কিভাবে জানবেন কোন ইমেজ ভুয়া কিনা অথবা কোন ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে কিনা…

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আমি একজন নতুন টিউনার । আমার এক বন্ধু এর কাছ থেকে এই ওয়েব সাইট এর সন্ধান পাই ।এটা একটা অসাধারণ ওয়েব সাইট ।প্রতিদিন আমি কতবার এই সাইট এ আসি তার কোন হিসাব নাই ।সবার পোস্ট দেখে আমার ও একটি পোস্ট দিতে মনে চাইলো ।তাই ছোট এই পোস্ট করলামঃ আমরা অনেক সময় অনেক ব্লগ, টুইটার , ফেসবুক এ কোন ইমেজ দেখে তা ভুয়া কিনা অথবা কোন ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে কিনা তা খুব সহজে জানতে পারি । সিস্টেম টা হলঃ

  1. প্রথমে যে ইমেজ টি ভুয়া কিনা জানতে চান সেটা সেভ করুন
  2. তারপর GOOGLE এ গিয়ে সার্চ অপশন এ শুধু ইমেজ সার্চ নির্বাচন করুন 
  3. যেখানে সার্চ এর জন্য লিখবেন তার পাশে দুইটা ক্ষুদ্র আকারের ইমেজ দেখবেন
  4. ক্যামেরা এর ইমেজ এ ক্লিক করুন। 
  5. চিত্র অনুসারে অনুসন্ধান এরকম একটি অপশন এসেছে
  6. এবার যে ইমেজ ভুয়া কিনা অথবা কোন সাইট থেকে নেয়া হয়েছে কিনা জানতে চাই সেটি ব্রাওস করে সিলেক্ট করে দিই।
  7. এবার ইমেজ অনুসারে অনুসন্ধান এ ক্লিক করুন

কি দেখতে পাচ্ছেন ? কাজ হয়ে গেছে তো জনাব !                   🙄                                                                                                                                                                               তারপর ও যদি না বুঝেন এই সিম্পল জিনিসঃ-

 এই লিঙ্ক এ জান  । যেখানে সার্চ এর জন্য লিখবেন তার পাশে দেখেন ছোট ক্যামেরা এর ফটো। ক্লিক করেন। upload an image এ ক্লিক করেন ।ধরুন  কম্পিউটার এ যেসব স্যাম্পল ফটো দেয়া থাকে সেগুলো একটি লোড করলেন । লোড হয়ে গেলে অটোমেটিক গুগল লোড করা ফটো এর মত অথবা একই রকম ফটো দেখাবে বিভিন্ন ওয়েব সাইট এ । এ থেকে বুঝে নিবেন যে...... 

Level 0

আমি arif_nirjhor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

i don’t understand anything

keno vai?konta bujhlenna??.its simple