আমি একজন নতুন টিউনার । আমার এক বন্ধু এর কাছ থেকে এই ওয়েব সাইট এর সন্ধান পাই ।এটা একটা অসাধারণ ওয়েব সাইট ।প্রতিদিন আমি কতবার এই সাইট এ আসি তার কোন হিসাব নাই ।সবার পোস্ট দেখে আমার ও একটি পোস্ট দিতে মনে চাইলো ।তাই ছোট এই পোস্ট করলামঃ আমরা অনেক সময় অনেক ব্লগ, টুইটার , ফেসবুক এ কোন ইমেজ দেখে তা ভুয়া কিনা অথবা কোন ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে কিনা তা খুব সহজে জানতে পারি । সিস্টেম টা হলঃ
কি দেখতে পাচ্ছেন ? কাজ হয়ে গেছে তো জনাব ! 🙄 তারপর ও যদি না বুঝেন এই সিম্পল জিনিসঃ-
এই লিঙ্ক এ জান । যেখানে সার্চ এর জন্য লিখবেন তার পাশে দেখেন ছোট ক্যামেরা এর ফটো। ক্লিক করেন। upload an image এ ক্লিক করেন ।ধরুন কম্পিউটার এ যেসব স্যাম্পল ফটো দেয়া থাকে সেগুলো একটি লোড করলেন । লোড হয়ে গেলে অটোমেটিক গুগল লোড করা ফটো এর মত অথবা একই রকম ফটো দেখাবে বিভিন্ন ওয়েব সাইট এ । এ থেকে বুঝে নিবেন যে......
আমি arif_nirjhor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i don’t understand anything