অবশেষে আমাকেও বোকা বানালো গুগল ।

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আজ একটা সফটওয়্যার সার্চ করতে google.com এ গেলাম, সার্চ বার এ টাইপ করার সময় সার্চ বার এর নিচে অদ্ভুত আলাদা কিছু notice করলাম, সার্চ বার এর নিচে লেখা আছে "New! What’s that smell? Find out with Google Nose " তারপর google Nose এ ক্লিক করলাম, নিচের ছবির মত একটা পেজ আসলো

 

 

 

 

 

 

 

 

 

 

 

Try Google Nose BETA লেখা নিল রঙের লিংক তিতে ক্লিক করলাম ।
তারপর diaper নামের কিছু একটার সার্চ result আসলো । সার্চ result এর বাম সাইড এ ছিলো লেখা Smell । বুঝতে আর বাকি রইলোনা যে এটা গুগল এর একটা নতুন টেকনোলজি । কোনো কিছু সার্চ করলে তার smell ও পাওয়া যাবে । খুব আগ্রহ নিয়ে smell এ ক্লিক করলাম, তারপর আসলো " Bring your nose as close as you can to the screen and press Enter " । তারপর Enter প্রেস করে মনিটরে অনেকক্ষণ নাক ঘসা ঘসি করলাম কিন্তু কেন জানি কোনো গন্ধই পেলামনা । তারপর need help এ ক্লিক করলাম । তারপর যা দেখলাম তা দেখে হাসবো না কাদবো বুঝতে পারলামনা । সেখানে লেখা ছিলো

If you are experiencing problems with Google NoseBETA, please note the following:

1)"418: Scent transfer protocol error" indicates system congestion; please try again later.
2) Due to technological constraints, not all smells are compatible with all devices.
3)Refrain from licking or biting your screen.
4)Try upgrading to a modern browser, such as Google Chrome.
5 )It is April Fools' Day.

হালার গুগল ।

Level New

আমি Parish Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 235 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এপ্রিল ফুল আমাদের জন্য নয়, এর সাথে জড়িয়ে আছে এক কলঙ্কিত ঘৃণিত ইতিহাস. আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদের কে এইদিন বোকা বানিয়ে রাজা ফার্দিনান্দ এবং ইসাবেলা পবিত্র মসজিদে পুড়িয়ে মেরেছিল. সেই দিন ছিল এপ্রিল এর ১ তারিখ, তাই তারা ঐদিন চিত্কার করে বলেছিল এপ্রিল ফুল, মানে মুসল্মুন্দের তারা বোকা বানাতে পেরেছে, আসুন আমাদের সেই মুসলমান ভাই বোনদের জন্য দয়া করি, এবং এপ্রিল ফুল বর্জন করি.

    @sayem001:

    এপ্রিলফুল কে না বলুন কারন
    আমরা মুসলিম ।

    এপ্রিলফুল এর ইতিহাস বড়ই
    বেদনা দায়ক । এখন থেকে প্রায়
    ৫০০ বছর আগে স্পেন ছিল
    মুসলিমদের দেশ । এই
    দেশটি মুসলিমদের
    নিয়ন্ত্রনে ছিল প্রায় আট শত
    বছর । ক্রসেডরা দীর্ঘ
    দিন ধরে স্পেনকে নিজেদের দখলের
    নেওয়ার চেষ্টা করছিল। এজন্য
    তারা ধর্ম যুদ্ধের নামে বিভিন্ন
    সময় স্পেনে আক্রমন করত । কিন্তু
    স্পেনের মুসলিমদের
    সাথে যুদ্ধকরে তারা বরাবরই
    পরাজিত হত । মুসলিমরা এই
    দেশটাকে এতটাই আধুনিক
    ভাবে সাজিয়ে ছিল যা ছিল সত্যিই
    অসাধারন । আজও স্পেনের সেই
    শহরগুলো এক একটি অপূর্ব
    ঐতিহাসিক নিদর্শন ।
    যা মানুষকে এখনও মুগ্ধ করে ।
    মুসলিমরা ভালই ছিল স্পেনে ।
    কিন্তু
    একটা পর্য়ায়ে মুসলিমরা ইসলাম
    হতে দুরে সরে যেতে লাগল । তার
    ইসলাম প্রচার প্রসার ও ইসলাম
    ধর্ম পালনের
    প্রতি অনিহা বাড়তে লাগল
    এবং তারা দুনিয়া মুখি হয়ে গেল
    । এবং এক পর্যায়ে মুসলিমদের
    ঈমানের অবস্থা খুবই শোচনীয়
    হয়ে পড়ল । ঠিক এমন এক সময়
    খ্রিষ্টানরা মুসলিমদের উপর
    আবারও আক্রমন করল ।
    যদিও কিছু মুসলিম বীর ও তাদের
    সাথীরা চরম
    ভাবে আক্রমনকে প্রতিহত করল
    এবং ক্রসেড বাহিনীকে প্রায়
    পরাজিত করে ফেলেছিল।কিন্তু শেষ
    রক্ষা আর হলো না ।
    এক্ষেত্রে খ্রিষ্টানরা (ক্রসেড)
    মিথ্যা কৌশল অবলম্বন করল ।
    তারা প্রচার করতে লাগল যে স্পেইন
    এখন তাদের দখলে ।
    এবং তারা ঘোষনা দিয়ে দিল যে সকল
    মুসলিমরা মসজিদে আশ্রয়
    নিবে এবং সমুদ্র
    গামী জাহাজে আশ্রয়
    নিবে তারা নিরাপদ । দুর্বল
    ইমানের মুসলিমরা শত্রুদের
    কথা মতো কাজ করল । তারা মসজিদ ও
    জাহাজে আশ্রয় নিল । পরে ক্রসেড
    বাহিনী সকল মসজিদকে তালা বদ্ধ
    করল, এই
    বলে যাতে মুসলিমরা নিরাপদে থাকে ।
    পরে তারা সকল মসজিদ গুলোতে আগুন
    ধরিয়ে মুসলিমদের
    পুড়িয়ে হত্যা করল । আর জাহাজ
    গুলোকে তারা ডুবিয়ে দিল ।
    এভাবে স্পেন
    থেকে মুসলিমদের পরাজিত করল ।
    এবং সেখানে এমন একজন মুসলিমও ছিল
    না যে কিনা আযান দিবে । বিগত
    ৫০০ বছর স্পেনে কোন আজান
    হয়নি । মাত্র বছর ০২
    আগে আযানের
    অনুমতি দেওয়া হয়েছে । আর
    এভাবে এপ্রিল মাসে মুসলিমদের
    বোকা বানিয়ে পরাজিত করেছিল ।
    মুসলিমদের এই পরাজয়কে স্বরন
    করে খ্রিষ্টানরা এপ্রিল ফুল
    পালন
    করে থাকে । আর
    আমরা মুসলিমরা এখনও বোকার মত
    এপ্রিল ফুল পালন করে নিজেদের
    ভাইদের জঘন্য হত্যার
    তামাসা করি অন্য
    মুসলিমকে বোকা বানিয়ে ।

    যদি মনে করেন অপর মুসলিম ভাই
    কে জানানো প্রয়োজন
    তবে শেয়ার করুন ।

      @জাকারিয়া বাবু: এত day আছে যে আপনি গুনতে গেলে ৩৬৫++
      হবে…তবে এদের ভিতর এক্তি day যদি বোকা দিবশ হয় তবে মন্দ না।।,তবে april 1st যেহেতু নুস্লিমদের জন্য দুঃখের দিন তাই এই দিনটা বাদ…অন্ন একদিন পালন করব…এখন ভাবছি কবে করা যায়…

Level 0

ami emon kichu pai ni

Level 0

F*#K Google!

Level 3

vai apner nak ghosa ghosir bapar ta khub hassokor………hahahahahahaha….

দয়া করে এপ্রিল ফুল বর্জন করুন, এর ইতিহাস খুবই মর্মান্তিক।

Vai…apnar kahini pore pet betha hoye gese hashte hashte……jotttiiiillll hoise

Level 0

lul

দয়া করে এপ্রিল ফুল বর্জন করুন, এর ইতিহাস খুবই মর্মান্তিক।

aro jore nak gosen.

প্রতি এপ্রিল ফুল আর গুগলের জন্মদিনে গুগল এমন কিছু ধোঁকা দেয়।

এইডা আফনে কি করলেন???
কইল,আর অমনি আপনি নাক ঘষাঘষি শুরু কইরা দিলেন!!! 🙂

ফ**ক গুগল

টাশকিত :-/

Level 0

ami buijja gesilam j eta chalaki. goto baro hoisilo!!!

Level 0

এত কি দরকার ভাই , ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটার সবই কাফেরদের তৈরি এগুলো USE NA Korlia Hoi. Kew to apnake jor korse na.

Level 0

http://www.peaceinislam.com/m-m-nour-hossain/13962/
ওরা আজ পর্যন্ত আমাদেরকে বোকা বানিয়ে বেড়াচ্ছে 🙁

LOL

Level 0

Amio dhoka khaisi