আজ একটা সফটওয়্যার সার্চ করতে google.com এ গেলাম, সার্চ বার এ টাইপ করার সময় সার্চ বার এর নিচে অদ্ভুত আলাদা কিছু notice করলাম, সার্চ বার এর নিচে লেখা আছে "New! What’s that smell? Find out with Google Nose " তারপর google Nose এ ক্লিক করলাম, নিচের ছবির মত একটা পেজ আসলো
Try Google Nose BETA লেখা নিল রঙের লিংক তিতে ক্লিক করলাম ।
তারপর diaper নামের কিছু একটার সার্চ result আসলো । সার্চ result এর বাম সাইড এ ছিলো লেখা Smell । বুঝতে আর বাকি রইলোনা যে এটা গুগল এর একটা নতুন টেকনোলজি । কোনো কিছু সার্চ করলে তার smell ও পাওয়া যাবে । খুব আগ্রহ নিয়ে smell এ ক্লিক করলাম, তারপর আসলো " Bring your nose as close as you can to the screen and press Enter " । তারপর Enter প্রেস করে মনিটরে অনেকক্ষণ নাক ঘসা ঘসি করলাম কিন্তু কেন জানি কোনো গন্ধই পেলামনা । তারপর need help এ ক্লিক করলাম । তারপর যা দেখলাম তা দেখে হাসবো না কাদবো বুঝতে পারলামনা । সেখানে লেখা ছিলো
If you are experiencing problems with Google NoseBETA, please note the following:
1)"418: Scent transfer protocol error" indicates system congestion; please try again later.
2) Due to technological constraints, not all smells are compatible with all devices.
3)Refrain from licking or biting your screen.
4)Try upgrading to a modern browser, such as Google Chrome.
5 )It is April Fools' Day.
হালার গুগল ।
আমি Parish Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 235 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এপ্রিল ফুল আমাদের জন্য নয়, এর সাথে জড়িয়ে আছে এক কলঙ্কিত ঘৃণিত ইতিহাস. আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদের কে এইদিন বোকা বানিয়ে রাজা ফার্দিনান্দ এবং ইসাবেলা পবিত্র মসজিদে পুড়িয়ে মেরেছিল. সেই দিন ছিল এপ্রিল এর ১ তারিখ, তাই তারা ঐদিন চিত্কার করে বলেছিল এপ্রিল ফুল, মানে মুসল্মুন্দের তারা বোকা বানাতে পেরেছে, আসুন আমাদের সেই মুসলমান ভাই বোনদের জন্য দয়া করি, এবং এপ্রিল ফুল বর্জন করি.