হ্যা গুগোল আপনাকেই বলছি, মনে আছে সেই দিনের কথা? প্রতিশোধ নিচ্ছি পারলে ঠেকান।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

খুবই কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আপনি আমার তিলে তিলে গড়া ব্লগটা ডিলেট করে দিয়েছিলেন। প্রায় ৪৫০০০ হাজার পেজ ভিউ আর অসাধারন সব পোস্ট দিয়ে গড়া আমার সাধের ব্লগটি আপনি স্পাম বলে ডিলেট করে দিয়েছিলেন। স্পাম তো দুরের কথা, স্পাম হিসেবে মনে হতে পারে এই ধরনের কোনও কাজ আমি করি নাই। প্রতিটি আর্টিকেলে ১টি ব্যাকও কপি পেস্টের আওতায় ছিলোনা, আর্টিকেল ইমেজ এমনকি ১টা ডাউনলোড লিঙ্কও আমি কার কাছ থেকে কপি করিনি। আর যদি বলেন লিঙ্ক বিল্ডিং এর কথা তাহলে আমি বলবো, আমার মতো উচ্চ কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক বিল্ডিং আপনার ফ্রি ব্লগস্পট সাইটে সবাই খুবই কম করে। কি ধরনের লিঙ্ক বিল্ডিং করেছিলাম তা কি জানতে চান? তাহলে দেখুনঃ

১। গেস্ট পোস্টিং - জনাব ম্যাটকাট সাহেব আপনার ভাষ্য অনুযায়ী এই সময়ের সবচাইতে উচ্চমান সম্পন্ন লিঙ্ক বিল্ডিং মেথড। আমার ১টা গেস্ট পোস্ট দেখুন আর ভাবুনঃ

http://www.comptalks.com/be-an-android-apps-programmer-without-any-programming-knowledge-part-1/

কি দেখলেন? সাইট পেজ র‍্যাঙ্ক ৫ আর আলেক্সা র‍্যাঙ্ক ৪৭,৮৫১। তো বুঝতেই পারছেন কি ধরনের ব্যাকলিঙ্ক ছিল। এইটা কে কি আপনি স্পাম বলবেন?

২। আর্টিকেল ডিরেক্টরি সাবমিশনঃ অনেক রেপুটেটেড আর্টিকেল ডিরেক্টরিতে আর্টিকেল সাবমিশন করা হয়েছিল। ১টা দেখুনঃ

http://www.apsense.com/article/eset-nod32-antivirus-the-best-antivirus-programme.html

এই আর্টিকেলে ২৯ টি লাইক পড়েছে। এতে আর্টিকেল এর মান প্রমাণিত হয়। আরো অনেক অনেক আছে যা দেখাতে গেলে আপনার স্পাইডার মিয়াও ভিমরি খেয়ে যাবে।

৩। ওয়েব ২,০ ব্লগঃ শুনলে অবাক হবেন আমি কোনদিনও কোনও স্পিনিং আর্টিকেল দিয়ে আমার সেই ব্লগ র‍্যাঙ্কিং করানোর চেষ্টা করি নাই। হাবপেজ, স্কুইডু লেন্স, ওয়ার্ডপ্রেস, উইবলি, ওয়েবস, ভ্রাভজারনাল সহ মানসম্মত সাইটগুলোতে ১০০% হ্যান্ড রিটেন আর ইউনিক ব্লগ দিয়ে প্রতিটি আর্টিকেল পাব্লিশ করা হত।

৪। সাইটের প্রতিটি পোস্ট পাবলিশ হয়ার পরই আমি ফেসবুক, টিউটার, গুগোল প্লাস সহ প্রায় সব রেপুটেটেড সাইটে শেয়ার করতাম। আমার সাইট ফেসবুক পেজে ফ্যান ছিল ৫০০০+, টুইটার পেজে ফলয়ার ছিল ৮০০০+, গুগোল প্লাসে ছিল আর ১ হাজার। পিন্টারেস্ট, স্টাম্বলাপন, রেডিট এগুলার কথা না হয় বাদই দিলাম।

