ ঠিকই করবো কিন্তু কোন ভয় নেই!
হ্যা! বরাবরের মত আমার এ সপ্ন ও পূরণ করছে আমার মামা । গুগল মামা । আপনাকে আর পয়সা খরচ অথবা ভয়ের কারনে স্কাই ডাইভ এর সপ্ন টাকে মেরে ফেলতে হবে না । কারন গুগল নিয়ে আসছে স্কাই ডাইভ সিমুলেটর ।
গত বছর San Francisco তে Google I/O ডেভেলপার কনফারেন্স এ Sergey Brin (গুগল প্রতিষ্ঠাতা) একটি বক্তব্য দেন যেখানে কয়েকজন গুগল গ্লাস পরিহিত স্কাইডাইভার কফারেন্স এর ছাদে ল্যান্ড করেন । এবছর গত ১৫ই মে অনুষ্ঠিত I/O কনফারেন্স এ গুগল অংশগ্রহণকারীদের একটি ভার্চুয়াল প্যারাসুট দারা পৃথিবীর যেকোনো স্থানে স্কাইডাইভ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় ।
গুগল এবং সহযোগী প্রতিষ্ঠান কয়েকটি নতুন ভিডিও পোস্ট করেছে । যেখানে তাদের বানানো অভিভূতকর স্কাইডাইভিং সিমুলেটর দেখানো হয়েছে । এর নামকরণ করা হয়ে হয়েছে "Map Diving" । এটি সাতটি বিরাটাকার পর্দায় গুগল ম্যাপ এর দৃশ্য দেখানো হয়,এবং তাদেরকে শরীর নারিয়ে মাটিতে পরার অবস্থান নির্ধারণ করতে দেয় যেন তারা সত্যি স্কাইডাইভিং করছে ।
এই সিস্টেম টি গুগল এবং Instrument মিলে তৈরি করেছে । এটি Chrome এবং Google Maps API দিয়ে তৈরি করা হয়েছে এবং Asus এর motion-sensing controller দিয়ে কন্ট্রোল তৈরি করা হয় । প্রিভিও ভিডিও গুলো থেকে ধারনা করা জায় এটি গুগল ম্যাপ এর সবচেয়ে উচ্ছল এবং দুর্দান্ত অবাস্তব ব্যবহার । Instrument জানিয়েছে এটি তৈরি তে তারা Asus motion technology, multiple instances of Chrome mashed up with the Google Maps Javascript API v3, Web GL, 3D CSS, web sockets and node.js ব্যবহার করেছে । ব্যবহারকারীরা একটি জুমেবল গুগল ম্যাপ এর সামনে নিম্নমুখী ডাইভ করবে এবং তাদের কাজ হবে নিরদিস্ট গোলাকার পথ দিয়ে যাওয়া এবং তারকা সংগ্রহ করা ।
এটি মুলত একটি 3D Motion গেম এর মত করা হয়েছে । তবে এ থেকেই স্কাইডাইভিং এর রোমাঞ্চ অনেকটা পাওয়া যাবে!
Google I/O অংশগ্রহণ কারীরা কনফারেন্স এ এটি ব্যবহার করেছেন । আপনি যদি কনফারেন্স এ উপস্থিত হবার মত সৌভাগ্যবান না হয়ে থাকেন তবে নিচের ভিডিও টি দেখে কিছুটা তৃপ্তি মেটাতে পারেন ।
Map Dive Demo - by Instrument
সরাসরি লিংক: http://www.youtube.com/watch?v=LPW1ORZxHYw
Maps Live- Skydiving at I/O with the Google Maps APIs and Chrome - by google
সরাসরি লিংক: http://www.youtube.com/watch?v=DpQ1DVTppFc
তবে গুগল এর এই নতুন প্রযুক্তি সাধারন জনগণের নকিট কবে আসবে তা নিয়ে কোন তথ্য পাওয়া জায় নি । তবে আশা করা যাচ্ছে Google খুব দ্রুতই একটি সংবাদ দিবে ।
আপনি কী মনে করেন। গুগলের এর এই অত্যাধুনিক নতুন প্রযুক্তি নিয়ে? গুগলের এই নতুন Skydiving Simulator কী বাস্তবায়ন খুব শীঘ্রই সম্ভব হবে? কতটা সফল হতে পারে গুগলের এই প্রযুক্তি। আমার সাথে আলোচনা করুন আর আপনার মতামত ব্যক্ত করুন টিউমেন্টে।
কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)
ফেসবুক - Rakibul Hasan
টুইটার - Rakibul Hasan
গুগল প্লাস - Rakibul Hasan
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
আসলে ভালই হবে 😀