গুগল নিয়ে সাতটা অদ্ভুত মজার তথ্য!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

কেমন আছেন সবাই?
ভালো আছেন আশা করি!
আজকে গুগল নিয়ে কয়েকটা মজার তথ্যা শেয়ার করবো। যদিও লেখাটা আগে ইংরেজীতে লিখেছিলাম একবার। কিন্তু বাংলা করে দিতেও মন চাইলো। আসলে, গুগল এমনটা একটা ব্যপার যাতে আমাদের আগ্রহ ও প্রয়োজনীয়তার শেষ নেই।
গুগল তো আমার সংসারেরই একটা অংশ! 😀

i-love-google

ফ্যাক্ট ১:
Google শব্দটা এসেছে GOOGOL শব্দ এর ভুল বানান থেকে। মানে, Googol শব্দ থেকেই Google শব্দের উৎপত্তি।
Googol শব্দের মানে হচ্ছে এমন একটা অঙ্ক যেটা ১০ এর উপর একশ পাওয়ার! আচ্ছা পুরো শব্দটাই লিখে দিচ্ছিঃ

10^100 = 10,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000.

আমি অবশ্য এতগুলা শুন্য লিখি নাই, উইকিপিডিয়া থেকে নিয়ে পেস্ট করে দিসি।

ফ্যাক্ট ২:

গুগলের হোম পেজ অর্থাৎ Google.com এ গেলে যে পেজ দেখায় সেখানে কোন বিজ্ঞাপন নেই। যদি তারা সেখানে একটা এড দিত তবে সেটার জন্য বিজ্ঞাপনদাতাকে ১০ মিলিয়ন ইউ এস ডলার দিতে হত!

ফ্যাক্ট ৩:

গুগল যখন চোট্ট পরিসরে ছিলো তখন একবার ইয়াহু ডট কম, সম্পূর্ণ গুগলকে ১ মিলিয়ন ইউ এস ডলারে কিনে ফেলার সুযোগ পেয়েছিলো। কিন্তু তারা সেটা কিনেনি।
কিন্তু বর্তমানে গুগল ২০০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী এবং ইয়াহু সেই তুলনায় মাত্র ২০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী।

ফ্যাক্ট ৪:

গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাদের প্রথম টুইট ছিলোঃ
I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010
যেটার মানে হলঃ I’m Feeling Lucky

ফ্যাক্ট ৫:
গুগলের হোম পেজে I’m Feeling Lucky একটা অপশন দেখতে পাবেন। যেটার কাজ হল আপনাকে সরাসরি আপনার কী-ওয়ার্ড সার্চ এ যেগুলো আসতো তার প্রথম লিঙ্কে নিয়ে যাওয়া।
এইভাবে নিয়ে যাওয়ার কারনে আর বিজ্ঞাপন দেখা যায়না। যার ফলে বছরে গুগল ১০০ মিলিয়ন ইউ এস ডলার কম ইনকাম করে।

ফ্যাক্ট ৬:

গুগলের ১ মিলিয়নেরো বেশি সার্ভার আছে এওং ১ বিলিয়ন এরও বেশি কী-ওয়ার্ড সার্চ হয় প্রতি ২৪ ঘন্টায়। সারা পৃথিবীতে যে পরিমান সার্ভার আছে, তার ২% ই গুগল এর।

ফ্যাক্ট ৭:

গুগল এ রয়েছে ৮০ টিরও বেশি বিভিন্ন রকমের ভাষা। এর মধ্যে একটা রয়েছে ‘স্ট্যার ট্রেক’স ক্লিগন’ যেটা কিনা এলিয়েনদের জন্য!!

আশা করি তথ্যগুলো জেনে মজা পেয়েছেন। গুগল আসলে আমাদের এত কাজে লাগে বলার বাহিরে। এসাইনমেন্ট বা হোমওয়ার্ক করার জন্য এখন গুগলের কোন বিকল্প পাই না। 😛
তাই গুগল সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা মন্দ না!

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ফেসবুক বন্ধু হতে চাইলে এখানে খোঁচা দিন!

 

Level 0

আমি Rubel Orion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সুন্দর টিউন………। নতুন কিছু জানলাম

ভালো লাগলো। ধন্যবাদ।

moja pelam re vai….dhonnobad

মজা পেলাম।ধন্যবাদ।

হায়রে ইয়াহু!তোরা কি ভুল করেছিস বুঝলি তো?

    @Iron maiden: ওদেরকে এইটা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওরা বলসিলো, গুগল ইউজাররা I’m Feeling Lucky বাটন এ Comfort ফিল করে।

    যদিও আমি নিজেও কোন দিন এই বাটনের হেল্প নেই নাই 😛

আবার গুগল তো নিজেদের I’M FEELING LUCKY বাটন এড করে নিজেদের পায়েই কুড়াল মেরেছে।আস্ত বোকা

Thanks for sharing this post.

Level 0

Thanks a lot bro………..

দারুন ! 😀

Level New

goooood…

মজার জিনিস । অনেক মজাপাইলাম ।<a href="http://allpremiumplace.com"ধন্যবাদ

সুন্দর একটি টিউন, ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে ^_^

এলিয়েনদের ভাশা——মজা পাইলাম রে ভাই!