৫। রিলেটেড ব্লগ কমেন্টঃ যদিও অনেকেই এইটাকে স্পাম হিসাবে মনে করে, কিন্তু আমি কখনোই তা মনে করি না। এমন যদি হত তাহলে দুনিয়াতে আর এস ই ও বলতে কোনও শব্দ থাকতো না। আপনারা ডুফলো আর নোফলো ট্যাগ তাহলে কেন বানাইছেন? কেনইবা আউটবাউন্ড লিঙ্ক এর মাত্রার উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন? আপনার কথা চিন্তা ভাবনা করেই আমি কমেন্ট করে ব্যাকলিঙ্ক করতাম। তাই আমি বলতে পারি এই ক্ষেত্রেও আমার সাইট নির্দোষ ছিল।

আর অনেক কিছুই ছিল এবং তা অবশ্যই ভাল ছিল নতুবা কিভাবে ৩ মাসের মদ্ধে আমার ব্লগ ডেইলি ৪৫০০০+ পেজভিউ পায়? উত্তরটা আমার জানা আছে, আপনি এমন ব্লগকেই ডিলেট করে দেন জেগুলতে প্রচুর পরিমানে ট্রাফিক আসে। কারন এতে আপনার অনেক ব্যান্ডউইথ নষ্ট হয়। আমি অনেকের কাছেই এই বক্তব্য টা শুনেছি।

এবার এসেছে প্রতিশোধের পালাঃ

হ্যা, আমি এখন আপনাকে নিয়েই স্পাম করি আর খুব মজা পাই। অসংখ্য ব্লগস্পট সাইট খুলেছি ১ মাস আগে শুধুমাত্র আপনাকে স্পাম কাকে বলে দেখানোর জন্য, যদিও আমি এখন নিজের ডোমেইন আর হোস্টিং এ আমার মানি ব্লগগুল চালাই আর ব্যাবহার করি ওয়ার্ডপ্রেস সি এম এস। ভিজিটর আনা থেকে তো আপনি আমাকে রুখতে কখনোই পারবেন না। আর আপনার ব্লগস্পট সাইটগুলোতে করি কঠিন স্পাম। আর আপনি আমাকে ভিজিটর ও দেন ভরে ভরে। বিশ্বাস হয় না? কিছু স্ক্রিন শট দেখুনঃ

আরও ১টা দেখুনঃ

ইনকাম তো মোটামুটি খুব ১টা খারাপ না। উপরের ২টা সাইট এর ২ এড কোম্পানির ইনকাম দেখেনঃ

এইটা বিডভারটাইজারঃ

ক্লিকসরঃ

এড ফ্লাইঃ

থাকুক দেখাইলাম না।

ইনফলিঙ্কসঃ

হে হে হেঃ গুগোল সাহেব এত অস্থির ক্যান?

লিঙ্ক বাক্সঃ

দেখতে ইচ্ছা করলে আমারে মেইল কইরেন। পাঠাই দিমুনে। আপনার মেইল সার্ভিসই তো ব্যাবহার করি তাই না?

এখন বলেন আমার কয়টা সাইট আপনি ডিলেট করবেন? ২ টা? ৫টা? ১০টা? কেয়ার করিনা আপনাকে। আপনি ১টা ডিলেট করবেন আমি ৫ টা বানাবো। আর স্পাম করতে তো কষ্ট হয় না। ভাবতাছি জেনুইন সাইট রাইখা ১০০ টা স্পাম সাইট বানাই। কি বলেন?

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami wordpress e notun plz vi bolben kivabe ক্লিকসর o বিডভারটাইজার er add wordpress e jukto kora jay???

    @mfanik: SO easy, just 1ta blank widget niben then apnar ad code add kore diben

      Level 0

      ami kokhono adsence fadsence korini. tobe tobe tune ta khub valo laglo. fevorete na ekhe parlamna

এত গরম ক্যান, ভাই???

উচিৎ জবাব দিছেন। I appriciate you.Carry on

পাশ্চাত্য দেশে গুগল খুবই শিতিল। আর এশিয়াতে গুগল খুবই কঠিন। এটা ভাববার সময় এসেছে।

গুগল বলে আমার ওয়েব সাইট লিংক নাকি স্প্যাম… বড়ই হাস্যকর…. করি না এখন গুগল এডসেন্স…..

    @techlovernet: vai je adsense use kora manei hoilo pain. Ban hoar voy, check neyar tension, agdum, bagdum. But CPA network er kotha keu bolena jeta diye adsense er caite 3 double earn kora jay. Vabtesi somoy hoye asce CPA leads r Offers niye 1ta post korbar.

