খুবই কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আপনি আমার তিলে তিলে গড়া ব্লগটা ডিলেট করে দিয়েছিলেন। প্রায় ৪৫০০০ হাজার পেজ ভিউ আর অসাধারন সব পোস্ট দিয়ে গড়া আমার সাধের ব্লগটি আপনি স্পাম বলে ডিলেট করে দিয়েছিলেন। স্পাম তো দুরের কথা, স্পাম হিসেবে মনে হতে পারে এই ধরনের কোনও কাজ আমি করি নাই। প্রতিটি আর্টিকেলে ১টি ব্যাকও কপি পেস্টের আওতায় ছিলোনা, আর্টিকেল ইমেজ এমনকি ১টা ডাউনলোড লিঙ্কও আমি কার কাছ থেকে কপি করিনি। আর যদি বলেন লিঙ্ক বিল্ডিং এর কথা তাহলে আমি বলবো, আমার মতো উচ্চ কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক বিল্ডিং আপনার ফ্রি ব্লগস্পট সাইটে সবাই খুবই কম করে। কি ধরনের লিঙ্ক বিল্ডিং করেছিলাম তা কি জানতে চান? তাহলে দেখুনঃ
১। গেস্ট পোস্টিং - জনাব ম্যাটকাট সাহেব আপনার ভাষ্য অনুযায়ী এই সময়ের সবচাইতে উচ্চমান সম্পন্ন লিঙ্ক বিল্ডিং মেথড। আমার ১টা গেস্ট পোস্ট দেখুন আর ভাবুনঃ
http://www.comptalks.com/be-an-android-apps-programmer-without-any-programming-knowledge-part-1/
কি দেখলেন? সাইট পেজ র্যাঙ্ক ৫ আর আলেক্সা র্যাঙ্ক ৪৭,৮৫১। তো বুঝতেই পারছেন কি ধরনের ব্যাকলিঙ্ক ছিল। এইটা কে কি আপনি স্পাম বলবেন?
২। আর্টিকেল ডিরেক্টরি সাবমিশনঃ অনেক রেপুটেটেড আর্টিকেল ডিরেক্টরিতে আর্টিকেল সাবমিশন করা হয়েছিল। ১টা দেখুনঃ
http://www.apsense.com/article/eset-nod32-antivirus-the-best-antivirus-programme.html
এই আর্টিকেলে ২৯ টি লাইক পড়েছে। এতে আর্টিকেল এর মান প্রমাণিত হয়। আরো অনেক অনেক আছে যা দেখাতে গেলে আপনার স্পাইডার মিয়াও ভিমরি খেয়ে যাবে।
৩। ওয়েব ২,০ ব্লগঃ শুনলে অবাক হবেন আমি কোনদিনও কোনও স্পিনিং আর্টিকেল দিয়ে আমার সেই ব্লগ র্যাঙ্কিং করানোর চেষ্টা করি নাই। হাবপেজ, স্কুইডু লেন্স, ওয়ার্ডপ্রেস, উইবলি, ওয়েবস, ভ্রাভজারনাল সহ মানসম্মত সাইটগুলোতে ১০০% হ্যান্ড রিটেন আর ইউনিক ব্লগ দিয়ে প্রতিটি আর্টিকেল পাব্লিশ করা হত।
৪। সাইটের প্রতিটি পোস্ট পাবলিশ হয়ার পরই আমি ফেসবুক, টিউটার, গুগোল প্লাস সহ প্রায় সব রেপুটেটেড সাইটে শেয়ার করতাম। আমার সাইট ফেসবুক পেজে ফ্যান ছিল ৫০০০+, টুইটার পেজে ফলয়ার ছিল ৮০০০+, গুগোল প্লাসে ছিল আর ১ হাজার। পিন্টারেস্ট, স্টাম্বলাপন, রেডিট এগুলার কথা না হয় বাদই দিলাম।
৫। রিলেটেড ব্লগ কমেন্টঃ যদিও অনেকেই এইটাকে স্পাম হিসাবে মনে করে, কিন্তু আমি কখনোই তা মনে করি না। এমন যদি হত তাহলে দুনিয়াতে আর এস ই ও বলতে কোনও শব্দ থাকতো না। আপনারা ডুফলো আর নোফলো ট্যাগ তাহলে কেন বানাইছেন? কেনইবা আউটবাউন্ড লিঙ্ক এর মাত্রার উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন? আপনার কথা চিন্তা ভাবনা করেই আমি কমেন্ট করে ব্যাকলিঙ্ক করতাম। তাই আমি বলতে পারি এই ক্ষেত্রেও আমার সাইট নির্দোষ ছিল।
আর অনেক কিছুই ছিল এবং তা অবশ্যই ভাল ছিল নতুবা কিভাবে ৩ মাসের মদ্ধে আমার ব্লগ ডেইলি ৪৫০০০+ পেজভিউ পায়? উত্তরটা আমার জানা আছে, আপনি এমন ব্লগকেই ডিলেট করে দেন জেগুলতে প্রচুর পরিমানে ট্রাফিক আসে। কারন এতে আপনার অনেক ব্যান্ডউইথ নষ্ট হয়। আমি অনেকের কাছেই এই বক্তব্য টা শুনেছি।
এবার এসেছে প্রতিশোধের পালাঃ
হ্যা, আমি এখন আপনাকে নিয়েই স্পাম করি আর খুব মজা পাই। অসংখ্য ব্লগস্পট সাইট খুলেছি ১ মাস আগে শুধুমাত্র আপনাকে স্পাম কাকে বলে দেখানোর জন্য, যদিও আমি এখন নিজের ডোমেইন আর হোস্টিং এ আমার মানি ব্লগগুল চালাই আর ব্যাবহার করি ওয়ার্ডপ্রেস সি এম এস। ভিজিটর আনা থেকে তো আপনি আমাকে রুখতে কখনোই পারবেন না। আর আপনার ব্লগস্পট সাইটগুলোতে করি কঠিন স্পাম। আর আপনি আমাকে ভিজিটর ও দেন ভরে ভরে। বিশ্বাস হয় না? কিছু স্ক্রিন শট দেখুনঃ
আরও ১টা দেখুনঃ
ইনকাম তো মোটামুটি খুব ১টা খারাপ না। উপরের ২টা সাইট এর ২ এড কোম্পানির ইনকাম দেখেনঃ
এইটা বিডভারটাইজারঃ
ক্লিকসরঃ
এড ফ্লাইঃ
থাকুক দেখাইলাম না।
ইনফলিঙ্কসঃ
হে হে হেঃ গুগোল সাহেব এত অস্থির ক্যান?
লিঙ্ক বাক্সঃ
দেখতে ইচ্ছা করলে আমারে মেইল কইরেন। পাঠাই দিমুনে। আপনার মেইল সার্ভিসই তো ব্যাবহার করি তাই না?
এখন বলেন আমার কয়টা সাইট আপনি ডিলেট করবেন? ২ টা? ৫টা? ১০টা? কেয়ার করিনা আপনাকে। আপনি ১টা ডিলেট করবেন আমি ৫ টা বানাবো। আর স্পাম করতে তো কষ্ট হয় না। ভাবতাছি জেনুইন সাইট রাইখা ১০০ টা স্পাম সাইট বানাই। কি বলেন?
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
wo w