ভাই আমি কিন্তু আপনার সবচেয়ে বড় ভক্ত। এতদিন পরে লিখলেন মনটা খুব খারাপ হয়ে গেলো। আপনার পোস্ট কিন্তু সব সময়ই পড়ি। স্টাম্বলাপন এবং রেডিট থেকে ভিসিটর আনার টিপস কিন্তু এখনো পাইনি। পোস্টটার জন্য অনেক আশা করে ছিলাম। কিন্তু আশাহত হয়েছি। পারলে ভিসিটর বাড়ানোর কিছু গোপন এবং কার্যকারী টিপস দিয়েন যেটা আপনি ফলো করেন। আমি জানি আপনি আমাকে আর আশাহত করবেন না। হাজার হলেও ছোট ভাইয়ের আবদার। মেইলের অপেক্ষায় রইলাম। [email protected]

    @মাহমুদুল হাসান: Opps, vai to lojjay fele dilen. Visitor pawar onek way ase. add me on skype: saon.islam6. Apnar dake sara na dile onnay hoye jabe.

      @Saon A Menz: Saon ভাই আপনার অসাধারন পোস্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ । আশাকরি স্টাম্বলাপন এবং রেডিট নিয়ে আপনার পোস্ট টা খুব তারাতারি পাবো ।
      please add me skype: dipto0155

Vai….apnar tune poira chorrrom moja paic

Level 2

really its great post read in my life………….. keep it boss……

    @Rahat: :p

      Level 2

      @Saon A Menz: ভাই আপনি যা লিখছেন তা কি সত্যি, ভাই এমনি এ জিজ্ঞাসা করলাম, কিছু মনে কইরেন না..:D

F9. খুব ভালো লাগলো আপনার টিউন টা পরে অনেক ইঙ্গিত পেলাম, বুঝলাম। আমার একটা সাইট আছে যদি একটু সবাই দেখে গেয়ান দিতেন খুসি হতাম। http://www.technologyrbd.blogspot.com এবং আপনার(Saon A Menz) মত ভয় থাকবেনা কি ভাবে?

হুম এশিয়া রিজিওন এ গুগলের সার্ভিসগুলোর রীতিনীতি একটু বেশি বাড়াবাড়ি টাইপ এর 🙁
এডসেন্স এর বিকল্প আর কি কি আছে ?

vai amio apnar sathe 1e juddhe namte chai!~ ki dia spam korbo khali 1tu ingit den~!

Level 0

কঠিন প্রতিশোধ নিছেন। শুভেচ্ছা রইল। আরো বাঁশ দেন।

Google amar http://www.us-shop24.blogspot.com blog ta Spam hisabe Delete korche but sob gola post e chilo uncommon and without copy paste. Akhon vai ai blog (www.news-paper24.blogspot.com) ta nia Chintai achi. Kobe jani amar ai ta re o Spam bole delete kore.

@Saon A Menz ken vai amra ki dos korlam je amader moto choto vai der kaste visitor boostup korar way share korben na? 🙂 vai kosto pelam. R pls visitor boost up korar way and google a spam korar bisoi a valo ak ta post chai pls…

ভাই ক্লিকসোর এর বিস্তারীত একটি টিউন দিতে পারেন? আমাকে কিভাবে এ্যপলাই করব? কিভাবে এ্যাড বসাব? কিভাবে পেমেন্ট দিব?

ভাই খুব ভালো লাগলো । বাঁশ দেন যত পারেন । শালারা পাইসে কি ?

Level 0

GOOGLE ki nijeder ke “GOD OF INTERNET WORLD” vabe naki?

Level 0

দারুন একটি পোস্ট। খুব ভালো লেগেছে। সকল নতুনদের জন্য আশার বানী শুনালেন। আপনার লেখা কোন টিউটোরিয়াল থাকলে একটু শেয়ার করবেন।

ভাই আমি plagiarisma দিয়া Checke করে দেখেছি আমার আর্টিকেল ১০০% originality আছে।কিন্তু বেসি পরিমানে unique না তাহলে কি প্রবলেম হবে।আমি কি অ্যাডসেন্স পাব।আমার সাইট এর লিঙ্কঃ http://www.starforever.net/

Level 0

Vai next post a shikhayen kamne amra o google k bash dete pary, opekkhay roilam

Level 0

শুধু প্রতিশোধ আপনি নিলে হবে? আমাদের ও শিখান কিভাবে প্রতিশোধ নিব। পোস্টা কিন্তু ভাল হয়ছে।

    @marahim: ঠিক কইসেন………………………
    আমরাও প্রতিশোধ ইন্তে চাই…………………………………………………………… 80

Level 0

গুগল আসলেই অনেক ফালতু একটা জিনিস

১৫ দিন আগে আমারটাও স্প্যাম দেখাইয়া ডিলিট করে দিছে । সেই কষ্টে আমি লেখাই বাদ দিয়েছি। আপনার লেখা পড়ে উৎসাহিত হলাম । অনেক ধন্যবাদ ।

Level 0

হেল্লো ভাই।
আমি এখন নতুন Auto Blog Samurai ইউস করতেসি। একটি Problem হইসে। Problem টাঃ-
আমি যে ব্লগ থেকে ফেড এর মাধ্যমে লেখা কপি পেস্ট করি তা পাবলিস হয় But ফটো গুলা দেখা যায় না। !কেউ কি আমাকে একটু হেল্প করবেন।! আমি কি করে Photo সহ Post Korte Pari ?
I am waiting for anyone Help.
My Site- Taiwan rentals- http://www.5912.com.tw/

    Level 0

    ভাই এ যে দেখি চাইনিজ ব্লগের ব্যাপারে সাজেশন চাইছেন। যাই হোক আপনার ব্লগে পোস্ট করার সময় ফুটার ইমেজ শো করিয়ে দিবেন।

Level 0

ভাই একা একা প্রতিশোধ নিচ্ছেন আমাদেরকেউ শেখান। আমরা শিখতে চাই।

Level 0

ভাই যা লিখেছেন, চমৎকার

ব্লগারে গুগোল অনেক কড়া, এডসেন্সেও। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে গুগোলের ব্যাবসা বন্ধ করে দিতে পারতাম। বাংলা সাইটগুলোর জন্য অন্তত বাংলা সার্চ ইঞ্জিন আর বাংলাদেশী এড নেটওয়ার্ক তৈরি করতে পারলে ভালো লাগতো। আমিও একাধিকবার ৬০-১০০ টি আর্টিকেল সহ আমার ব্লগ হারিয়েছি, শুধু টেমপ্লেট চেঞ্জ করার কারণে।
সর্বশেষ ১৭৮ টি আর্টিকেল ডিলিট করে দিলাম, শুধু এডসেন্স টিকিয়ে রাখার জন্য। আমার নিজের লেখা আর্টিকেল সবগুলো, এডসেন্স বলে আমি নাকি অন্য সাইট থেকে কপি করেছি। এখন আমার সেই লেখাগুলো দেখছি কেউ কেউ টেকটিউনসে নিজের নামে চালাচ্ছে, আবার কেউ ফেসবুকে Collected লিখে চালিয়ে দিচ্ছে। ইউটিউবে তিনবার গুগোলের পলিসি পরিবর্তন করে আমার চ্যানেলের Monetization বন্ধ করে দিয়েছে। গুগোলের বিরুদ্ধে ভবিষ্যতে আদালতে মামলাও করতে পারি। বাংলাদেশে ওরা অনেক টাকা কামিয়েছে- এডসেন্সে ১০০ ডলারের কাছাকাছি আয় হওয়ার পরে অনেকের একাউন্ট Suspend করেছে। আমি সম্প্রতি ১০০ ডলার আয় করেছি, জানি না টাকা দেবে কি না। প্রতিষ্ঠিত একটি এড নেটওয়ার্ক, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, একটা বাংলা সার্চ ইঞ্জিন আমাদের দরকার(আপনি যেটা করেছেন, তাতে গুগোলের মনে হয় না কিছু আসে যায়)।

টেকটিউনস ও আমার সাথে দুর্নীতি করছে। আমার লেখাগুলো ওরা ব্যবহার করছে, আমাকে এডিট বা, ডিলিট করার অধিকার দিচ্ছে না(আমার লেখা ব্যবহার করে টাকা বৈধভাবে টাকা কামাচ্ছো সেটাতে কোন আপত্তি নেই, কিন্তু আমার লেখা ডিলিট করার অধিকার তো আমার থাকা উচিত)। Shame on you Techtunes